পর্বতের উপরে বিদ্যালয়ের পতাকা

Summit Win: প্রথম ভারতীয় মহিলার হিমালয়ের রামজ্যাক শিখর জয়, নদিয়ার পর্বতারোহী সংগঠনের মুকুটে নতুন পালক

নদিয়া: কৃষ্ণনগরের মাউন্টেনারিং অ্যাসোসিয়েশন কৃষ্ণনগর (MAK) -র ১২ জন সদস্যর রামজ্যাক পর্বতের শিখর জয়, এই প্রথম কোনও ভারতীয় মহিলা এই শৃঙ্গে পৌছালেন। পশ্চিমবঙ্গের তিনটি বিদ্যালয়ের পতাকা উড়ল হিমাচলের রামজ্যাক (৬৩১৮ মিটার) পর্বতে।

এভারেস্ট জয়ী বসন্ত সিংহ রায়ের নেতৃত্বে নদিয়ার কৃষ্ণনগরের মাউন্টেনারিং অ্যাসোসিয়েশন কৃষ্ণনগর (MAK) এর ১২ জন সদস্য ৩০ জুন রওনা দেন রামজ্যাক পর্বতের শিখর জয়ের উদ্দেশ্যে।

আরও পড়ুন – Airtel New Plan: আনলিমিটেড ডেটা! এয়ারটেলের ধাঁসু অফারে গ্রাহকরা দারুণ খুশি, একসঙ্গে এল একদম নতুন প্ল্যান

—- Polls module would be displayed here —-

১২ জনের দলে ৩ জন  শিক্ষক-শিক্ষিকা। এক জন রুম্পা দাস কুপার্স কলোনি বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষিকা । তিনি প্রথম মহিলা যিনি এই পর্বত শৃঙ্গ প্রথম জয় করলেন। এছাড়াও ২ জন শিক্ষক হলেন প্রশান্ত সিংহ, ভূগোল বিষয়ের শিক্ষক, নদিয়ার বামুন পুকুর হাই স্কুল (উঃমা), এবং উত্তর ২৪ পরগনার সুব্রত ঘোষ ইংরেজি বিষয়ের কাপাস হাটি মিলন বীথি হাইস্কুল।

হিমাচলের লাহুল জেলায় এই রামজ্যাক পর্বত। বসন্ত সিংহরায় জানান, ৪ জুলাই থেকে ট্রেক শুরু করে তাঁদের এই পর্বতারোহন দলটি পৌঁছায় চুমিনাকপোতে। সেখানেই বেস ক্যাম্প স্থাপন করা হয়, যার উচ্চতা ৪৬২০ মিটার। তারপর ধাপে ধাপে প্রথম ক্যাম্প ও দ্বিতীয় ক্যাম্পে পৌঁছায় দলটি। ১২ জন সদস্যের মধ্যে পাঁচ জন সদস্য ও তিন জন শেরপাকে নিয়ে মাউন্ট এভারেস্ট জয়ী বসন্ত সিংহ রায়ের নেতৃত্বে ১০ জুলাই ১ টার সময় সামিট করার জন্য বেরিয়ে পড়ে দলটি।

৬ জনের দলটির সদস্য হলেন বসন্ত সিংহ রায়, প্রশান্ত সিংহ, রুম্পা দাস, অসীম কুমার মন্ডল, সুব্রত ঘোষ ও যুদু দেবনাথ। ভোর ৪.৪৫ মিনিটে শৃঙ্গ জয় করেন। ২০২১ সালেও এই পর্বত সিংহ জয় করার জন্য বেরিয়েছিলেন কিন্তু সেবারে সফল হতে পারেননি কৃষ্ণনগর ম্যাকের সদস্যরা। এবারে শিখর ছুঁয়ে তারা খুবই আনন্দিত।

Mainak Debnath