নিট ইউজি-র চূড়ান্ত রায়ে NTA-কে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

NEET UG 2024 Supreme Court: ‘গ্রেস মার্কস দিয়ে ছেলেখেলা হয়েছে’, নিট ইউজি-র চূড়ান্ত রায়ে NTA-কে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: নিট-ইউজি ২০২৪ প্রশ্নপত্র ফাঁসের মামলায় রায় দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার গোটা দেশ তাকিয়ে ছিল এই মামলার রায়ের দিকে। দেশের সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, ‘নিট-ইউজি ২০২৪ পরীক্ষার প্রশ্নপত্র পদ্ধতিগত ভাবে ফাঁস করা হয়নি। এই পেপার লিক শুধুমাত্র পটনা এবং হাজারিবাগের মধ্যে সীমাবদ্ধ ছিল।’

সুপ্রিম কোর্ট তার রায়ে বলে, পরীক্ষা ব্যবস্থার সাইবার নিরাপত্তায় সম্ভাব্য দুর্বলতাগুলি শনাক্ত করতে এবং প্রযুক্তিগত অগ্রগতির জন্য ‘এসওপি’ প্রণয়ন করার কথা বিবেচনা করবে কেন্দ্র দ্বারা গঠিত কমিটি। পরীক্ষার্থীদের পরিচয় যাচাইয়ের প্রক্রিয়াগুলি যাতে আরও পোক্ত হয় এবং পরীক্ষা কেন্দ্রগুলির সিসিটিভি পর্যবেক্ষণ যাতে নিশ্ছিদ্র হয়, সেটাও দেখতে হবে এই কমিটিকে।

আরও পড়ুন: প্রবল ঝাঁকুনি-অন্ধকার ট্রেনে ধোঁয়া! দুর্ঘটনাগ্রস্ত হাওড়া-মুম্বই মেলে কীভাবে বাঁচলেন নূর ও তোফিক? শিউরে উঠবেন

কেন এই পরীক্ষা বাতিল করা হল না? শুক্রবার এই প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ জানায়, নিটে ব্যাপক হারে প্রশ্নফাঁস হয়েছে তেমন কোনও প্রমাণ মেলেনি। গোটা পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছ্বতা প্রভাবিত হয়েছে, সেটা বলার মতোও প্রমাণ মেলেনি। তবে একই সঙ্গে এনটিএর খামতিগুলোও তুলে ধরেছে শীর্ষ আদালত। ঘন ঘন অবস্থান বদল বন্ধ করা উচিত ন্যাশনাল টেস্টিং এজেন্সির। ভর্ৎসনা আদালতের।

আরও পড়ুন: কোনও ব্যথাকে অবহেলা নয়, ৪০-এর পর হাড়ে ‘ঘুণ’ ধরে! ক্ষয় থেকে বাঁচার ৫ পথ জানুন

রায় ঘোষণার সময় প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, ‘এনটিএকে এবার টালবাহানা বন্ধ করতে হবে। যেভাবে টালবাহানা করছে, সেটা মোটেই পড়ুয়াদের স্বার্থের জন্য ভাল নয়।’ যেভাবে এনটিএ পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্র বদলের সুযোগ দিয়ে দুর্নীতির দুয়ার খুলে দিয়েছে, যেভাবে ১৫৬৩ পড়ুয়াকে গ্রেস মার্কস দিয়েছে, সেসবই ছেলেখেলা বলে মনে করেছে শীর্ষ আদালত।