রঘুনাথগঞ্জে সাংবাদিক বৈঠকে জঙ্গিপুর জেলা পুলিশ সুপার 

Murshidabad News: পুলিশের জালে বাংলাদেশের ডাকাত দল

মুর্শিদাবাদ: বাংলাদেশের সাংসদ খুনের মধ্যেই এবার পুলিশের হাতে ধরা পড়ল বাংলাদেশের ডাকাতদল।  জঙ্গিপুরের অন্তর্গত রঘুনাথগঞ্জ থানার কুলারী এলাকা থেকে পাঁচজন বাংলাদেশি ও একজন ভারতীয়-সহ মোট ছয় জনকে গ্রেফতার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসে ডাকাতির উদ্দেশ্যে মুর্শিদাবাদ বেছে নেওয়া। বহরমপুরে বাড়ি ভাড়া নিয়ে রঘুনাথগঞ্জে ডাকাতি করে বাংলাদেশের ডাকাতদল। পাঁচজন বাংলাদেশি নাগরিক ও একজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করল পুলিশ। ডাকাতির ঘটনায় বড় ধরনের সাফল্য পেল জঙ্গিপুর জেলা পুলিশ।

জঙ্গিপুর জেলা পুলিশ সুপার আনন্দ রায় জানান, শনিবার ভোর রাত্রে রঘুনাথগঞ্জ থানার জরুর এলাকায় একটি বাড়িতে ডাকাত দল ঢুকে বেশ কিছু গয়না চুরি করে। তারই তদন্তে নামে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং চিরুনি তল্লাশি চালিয়ে বিপ্রকালি, জরুর, কুলোরি এলাকা থেকেই ধাওয়া করে প্রায় সাত ভরি সোনার গয়না, রুপোর গয়না ,ডাকাতির সরঞ্জাম, মোবাইল, আগ্নেয়াস্ত্র-সহ ৫ জন বাংলাদেশি এবং একজন ভারতীয়কে গ্রেফতার করে পুলিশ।

জঙ্গিপুর পুলিশ সুপার আনন্দ রায় জানান, বহরমপুরের এই ডাকাত দলটি একটি বাড়ি ভাড়া নিয়েছিল। বড় ধরণের নাশকতা ঘটানোর আগেই দলটি ধরা পড়ে যায় রঘুনাথগঞ্জ থানার হাতে। ধৃতরা হলেন, বহরমপুর থানার বাসিন্দা সানিদুল শেখ। বাংলাদেশের যশোর জেলার কোতয়ালীর বাসিন্দা ফারোর আলি, মাদারিপুর রাজোরের বাসিন্দা সাইফুল শেখ, গোপালগঞ্জ জেলার কানুরিয়ার বাসিন্দা মোস্তাকিম শেখ ও বাগেরহাট জেলার মোলাহাট গ্রামের বাসিন্দা ইয়াদ আলি। ধৃতদের আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

কৌশিক অধিকারী