রিমলের তাণ্ডব সন্দেশখালির রায়মঙ্গলে

Cyclone Remal: রিমলের তাণ্ডবে বাঁধে ভাঙন, ভেঙে পড়ছে বাড়ি, মাথায় হাত সন্দেশখালির রায়মঙ্গলের মানুষের

বসিরহাট: রিমলের তাণ্ডবে ভেঙে পড়ল মাটির বাড়ি, ভাঙন সন্দেশখালির রায়মঙ্গলে। ঘূর্ণিঝড় রিমলের তান্ডবলীলা বিপর্যস্ত সুন্দরবনের একের পর এক এলাকা। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি নদীমাতৃক এলাকায় রবিবারের পর থেকে এখনওপর্যন্ত ঘূর্ণিঝড় রিমলের তাণ্ডব চলছে।

ইতিমধ্যে সন্দেশখালির আতাপুর, মনিপুর এলাকায় রায়মঙ্গল নদীর জলোচ্ছ্বাস দেখা দিয়েছে, বেশ কয়েক জায়গায় নদী বাঁধের ফাটল দেখা গিয়েছে। পাশাপাশি দুর্বল বাঁধ মেরামতির জন্য শেষ দফতরের পক্ষ থেকে বিশেষভাবে তৎপর হয়ে উঠেছে প্রশাসন।

অপর দিকে সুন্দরবন অঞ্চল লাগোয়া ভারত বাংলাদেশ সীমান্তের ইছামতি নদীর তীরবর্তী এলাকা বরুনহাট গ্রাম পঞ্চায়েতের বরুনহাট গ্রামে মাটির বাড়ি ঝড়ের তান্ডবে তছনছ হয়েছে। বৃদ্ধা জাহানারা গাজীর দিন আনা দিন খাওয়া পরিবার। ইছামতির পাড়েই বাড়ি। রিমল ঝড়ের তাণ্ডবে তছনছ করে দিয়ে গেছে তার বাড়িঘর। সব মিলিয়ে গতকাল রাত থেকে ঘূর্ণিঝড় রিমলের তাণ্ডবে অসহায় সীমান্ত সুন্দরবন এলাকার মানুষ।

জুলফিকার মোল্যা