নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি

Narendra Modi: ‘আমার একটা বড় প্ল্যান রয়েছে, ভয় পাবেন না’, লোকসভা ভোট জমিয়ে দিলেন নরেন্দ্র মোদি!

নয়াদিল্লি: ১০ বছরে যা কাজ হয়েছে, তা শুধুমাত্র ট্রেলার, বাকি কাজ তো বাকিই আছে। লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্লোগান মূলত এটাই। যেখানেই প্রচারে যাচ্ছেন, মূলত এই নিয়েই বলে চলেছেন তিনি। মোদির কথায়, ”গত দশ বছরে দেশে যা উন্নয়ন হয়েছে, তা শুধু ট্রেলার। আরও প্রচুর কাজ বাকি রয়েছে।” এবার ANI-কে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, ”আমার একটা বড় পরিকল্পনা আছে।”

নরেন্দ্র মোদি বলেন, ”আমি একটা বিরাট পরিকল্পনা আছে। কাউকে ভয় পেতে হবে না। আমার কোনও সিদ্ধান্তই কাউকে ভয় দেখানোর জন্য নয়। সকলেই এই দেশের উন্নয়নের সমান অংশীদার।”

আরও পড়ুন: ভারতীয় মধ্যবিত্তের মন পেতে কী করছে বিজেপি, দেখে নিন বিজেপির ১০ পদক্ষেপ

মোদির কথায়, তৃতীয় বৃহত্তম আর্থিক শক্তিধর দেশ বানানোর জন্যই একটি শক্তিশালী সরকার প্রয়োজন দেশের জন্য। কোনও নড়বড়ে জোট সরকার সেটা করতে পারবে না। ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে মোদি জানান, এটা দেশের শক্তিশালী সরকার গঠনের নির্বাচন। মোদি বলেন, ‘আপনার স্বপ্নই হল মোদির সংকল্প। আপনারা যখন বুথে ভোট দিতে যাবেন, তখন মাথায় রাখবেন এটা দেশের নির্বাচন। এটা দেশকে তৃতীয় আর্থিক বৃহত্তম শক্তি বানানোর নির্বাচন।’

মোদি বলেন, ”দেশ মজবুত হলেই এগিয়ে যাবে ভারত। যা করেছি, দেশের উন্নতির জন্য করেছি। দুর্নীতি বন্ধে সরকার কঠোর হবে। দুর্নীতি নিয়ে যা পদক্ষেপ হয়েছে, তা ট্রেলার। দেশের জন্য আগামী ২৫ বছর খুব গুরুত্বপূর্ণ।”