সুপ্রিম কোর্ট নিট মামলার শুনানি

NEET UG 2024 Result Hearing Updates: ১৫৬৩ জনকে ফের দিতে হবে পরীক্ষা, কেন? ডাক্তারি প্রবেশিকায় বাড়তি নম্বর বিতর্কে সুপ্রিম নির্দেশ

নয়াদিল্লি: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ২০২৪-এ নম্বরের বিতর্ক নিয়ে বিরাট নির্দেশ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের। বৃহস্পতিবারের শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, যে ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল, তাঁদের ফের পরীক্ষায় বসতে হবে। তবে কাউন্সেলিং বন্ধ করা হচ্ছে না।

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-এ একসঙ্গে ৬৭ জন প্রথম স্থান অধিকার করায় বিতর্ক শুরু হয়েছিল দেশ জুড়ে। পরে জানা যায়, প্রশ্নপত্র এবং কিছু পরীক্ষাকেন্দ্রে সময় জনিত সমস্যার জন্য বাড়তি নম্বর দেওয়া হয়েছিল ১৫৬৩ জন পরীক্ষার্থীকে। কিন্তু র‌্যাঙ্কিং নিয়ে বিতর্ক প্রকাশ্যে আসতেই এই বাড়তি নম্বরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদ জানায় বিভিন্ন মহল।

আরও পড়ুন: তীব্র গরমে আর স্কুল নয়, বিরাট সিদ্ধান্ত সরকারের! লাখ-লাখ পড়ুয়ার জন্য বড় স্বস্তির খবর

সুপ্রিম কোর্ট এদিন জানায়, যে ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল ফের পরীক্ষায় বসতে হবে তাঁদের। তবে কাউন্সেলিং বন্ধ করা হচ্ছে না। ২৩ জুন ওই পরীক্ষার্থীদের পরীক্ষায় বসতে হবে পুনরায়। ৩০ জুন রেজাল্ট। ‘গোটা পরীক্ষাকে বাতিল করা ঠিক নয়’, শুনানির সময় বলে সুপ্রিম কোর্ট। কাউন্সেলিং প্রক্রিয়াও বন্ধ করা হচ্ছে না। সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এদিন এই নির্দেশ দেয়।

আরও পড়ুন: JEE পাশ না করলেও চিন্তা নেই, এই ৮ জায়গায় B-TECH করার দারুণ সুযোগ! কলকাতার কোন কলেজ?

পরীক্ষায় নিয়ামক সংস্থা ও কর্তৃপক্ষকে দুই সপ্তাহের মধ্য়ে আদালত জবাব দেওয়ার নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ৮ জুলাই এই মামলার পরবর্তী শুনানি। সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছে যে প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের অভিযোগে জমা পড়া সমস্ত পিটিশন একসঙ্গে ট্যাগ করা হবে এবং আগামী ৮ জুলাই এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা হবে।