NDA Government Formation: কোন কোন মন্ত্রিত্ব চাইছেন নীতীশ-নায়ডু! আপসে কি রাজি হবে মোদি-শাহ? দিয়েছে ‘বড়’ শর্ত

নয়াদিল্লি: একক দল হিসাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনডিএ জোট শরিকদের হাত ধরে তৃতীয়বার কেন্দ্রে সরকার গঠন করতে চলেছেন নরেন্দ্র মোদি৷ কিন্তু, বিশেষজ্ঞেরা মনে করছেন, এই দফা বিজেপির কারিকুরি কতটা চলবে সেটায় যথেষ্টই প্রশ্ন চিহ্ন রয়েছে৷ যেমন, সূত্রের খবর, ইতিমধ্যেই নিজেদের ভারী দাবিদাওয়া পসরা বিজেপির সামনে সাজিয়ে বসেছেন নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নায়ডুরা৷ শুধু তাই নয়, ছোট শরিক দলগুলির দাবিদাওয়াগুলিও যথেষ্টই বেগ দিচ্ছে পদ্ম শিবিরকে৷

ইতিমধ্যেই সেন্ট্রাল হলে সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছে নরেন্দ্র মোদি৷ তাঁর ঠিক পাশেই বসে থাকতে দেখা গিয়েছে অমিত শাহ নয়, নীতীশ-নায়ডুকে৷ এদিনই শরিক দলগুলির সঙ্গে বৈঠকে বসছে এনডিএ-ও৷ আগামী রবিবার ৯ জুন প্রধানমন্ত্রী পদে মোদির শপথ গ্রহণ৷ মন্ত্রিত্ব তথা দফতর বণ্টনের কাজ তার মধ্যেই সম্ভবত সেরে ফেলবে এনডিএ৷

সূত্রের খবর, কোন মন্ত্রিত্ব কাকে দেওয়া হবে, সেই বিষয়েই আলোচনা হওয়ার কথা ওই বৈঠকে৷ একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এবার শীর্ষ মন্ত্রিত্বের দিকে নজর রয়েছে নীতীশের জেডি (ইউ)এমনকি নায়ডুর টিডিপি-ও৷

সূত্রের খবর, জেডি (ইউ) এবং টিডিপি মোদি সরকারের শীর্ষ ১০টি মন্ত্রকের দিকেই নদর রাখছে? JDU এবং TDP উভয়ই স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ, বিদেশ, রেল, হাইওয়ে, বাণিজ্য,  কৃষি, পেট্রোলিয়াম ইত্যাদি মন্ত্রক পেতে চায়৷ কৃষি ও স্বাস্থ্য মন্ত্রকের মতো মন্ত্রক চাইছ জোট শরিক জেডিএস৷ অন্যদিকে, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ, বিদেশ, রেলের মতো শীর্ষ ৫টি মন্ত্রক অন্য কারও হাতে দেওয়ার পক্ষপাতী নয় বিজেপি শীর্ষ নেতৃত্ব৷

আরও পড়ুন: শিয়ালদহ স্টেশনে কাজ শুরু, লক্ষ-লক্ষ যাত্রীর মাথায় হাত, কোন কোন ট্রেনের রুপট বদল, বাতিল বহু

তবে বিপক্ষে দুই দলই জানিয়েছে, বিগত জোট সরকারগুলিতে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও অর্থের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক জোটের শরিক দলের হাতে ছিল৷

জানা গিয়েছে, জেডি(ইউ) ও টিডিপি-র অন্য সাংসদদের হাতে শীর্ষ মন্ত্রকের দায়িত্ব দেওয়ার পক্ষে নয় বিজেপি৷ তবে, গোটা বিষয়টিতে শরিক দলগুলির কাছে বড় একটি শর্ত সামনে রেখেছে তারা৷ সূত্রের খবর, বিজেপি জানিয়েছে, তারা নীতীশ-নায়ডুর দাবি মেনে নিতে পারে, যদি তাঁরা নিজেরাই এই সংশ্লিষ্ট মন্ত্রকের দায়িত্ব নেন৷ অর্থাৎ, কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রক পেতে হলে নীতীশকে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হবে এবং চন্দ্রবাবু নায়ডু মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারবেন না৷

আরও পড়ুন: মাঝরাতে গিয়ে থামল লড়াই, এই ‘একটি’ কারণেই শেষ ল্যাপে জিতে গেলেন সুকান্ত মজুমদার!

মোদি 1.0 এবং মোদি 2.0-এ জোটের সংখ্যা অনুপাতে মন্ত্রী পদ দেওয়ার পরিবর্তে শুধুমাত্র প্রতীকী প্রতিনিধিত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এবার জেডিইউ ও টিডিপি সহজে রাজি না-ও হতে পারে। সেক্ষেত্রে, বিজেপিকে কিছু শর্তে আপস করতে হতেও পারে।