মশা, মশা কামড়ালে কী করবেন, এই গন্ধে পালায় মশা, কোন গন্ধে পালায় মশা, মশা ভয় পায় কোন গাছের গন্ধ, পৃথিবীতে কোন গন্ধে ভয় পায় মশা, মশা তাড়ানোর ঘরোয়া উপায়, মশা তাড়াতে ঘরোয়া টোটকা, তুলসী গাছের উপকারিতা, ল্যাভেন্ডারের গাছের উপকারিতা, মশা বেশ কোথায় থাকে, কী করলে বাড়িতে ঢুকবে না মশা, বিশেষজ্ঞের পরামর্শ, মশাবাহিত রোগ, ডেঙ্গি, ডেঙ্গু, ম্যালেরিয়া, মশার হামলা, সাধাৰণ জ্ঞান, ট্রেন্ডিং জিকে

Mosquito: কোন ‘গাছ’ লাগালে ‘মশা’ পালায় বলুন তো…? উত্তর অবাক করবেই করবে! এক গাছেই ছুমন্তর!

বর্ষাকালে একদিকে যেমন বাড়ে সাপ খোপের উপদ্রব, তেমন আবার টিকতে দেয় না মশা বাবাজীবন। একটু বিকেল গড়ালেই ছেঁকে ধরে রক্তচোষার দল। এদিকে মশা তাড়াতে দামি দামি কয়েল-স্প্রে সব প্রায় ফেল করে যায় ডাকাবুকো মশাদের উপদ্রবে।
বর্ষাকালে একদিকে যেমন বাড়ে সাপ খোপের উপদ্রব, তেমন আবার টিকতে দেয় না মশা বাবাজীবন। একটু বিকেল গড়ালেই ছেঁকে ধরে রক্তচোষার দল। এদিকে মশা তাড়াতে দামি দামি কয়েল-স্প্রে সব প্রায় ফেল করে যায় ডাকাবুকো মশাদের উপদ্রবে।
কার্যত এই গরমকাল ও বর্ষাকালেই আমাদের জীবনে অন্যতম মাথাব্যথার কারণ হয়ে যায় মশার উপদ্রব। আজ এই প্রতিবেদনে আমরা সেই মশা নিয়েই এমনই কিছু প্রশ্ন ও উত্তর শেয়ার করছি যা একদিকে যেমন মজাদার তেমনই এই সাধারণ জ্ঞানগুলি কিন্তু জীবনে বেশ কার্যকরী। চাইলে আপনিও এই প্রশ্নগুলো দেখে নিতে পারেন এক ঝলক। কাজে লাগবে, নিশ্চিত।
কার্যত এই গরমকাল ও বর্ষাকালেই আমাদের জীবনে অন্যতম মাথাব্যথার কারণ হয়ে যায় মশার উপদ্রব। আজ এই প্রতিবেদনে আমরা সেই মশা নিয়েই এমনই কিছু প্রশ্ন ও উত্তর শেয়ার করছি যা একদিকে যেমন মজাদার তেমনই এই সাধারণ জ্ঞানগুলি কিন্তু জীবনে বেশ কার্যকরী। চাইলে আপনিও এই প্রশ্নগুলো দেখে নিতে পারেন এক ঝলক। কাজে লাগবে, নিশ্চিত।
কোন ব্লাড গ্রুপের মানুষদের মশা বেশি কামড়ায়?সাধারণত বলা হয় যে O ব্লাড গ্রুপের লোকেরা মশার প্রতি বেশি আকৃষ্ট হয়।
কোন ব্লাড গ্রুপের মানুষদের মশা বেশি কামড়ায়?
সাধারণত বলা হয় যে O ব্লাড গ্রুপের লোকেরা মশার প্রতি বেশি আকৃষ্ট হয়।
বাড়িতে কোথায় মশা বাসা বেঁধেছে তা কী করে বুঝবেন?এক্ষেত্রে জেনে রাখা ভাল যে মশারা অন্ধকার, আর্দ্র জায়গায় যেমন সিঙ্কের নীচে, শাওয়ারের তলায়, পায়খানায়, আসবাবের নীচে বা লন্ড্রি রুমে থাকে ও বাসা বেঁধে থাকে সাধারণত।
বাড়িতে কোথায় মশা বাসা বেঁধেছে তা কী করে বুঝবেন?
