বাংলাদেশ যাওয়ার পথনির্দেশিকা

Nadia News: বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামবাসীদের সঙ্গে বিশেষ বৈঠক বিএসএফ-এর

নদিয়া:বাংলাদেশের সীমান্তবর্তী মানুষদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল বিএসএফ। এখনও পুরোপুরি শান্ত হয়নি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। অশান্ত পরিবেশের সেই আঁচ যাতে সীমান্তবর্তী গ্রামগুলির জনজীবনে এসে না পড়ে তার জন্য বিশেষ পদক্ষেপ নিল বিএসএফ।

তাদের পক্ষ থেকে স্থানীয় গ্রামবাসীদের দিকে বোঝানো হয়, পারিপার্শ্বিক পরিস্থিতি এই মুহূর্তে অশান্ত, তাই কাঁটাতারের অপর প্রান্ত থেকে কোনও অজ্ঞাত অপরিচিত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে আশ্রয় না দেওয়ারজন্য তারা সাধারণ মানুষকে সচেতন করে।

আরও পড়ুন: শিক্ষা-সংস্কৃতিকে এগিয়ে, দেশের আর কোনও শহর নয়, বলুন তো ‘পশ্চিমবঙ্গের অক্সফোর্ড’ কোন শহরকে বলে? শুনলে কিন্তু চমকে উঠবেন

এর পাশাপাশি আরও জানা যায় স্থানীয় মানুষদের কাছ থেকে, বিএসএফ তাদেরকে আশ্বস্ত করেছে যে কোনও পরিস্থিতিতে তারা সাধারণ মানুষের পাশে আছে। বাংলাদেশের সরকার পতনের পর থেকেই যে কোনও জটিল পরিস্থিতির মোকাবিলা করতে বিভিন্ন চেক পোস্টে শুরু হয়েছে বিএসএফের টহলদারি, চলছে কড়া নিরাপত্তা। তবু তার মাঝে আতঙ্কের প্রহর গুণছে সীমান্তবর্তী গ্রামের সাধারণ মানুষ।

উল্লেখ্য, নতুন সরকার গঠনের পথে বাংলাদেশ, হাসিনার সরকার পতনের পর সপরিবারে দেশ ছেড়েছেন তিনি। ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন সাময়িকভাবে। হাসিনার সরকারের পতনের পরেও উত্তপ্ত পরিস্থিতি বজায় ছিল বাংলাদেশে। আর সেই কারণেই বাড়তি সুরক্ষা মোতায়ন করা হয়েছে ভারতবর্ষের বাংলাদেশ লাগোয়া বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলিতে।

—– Mainak Debnath