ভোটাধিকার প্রয়োগ করলেন শিশির অধিকারী

Lok Sabha Election 2024: ‘এবারের নির্বাচনে বিজেপি বিয়াল্লিশে ৪২’, ভোট দানের পর বিরাট দাবি শিশির অধিকারীর 

কাঁথি: এবার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের তৃণমূল একটাও আসন পাবে না। বিজেপি বিয়াল্লিশে ৪২টি আসনেই লাভ করবে, ভোটদানের পর কাঁথিতে এমনই মন্তব্য করলেন জেলার বর্ষীয়ান রাজনীতিবিদ শিশির অধিকারী। ২৫ শনিবার কাঁথি প্রভাত কুমার কলেজে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন কাঁথি লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ শিশির অধিকারী। শিশির অধিকারী বাড়ির কাছে ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন বিকেল সাড়ে চারটার পর।

লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

ভোট দেওয়ার পরেই লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বড়সড় মন্তব্য করলেন এই বর্ষীয়ান সাংসদ।পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রটি নির্বাচনের শুরুর দিন থেকেই রাজ্য রাজনীতির চর্চার বিষয়। কারণ অধিকারী পরিবার। কাঁথি মানেই অধিকারী পরিবারের গড়। আর এই গড় অক্ষত রয়েছে বিগত কয়েকটি লোকসভা ও বিধানসভা নির্বাচনে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় রিমলের আতঙ্ক, রবিবার দুপুর থেকে কলকাতায় ২১ ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ!

এবার এই কাঁথি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী অধিকারী পরিবারের ছোট ছেলে সৌমেন্দু অধিকারী। অধিকারী গড়ে অধিকারীদের আধিপত্য বজায় থাকে কি না,  সেদিকে নজর রয়েছে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক বিশেষজ্ঞদের।

এই লোকসভা কেন্দ্রের বিদায়ী সংসদ শিশির অধিকারী এবার ছেলের হয়ে প্রচারে বেরিয়েছিলেন। প্রচারে বেরিয়ে তিনি দাবিবকরেছিলেন যেই বিজেপি এই লোকসভা কেন্দ্র থেকেই জয় লাভ করবে। আর ভোটদানের পর তিনি বড়সড় মন্তব্য করেন।কাঁথি লোকসভা কেন্দ্রের বিদায়ী এই বর্ষিয়ান সাংসদ এদিন নিজের ভোটকেন্দ্রে হেঁটেই আসেন। কাঁথি প্রভাত কুমার কলেজে ৮৪ নম্বর বুথে তিনি নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন।

গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার পর বুথ থেকে বেরিয়ে এসে তিনি জানান, ‘আমার তো মনে হয় তৃণমূল একটা আসনও পাবে না রাজ্যে। ৪২ টি আসনেই জয় লাভ করবেন বিজেপি প্রার্থীরা।’ কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর মূল লড়াই তৃণমূলের উত্তম বারিকের সঙ্গে৷

সৈকত শী