ছাতা মাথায় যাত্রীরা

Viral Video: এ কী কাণ্ড! বাসের ভিতরে হচ্ছেটা কী? ছাতা খুলে কেন বসছেন যাত্রীরা, জানলে চমকে যাবেন, ভাইরাল ভিডিও

মুর্শিদাবাদ: , Berhamporeসরকারি পরিবহণ দফতরের অধীনে NBSTC বাসের ভিতরে ছাতা মাথায় নিয়ে যাত্রা যাত্রীদের। এই ছবি ধর্মতলা থেকে বহরমপুর গামী NBSTC বাসের।

জানা যায়, যাত্রীদের কথা মাথায় রেখেই রাজ্য পরিবহন দফতর নিল সাদা রঙের সরকারী বাসগুলোতে একাধিক রকম সুযোগ সুবিধা করলেও তা সঠিকভাবে পরিকাঠামোর অভাবেই কার্যত অচল অবস্থায় পরিণত হয়েছে রাজ্যর NBSTC বাস গুলো। বর্তমানে সেই ভাবে বর্ষা না শুরু হলেও এখন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে সর্বত্রই বৃষ্টির ভ্রুকুটি লক্ষ্য করা যাচ্ছে।

আরও পড়ুন-    গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

আর সেই বৃষ্টির মধ্যেই তিলোত্তমা শহর কলকাতা থেকে বহরমপুরে ফেরার পথে একটি বাসে দেখা গেল অন্য চিত্র। সরকারি বাসের ছাদ থেকে ও জানালা দিয়ে বাসের ভিতরে প্রবেশ করছে বৃষ্টির জল। আর তখন যাত্রীরা নিজেদের রক্ষা করতে কাছে রাখা ছাতা মাথায় দিয়েই রওনা দিতে হল বাড়ির উদ্দেশ্যে।

আরও পড়ুন-    বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

যাত্রীদের এও অভিযোগ, সরকারি বাসের মধ্যে সিসিটিভি ক্যামেরা থাকলেও তা অকেজো। লোকাল বাসের থেকে সরকারি বাসে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করে যাত্রীরা। তবে বর্ষার মরশুমে NBSTC বাসের অবস্থা এমন হওয়ায় ব্যাপক ক্ষুব্ধ যাত্রীরা। যদিও ভিডিও দেখে অতি সত্বর সমস্যা সমাধানের আশ্বাস পরিবহন দফতরের ডিরেক্টর তথা বিধায়ক জীবন কৃষ্ণ সাহার।

কৌশিক অধিকারী