রাষ্ট্রপতি ভবনে মোদি

Narendra Modi: ইস্তফা দিলেন নরেন্দ্র মোদি! বুধের বৈঠক ঘিরে পারদ চড়ছে দিল্লিতে, চমক দেবে ‘ইন্ডিয়া’?

নয়াদিল্লি: রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে খবর। রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভাকে কাজ চালিয়ে যেতে বলেছেন।

এদিকে, শোনা যাচ্ছে, নরেন্দ্র মোদি তৃতীয়ারের মতো প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন আগামী ৮ জুন। বুধবার এনডিএ-র দলগুলি বৈঠকে বসবে দিল্লিতে। এই আবহে ক্যাবিনেট বণ্টন নিয়ে আলোচনা হতে পারে সেখানে। এর আগে সরকার গঠন নিয়ে খানিকটা জল্পনা ছিল। নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে নিজেদের দিকে টানতে চেয়েছিল ইন্ডিয়া ব্লক।

আরও পড়ুন: ভোটের রেজাল্টে এবার অন্যতম ‘নায়ক’ ফর্ম ১৭সি! কী এই Form 17C? কেন এত জরুরি হয়ে উঠল?

এমনকী নীতীশ কুমার তেজস্বী যাদবের সঙ্গেই বিমানে করে দিল্লি যান। এর পরে জল্পনা আরও বাড়ে। তবে ওদিকে চন্দ্রবাবু সরাসরি জানিয়ে দিয়েছেন, তিনি এনডিএ-তেই আছেন। এই আবহে সংবাদ সংস্থা এএনআই দাবি করেছে, শনিবার মোদি শপথ নিতে পারেন।

উল্লেখ্য, ২০১৪ এবং ২০১৯ সালের মতো এবার আর একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। তবে লোকসভায় এখনও তারাই সর্ববৃহৎ দল। তাছাড়া জোটসঙ্গীদের নিয়ে ২৭২-এর ম্যাজিক ফিগার অনায়াসে পার করেছে গেরুয়া শিবির। এই আবহে বিজেপি সরকার গঠনের দাবি জানাতে চলেছে। এনডিএ শরিক জেডিইউ এবং টিডিপি-কে ইন্ডিয়া জোটে আনার চেষ্টা চলছে বলে দাবি করা হয়েছে বিভিন্ন রিপোর্টে। এরই মাঝে আবার টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুকে ফোন করে কথা বলেছেন খোদ নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। এই সবের মাঝেই বুধবার থেকে পরবর্তী সরকার গঠনের তোড়জোড় শুরু করতে চলেছে বিজেপি। এই আবহে বুধবার ক্যাবিনেটের বৈঠক ডাকা হয়েছে।