Bengal Tourism: বর্ষায় সৌন্দর্য্য বাড়ে দ্বিগুণ, পুরনো ইতিহাসের ছোঁয়া, দু’দিনে ঘুরে আসুন প্রকৃতির কাছে, টাকা উসুল হবে

বর্ষার প্রকৃতি নিজেকে সাজিয়ে তোলে ইচ্ছা মত। গভীর জঙ্গল সেজে ওঠে ঘন সবুজে। বৃষ্টির জল অবিরাম শব্দ করে ঝরে পড়ে। প্রকৃতির এই সৌন্দর্য্য উপভাগ করার সুযোগ রয়েছে হাতের কাছে।
বর্ষার প্রকৃতি নিজেকে সাজিয়ে তোলে ইচ্ছা মত। গভীর জঙ্গল সেজে ওঠে ঘন সবুজে। বৃষ্টির জল অবিরাম শব্দ করে ঝরে পড়ে। প্রকৃতির এই সৌন্দর্য্য উপভাগ করার সুযোগ রয়েছে হাতের কাছে।
অপরূপ এই প্রকৃতিকে একবার কাছে থেকে দেখতে হলে চলে আসুন কাঁকসার গভীর জঙ্গলে। এখানে জঙ্গলের মাঝে রয়েছে দেউল পার্ক। যেখানে গেলে একটা দিন কিভাবে কেটে যাবে বুঝতে পারবেন না।
অপরূপ এই প্রকৃতিকে একবার কাছে থেকে দেখতে হলে চলে আসুন কাঁকসার গভীর জঙ্গলে। এখানে জঙ্গলের মাঝে রয়েছে দেউল পার্ক। যেখানে গেলে একটা দিন কিভাবে কেটে যাবে বুঝতে পারবেন না।
সবুজ প্রকৃতির মাঝে সাজানো দেউল পার্ক। এখানে রয়েছে রাত্রিবাস করার ব্যবস্থা। সুসজ্জিত পার্ক বেশ মনমুগ্ধকর। সঙ্গে রয়েছে ইতিহাস চাক্ষুষ করার সুযোগ।
সবুজ প্রকৃতির মাঝে সাজানো দেউল পার্ক। এখানে রয়েছে রাত্রিবাস করার ব্যবস্থা। সুসজ্জিত পার্ক বেশ মনমুগ্ধকর। সঙ্গে রয়েছে ইতিহাস চাক্ষুষ করার সুযোগ।
রাঢ়বঙ্গের রাজা ইচ্ছাই ঘোষের দেউল কেন্দ্র করে এই পার্ক গড়ে উঠেছে। এখানে শিশুদের মজা করার জন্য রয়েছে একাধিক ব্যবস্থা। ভাগ্য ভাল থাকলে ময়ূরের দেখা পাবেন। রয়েছে হরিণ সংরক্ষণ কেন্দ্রও।
রাঢ়বঙ্গের রাজা ইচ্ছাই ঘোষের দেউল কেন্দ্র করে এই পার্ক গড়ে উঠেছে। এখানে শিশুদের মজা করার জন্য রয়েছে একাধিক ব্যবস্থা। ভাগ্য ভাল থাকলে ময়ূরের দেখা পাবেন। রয়েছে হরিণ সংরক্ষণ কেন্দ্রও।
দুর্গাপুর স্টেশন থেকে খুব সহজেই এখানে পৌঁছনো যায়। দুর্গাপুর স্টেশন থেকে আপনাকে বাসে মলানদিঘি পৌঁছতে হবে। তারপর সেখান থেকে গাড়ি অথবা টোটো ভাড়া করে যেতে হবে দেউল পার্ক। রাত্রিবাস করতে চাইলে আগে থেকে বুকিং করে রাখতে হবে। বুকিং নম্বর - 98315 55594
দুর্গাপুর স্টেশন থেকে খুব সহজেই এখানে পৌঁছনো যায়। দুর্গাপুর স্টেশন থেকে আপনাকে বাসে মলানদিঘি পৌঁছতে হবে। তারপর সেখান থেকে গাড়ি অথবা টোটো ভাড়া করে যেতে হবে দেউল পার্ক। রাত্রিবাস করতে চাইলে আগে থেকে বুকিং করে রাখতে হবে।
বুকিং নম্বর – 98315 55594