প্রসব যন্ত্রণা উঠতেই চা বাগানের নালায় আশ্রয়! মা হাতি ও সন্তান দেখতে ভিড় মুজনাইয়ে

Alipurduar News: প্রসব যন্ত্রণা উঠতেই চা বাগানের নালায় আশ্রয়! মা হাতি ও সন্তান দেখতে ভিড়

আলিপুরদুয়ার: দলের সঙ্গে চলার সময়ই প্রসব যন্ত্রনা ওঠে মা হাতির। চা বাগানে রয়ে যায় হাতিটি। সেখানেই রবিবার দুপুরে সন্তান প্রসব করে মা হাতি। মা ও সন্তানকে দেখতে ভিড় জমল চা বাগানে।

বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছে বলেই জানা গিয়েছে। চা বাগানে মা ও শাবককে দেখতে ভিড় জমায় এলাকাবাসীরা। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের মুজনাই চা বাগানে বাঙ্গাবাড়ি ডিভিশনে ঘটে ঘটনাটি।

আরও পড়ুন: মোবাইলের নেশায় আসক্ত বাড়ির খুদে? এই ৫ টিপস্ কাজে লাগান, নিজে থেকেই ফোন দেখা ছেড়ে দেবে সন্তান

একটি মা হাতি শাবক প্রসব করে। মা হাতি ও শাবক চা বাগানের নালায় বিকেল পর্যন্ত থাকে। ঘটনাস্থলে জলদাপাড়া বনবিভাগের বনকর্মীরা ছিলেন সারাদিন। বিকেলে ক্রেন আনিয়ে তোলা হয় হাতি ও তাঁর শাবককে। এদিকে মা হাতির সঙ্গে শাবক হাতির খুনসুটি দেখছিলেন সকলে।এই সুন্দর মুহুর্তের ছবি হল ভাইরাল।

Annanya Dey