এক্ষেত্রে জেনে রাখা ভাল যে মশারা অন্ধকার, আর্দ্র জায়গায় যেমন সিঙ্কের নীচে, শাওয়ারের তলায়, পায়খানায়, আসবাবের নীচে বা লন্ড্রি রুমে থাকে ও বাসা বেঁধে থাকে সাধারণত।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ইউক্যালিপটাস তেলকে মশা তাড়ানোর কার্যকর উপাদান হিসেবে অনুমোদন করেছে।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ইউক্যালিপটাস তেলকে মশা তাড়ানোর কার্যকর উপাদান হিসেবে অনুমোদন করেছে।
গায়ে কোন জিনিস লাগালে মশা কামড়ায় না?শরীরে নারকেল তেল লাগালে ত্বক চর্বিযুক্ত হয় যার ফলে মশারা ত্বকে বসতে বা কামড়াতে পারে না। এমনটাই মত বিশেষজ্ঞদের।
গায়ে কোন জিনিস লাগালে মশা কামড়ায় না?
শরীরে নারকেল তেল লাগালে ত্বক চর্বিযুক্ত হয় যার ফলে মশারা ত্বকে বসতে বা কামড়াতে পারে না। এমনটাই মত বিশেষজ্ঞদের।
কী ভাবে নিম পাতা দিয়ে মশা তাড়ানো যায়?এক মুঠো শুকনো নিম পাতা নিন, ২ থেকে ৩ টি তেজপাতা যোগ করুন, কিছু কর্পূরের বীজ যোগ করুন, লবঙ্গ যোগ করুন এবং প্রায় ২ চামচ সর্ষের তেল যোগ করুন এবং আগুনে জ্বাল দিন। এই আগুন খানিকক্ষণ জ্বলুক। তাহলে অল্প সময়ে এর ধোঁয়া কিন্তু সব মশা তাড়িয়ে দেবে।
কী ভাবে নিম পাতা দিয়ে মশা তাড়ানো যায়?
এক মুঠো শুকনো নিম পাতা নিন, ২ থেকে ৩ টি তেজপাতা যোগ করুন, কিছু কর্পূরের বীজ যোগ করুন, লবঙ্গ যোগ করুন এবং প্রায় ২ চামচ সর্ষের তেল যোগ করুন এবং আগুনে জ্বাল দিন। এই আগুন খানিকক্ষণ জ্বলুক। তাহলে অল্প সময়ে এর ধোঁয়া কিন্তু সব মশা তাড়িয়ে দেবে।
বাড়িতে কোন গাছ লাগালে মশা পালিয়ে যায়?তুলসী গাছের সুগন্ধি মশাকে দূরে রাখে। তুলসী গাছের সুগন্ধি গন্ধ এমনিতে ভাল লাগে। অনেক স্বাস্থ্য উপকারিতা আছে এই পাতায়। কিন্তু এই গন্ধই আবার মশাদের মোটেও পছন্দ নয়। এই পাতার গন্ধ মশাদের বাড়ি থেকে দূরে রাখে।
বাড়িতে কোন গাছ লাগালে মশা পালিয়ে যায়?
