নিট পরীক্ষায় সাফল্য বেদশ্রুতর 

NEET UG 2024: মাত্র কুড়ি নম্বর কম! আদালতের রায়ে কি প্রকৃত র‍্যাঙ্ক আসবে? আশায় বেদশ্রুত

দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট শহরের মেধাবী ছাত্র বেদশ্রুত দে সরকার এবারে নিট পরীক্ষায় মোট ৭২০ নম্বরের মধ্যে ৭০০ পাওয়ার পরেও ২২০৬ র‍্যাঙ্ক পেয়েছে। পরিবারের দাবি, বিগত বছরগুলিতে এই ধরনের নম্বর পেয়ে র‍্যাঙ্ক এত পিছনে কোনদিনও যায়নি।

ফলে দেশের প্রচুর অভিভাবকদের মতো বেদশ্রুতর পরিবারও পরীক্ষার ঘোটালা তুলে সরব হয়েছে। তাঁর বাবা বিশ্বরূপবাবু জানান, “বিগত বছরগুলোতে দেখেছি ৭০০ নম্বর প্রাপ্ত পরীক্ষার্থীরা ৩৫০ র‍্যাঙ্কর মধ্যে ছিল। কিন্তু এবছর তাঁর ছেলে সেই সমপরিমাণ নম্বর পেয়েও ২২০৬ র‍্যাঙ্ক পেয়েছে। ৭০০ নম্বরের আগে ১৭০০ জনকে ঢোকানো হয়েছে। এখন মহামান্য আদালতের ভরসায় রয়েছেন। নাহলে এই র‍্যাঙ্ক নিয়েই এগোতে হবে। কিছু করার নেই।”

আরও পড়ুন: দেশের সেরা ১০ মেডিক্যাল কলেজ: প্রথম স্থানে দিল্লির এইমস, তালিকায় ৩ বেসরকারি কলেজও! রইল খুঁটিনাটি

মধ্যবর্তী পত্রিকার সম্পাদক তথা সাহিত্যিক বিশ্বরূপ দে সরকারের ছেলে বেদশ্রুত। সে এবছর নিট পরীক্ষায় ৭২০ এর মধ্যে ৭০০ পেয়ে চিকিৎসক হওয়ার স্বপ্নে পা বাড়াল। কিন্তু আক্ষেপ একটাই। প্রতিবছর এই নম্বর পেয়ে পরীক্ষার্থীদের র‍্যাঙ্ক অনেক আগে থাকলেও এবছর তার র‍্যাঙ্ক ২২০০ পেরিয়েছে। এখন মহামান্য আদালতের ভরসায় রয়েছেন।

আরও পড়ুন: JEE পাশ না করলেও চিন্তা নেই, এই ৮ জায়গায় B-TECH করার দারুণ সুযোগ! কলকাতার কোন কলেজ?

বিতর্কিত নিট ২০২৪ সালের পরীক্ষা নিয়ে বৃহস্পতিবার বিরাট নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুনানিতে দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয়, যে ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল, তাঁদের ফের পরীক্ষায় বসতে হবে। তবে কাউন্সেলিং বন্ধ করা হচ্ছে না। পরীক্ষা নিয়ামক সংস্থা ও কর্তৃপক্ষকে দু-সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নোটিস দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি হবে ৮ জুলাই।

সুস্মিতা গোস্বামী