নয়াদিল্লি: গত ২৩ শে জুলাই পেশ হয়েছে মোদি সরকারের তৃতীয় দফার কেন্দ্রীয় বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের হাত ধরে নতুন আয়কর ব্যবস্থার কথা ঘোষণা হয়। এছাড়াও বিহার, অন্ধ্রপ্রদেশ-এর মতন বিজেপি কিংবা জোট শরিক শাসিত রাজ্য গুলি একাধিক আর্থিক সাহায্য পেলেও পশ্চিমবঙ্গের মতন অবিজেপি শাসিত রাজ্য গুলি কোন সাহায্য পায়নি। এই নিয়েই বিরোধীদের তোপের মুখে পড়েছেন নির্মলা। মঙ্গলবার, রাজ্যসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায়।
আরও পড়ুন: ‘কুর্সি বাঁচাও বাজেট…’ তীব্র নিশানা রাহুলের! ছুড়ে দিলেন ‘কপি পেস্ট’ কটাক্ষ
তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কেন্দ্রকে নিশানা করে বলা হয়, শুধু পশ্চিমবঙ্গ, তেলেঙ্গনা, এবং পঞ্জাব যেহেতু অবিজেপি শাসিত তাই এই রাজ্যগুলিকে বাজেট থেকে বাদ রাখা হয়েছে। শুধু মাত্র বিজেপির শরিক জেডিইউ এবং টিডিপি-কে খুশি রাখার সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বাজেটকে “অন্ধ্র-বিহার” বাজেট বলেও কটাক্ষ করে তৃণমূল।
বাজেট নিয়ে বলতে গিয়ে তৃণমূল নেত্রী সুস্মিতা দেব এক্স হ্যান্ডেল (সাবেক টুইটারে) লেখেন, “দয়া করে আগে বাংলার পাওনা টাকা কেন্দ্র আমাদের দিক। কেন্দ্র থেকে এই রাজ্য ১.৬ লক্ষ কোটি টাকা পায়। বেকারত্বকে লুকিয়ে রেখে এই বাজেট পেশ করা হয়েছে। এই বিষয় নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর গুরুত্ব সহকারে আলোচনা করা উচিত।”
এরপরে আরও একাধিক পোস্টে সুস্মিতা এটাও জানান যে এখনও পর্যন্ত নতুন জনগণনা করা হয়নি তা ছাড়া এই কেন্দ্রীয় বাজেট অর্থহীন।
ঠিক একই ভাবে সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, ” এই বাজেট সম্পূর্ণ ভাবে ব্যর্থ। এই বাজেটের কোনো গ্যারান্টি নেই। একটা ব্যর্থ কেন্দ্রীয় সরকার এবং ব্যর্থ কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতির মতন বিষয় গুলি দূরে সরিয়ে রেখে শুধু শরিক জোটদের ঘুষ দেওয়ার জন্যই এই বাজেট।”
অন্য দিকে বিরোধীদের “কুর্সি বাঁচাও” স্লোগানের পাল্টা হিসাবে নির্মলা জানান শুধু দুটি রাজ্যের নাম সামনে আনা হচ্ছে মানে এই ন্য বাকি রাজ্য গুলি বাজেট থেকে কিছুই পায়নি।
বুধবার, রাজ্যসভায় বাজেট নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, “যদি কোন রাজ্যের নাম বাজেটের ভাষণে উচ্চারিত হয়নি, তাহলে কি কেন্দ্রের প্রকল্প গুলি সেই রাজ্যে পৌঁছায় না? এটা সম্পূর্ণ জনগণকে বিভ্রান্ত করার বিরোধীদের একটি চক্রান্ত। এর মাধ্যে কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা জনগণকে দেখাতে চাইছে শুধু দুটি রাজ্য ছাড়া বাকি কোন রাজ্য কিছুই পায়নি।”
মঙ্গলবার, কেন্দ্রের আর্থিক বাজেটে জেডিইউ ক্ষমতাসীন বিহারকে বন্যা ত্রাণ হিসাবে মোট ১১ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে। টিডিপি শাসিত অন্ধ প্রদেশকে রাজ্যের রাজধানী উন্নয়নের স্বার্থে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। এবং পরবর্তীতে আরও সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে। এতেই কেন্দ্রকে নিশানা বিরোধীরা করেছে বিরোধীরা।