তুলসী গাছের সুগন্ধি মশাকে দূরে রাখে। তুলসী গাছের সুগন্ধি গন্ধ এমনিতে ভাল লাগে। অনেক স্বাস্থ্য উপকারিতা আছে এই পাতায়। কিন্তু এই গন্ধই আবার মশাদের মোটেও পছন্দ নয়। এই পাতার গন্ধ মশাদের বাড়ি থেকে দূরে রাখে।
এছাড়া মশা তাড়াতে লেমনগ্রাস বা লেবুঘাস গাছ অত্যন্ত কার্যকরী। এই গাছের সঙ্গে থাকে দূর্বাঘাস, যা মশা তাড়ানোর একটি প্রাকৃতিক উপাদান। এই গাছ থেকে নির্গত গন্ধ মশা তাড়াতে খুব কার্যকরী।
এছাড়া মশা তাড়াতে লেমনগ্রাস বা লেবুঘাস গাছ অত্যন্ত কার্যকরী। এই গাছের সঙ্গে থাকে দূর্বাঘাস, যা মশা তাড়ানোর একটি প্রাকৃতিক উপাদান। এই গাছ থেকে নির্গত গন্ধ মশা তাড়াতে খুব কার্যকরী।
শুধু তাই নয়, ভারতে একটি অন্যতম প্রচলিত আর জনপ্রিয় ফুল হচ্ছে গাঁদাফুল। এই গাছ ঘরের ভেতরে বা বাইরে যে কোনও জায়গায়, যে কোনও মাটিতেই বসানো যায়। এই ফুলের অভিনব গন্ধ ঘর থেকে মশাদের দূরে রাখতে সাহায্য করে।
শুধু তাই নয়, ভারতে একটি অন্যতম প্রচলিত আর জনপ্রিয় ফুল হচ্ছে গাঁদাফুল। এই গাছ ঘরের ভেতরে বা বাইরে যে কোনও জায়গায়, যে কোনও মাটিতেই বসানো যায়। এই ফুলের অভিনব গন্ধ ঘর থেকে মশাদের দূরে রাখতে সাহায্য করে।
দূর্বা ঘাসও দারুণ কাজে দেয়। বাড়িতে আশেপাশে খুব সহজেই গজিয়ে ওঠা এই ঘাসগুলকে পরের বার উপড়ে ফেলার আগে একটু ভেবে দেখবেন। দূর্বা ঘাসের গন্ধ প্রাকৃতিক উপায়ে মশাদের ঘর থেকে দূরে রাখে।
দূর্বা ঘাসও দারুণ কাজে দেয়। বাড়িতে আশেপাশে খুব সহজেই গজিয়ে ওঠা এই ঘাসগুলকে পরের বার উপড়ে ফেলার আগে একটু ভেবে দেখবেন। দূর্বা ঘাসের গন্ধ প্রাকৃতিক উপায়ে মশাদের ঘর থেকে দূরে রাখে।
আবার ল্যাভেন্ডারের সুগন্ধ যেমন আপনাকে তৃপ্তি দেয় তেমনি তা আপনার ঘর থেকে মশা মাছি বা অন্যান্য পোকামাকড়কেও দূরে রাখে। এই গাছটি আপনার ন্যূনতম পরিচর্যা পেয়েই গজিয়ে উঠতে পারে।
আবার ল্যাভেন্ডারের সুগন্ধ যেমন আপনাকে তৃপ্তি দেয় তেমনি তা আপনার ঘর থেকে মশা মাছি বা অন্যান্য পোকামাকড়কেও দূরে রাখে। এই গাছটি আপনার ন্যূনতম পরিচর্যা পেয়েই গজিয়ে উঠতে পারে।
লেবু এবং লবঙ্গ কি মশা দূরে রাখে?লবঙ্গ তেল এবং লেবুর রসের মিশ্রণ একটি প্রাকৃতিক মশা তাড়াক। কেমিক্যাল দেওয়া নানা স্প্রে ছেড়ে এই ধরণের ঘরোয়া প্রতিকার কিন্তু দারুণ কার্যকরী হয় মশা তাড়াতে।
লেবু এবং লবঙ্গ কি মশা দূরে রাখে?
লবঙ্গ তেল এবং লেবুর রসের মিশ্রণ একটি প্রাকৃতিক মশা তাড়াক। কেমিক্যাল দেওয়া নানা স্প্রে ছেড়ে এই ধরণের ঘরোয়া প্রতিকার কিন্তু দারুণ কার্যকরী হয় মশা তাড়াতে।
শর্তত্যাগ: শুধুমাত্র আপনাদের সচেতনতার উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি লেখা হয়েছে। আমরা এই লেখায় সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করেছি মাত্র। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য, জীবন ও বিজ্ঞানের যোগ সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
শর্তত্যাগ: শুধুমাত্র আপনাদের সচেতনতার উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি লেখা হয়েছে। আমরা এই লেখায় সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করেছি মাত্র। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য, জীবন ও বিজ্ঞানের যোগ সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।