cyclone remal

Cyclone Remal update: কোথায়, কখন আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমল, গতিবেগই বা কত হবে? আপডেট দিল হাওয়া অফিস

কলকাতা: ঘূর্ণিঝড় রিমল নিয়ে আতঙ্কে দক্ষিণবঙ্গের মানুষ। এর মধ্যেই ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে, সেই সময় তার গতিবেগ কত হবে সেই নিয়ে আপডেট দিল হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। এই মুহূর্তে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে। এই ঘূর্ণিঝড়ের নাম রিমল। নাম দিয়েছে ওমান, আরবি শব্দ ‘রিমল’-এর অর্থ বালি।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের জেরে হাওড়ায় শনিবার থেকেই বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, রইল তালিকা

আলিপুর আবহাওয়া দফতরের অনুমান, এটি সরাসরি উত্তর অভিমুখে এসে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকার স্থলভাগে আছড়ে পড়বে। রবিবার মাঝরাতে ল্যান্ডফলের সময় রিমল-এর গতিবেগ থাকবে ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। রাত ১১টা থেকে ১টার মধ্যে ঘূর্ণিঝড়টির ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। রবিবার বিকেল পাঁচটার পর থেকেই রি-মল এর প্রভাব সরাসরি পড়বে রাজ্যে।

রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ এবং পরগনা জেলায়। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দু’-এক জায়গায়। কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া এবং পূর্ব মেদিনীপুরে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে।

আরও পড়ুন: শনিবার রাত থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের কিছু জেলায়, বৃষ্টি বাড়বে রবিবার 

সোমবার ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলী নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায়।