ছবি প্রতীকী 

Neuroscience: শিশুর মানসিক বিকাশে নিউরো সায়েন্স! এবার বসিরহাটেও মিলবে সুবিধা

উত্তর ২৪ পরগনা: একটি শিশুর মানসিক বিকাশ, তার আচরণ, আবেগের মূল্যায়ন সহ একাধিক স্নায়ু সংক্রান্ত বিষয়ে বর্তমানে নিউরো সায়েন্স ও চাইল্ড ডেভলপমেন্টের অবদান অনস্বীকার্য। তবে নিউরো সায়েন্স কথাটি শুনলেই আমাদের চিকিৎসাশাস্ত্রের জটিল একটি অংশের কথা মাথায় আসে। তবে শিশুদের জন্য এই পদ্ধতি আসলে চিকিৎসা শাস্ত্র নয়। শিশুদের মানষিক বিকাশ, শিশুর শক্তি এবং দুর্বলতাগুলি বিলোপের পাশাপাশি তার অন্তর্নিহিত প্রতিভাকে ফুটিয়ে তুলতে সাহায্য করে এই বিশেষ শিক্ষা ব্যবস্থা।

বর্তমান প্রজন্মে ইলেকট্রনিক গেজেট, মোবাইল, কম্পিউটারের বাড়বাড়ান্তে শিশুরাও মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। কথা বলার প্রবণতা ও কার্যক্ষমতা হারাচ্ছে মস্তিষ্ক। এমতাবস্থায় বর্তমানে শিশুদের মানসিক চিন্তন ও প্রতিভাকে বিকশিত করতে অনেক বাবা-মা সন্তানের জন্য নিউরো সায়েন্স ও ডেভেলপমেন্ট বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন। বহির্বিশ্বের পাশাপাশি দেশ তথা বড় বড় শহরের পাশাপাশি জেলার প্রান্তিক শহর বসিরহাটেও এই শিক্ষা গ্রহণের প্রতিষ্ঠান চালু হয়েছে।

আর‌ও পড়ুন: কাউকে না জানিয়েই ভাঙা হল সুন্দরবনে প্রবেশদ্বারের রাস্তা, চরম সমস্যায় নিত্যযাত্রীরা

মস্তিষ্কের বিকাশ, বৃদ্ধি শিশুদের সর্বোত্তম বিকাশ। সমাজের জন্য তা অত্যাবশ্যক বলে মনে করা হয়। শিশুদের সামাজিক, জ্ঞানীয়, মানসিক এবং শিক্ষাগত বিকাশ সঠিক মাত্রায় হওয়াটা অত্যন্ত জরুরি। এই ক্ষেত্রে গবেষণা এবং আগ্রহের ফলে নতুন তত্ত্ব এবং কৌশল উদ্ভূত হয়েছে। বিশেষ করে এমন অনুশীলনের ক্ষেত্রে যা শিক্ষা ক্ষেত্রে বিকাশকে উন্নিত করে। আবার অনেক ক্ষেত্রে জেনেটিক ব্যাধি অথবা শিশুর জড়তা কাটিয়ে সাবলিলভাবে গড়ে তুলতে সাহায্য করে। আচরণগত শিশুরোগ বিশেষজ্ঞ, নার্স, মনোবিজ্ঞানী, আচরণগত পরামর্শদাতারা এই বিষয়টি মূল্যায়ন করেন এবং সেই অনুযায়ী পদক্ষেপের পরামর্শ দেন।

জুলফিকার মোল্যা