ডোমকলে গাছ ভেঙে রাজ্যে সড়ক বিপর্যস্ত 

Cyclone Remal Effects: ঘূর্ণিঝড় রিমলের ঝাপটায় গাছ, বৈদ্যুতিক পোল ভেঙে চুরমার… বন্ধ রাজ্য সড়ক, বিপর্যস্ত জেলার জনজীবন

মুর্শিদাবাদ: রিমল ঘূর্ণিঝড়ের কারণে আবহাওয়া দফতরের পক্ষ থেকে নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছিল আগেই। তবে সোমবার সকাল থেকেই গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে ব্যাপক ভাবে চলল বৃষ্টিপাত। অন্যদিকে গাছ ভেঙে পড়ে থাকার কারণে বন্ধ থাকল রাজ্যে সড়ক।

আজ, সোমবার, সারাদিন ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়। রেজিনগর থেকে ফারাক্কায় বইছে ঝোড়ো হাওয়া। দিনভর হচ্ছে বৃষ্টি। কখনও কখনও মাত্রা বাড়ছে বৃষ্টির।

সোমবার সকালে ইসলামপুরের হেরামপুর পাঁচরাহা বাজারের মোড়ে ঝড়ে ভেঙেছে গাছও। অন্যদিকে গাছ ভেঙে বন্ধ হয়ে পড়ে ডোমকল বক্সিপুর রাজ্যসড়ক। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের সেখালীপাড়া এলাকায়। ঘটনার জেরে রাস্তা অবরোধ হয়ে পড়ে। আটকে পড়ে যান চলাচল।

রবিবার থেকে মুর্শিদাবাদ জেলায় রিমল ঝড়ের প্রভাব পড়েছে। শুরু হয়েছে ঝড়বৃষ্টি। যার ফলে বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে বহু এলাকা। গাছ ভেঙে রাস্তা বন্ধ। ভেঙে পড়েছে ইলেকট্রিক পোলও।

আরও পড়ুন: মর্মান্তিক! ঘূর্ণিঝড়ের দাপটে মারণফাঁদ… মামাবাড়ি এসে খেলা করতে করতে প্রাণ গেল ১৩ বছরের কিশোরের

তবে স্থানীয়রা তৎক্ষণাৎ গাছ কেটে যান চলাচল মুক্ত করার জন্য রাস্তা পরিষ্কারের জন্য তোড়জোড় শুরু করে। দু’ঘন্টা পরে চারচাকা থেকে বড় গাড়িগুলি চলাচল করতে সক্ষম হয়।

রিমলের প্রভাবে সোমবারও দক্ষিণববঙ্গের জেলাগুলি জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে।

জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়া খারাপ থাকার কারণে জেলার ফেরিঘাটগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলায় ২০ জনের এনডিআরএফ টিম ও ১০ জনের রাজ্য বিপর্যয় মোকাবিলা দল এসেছে। রিমল ঝড়ের প্রভাব বিস্তার করেছে মুর্শিদাবাদ জেলাতেও।

কৌশিক অধিকারী