নজরে নায়ডু-নীতীশ৷

Lok Sabha election results: আজই দিল্লিতে নায়ডু-নীতীশ! কী করবেন ‘ডবল এন’, ফলের পর নতুন কোনও নাটক?

নয়াদিল্লি: তাঁদের হাতেই এখন কেন্দ্রেরর সরকার গড়ার চাবিকাঠি৷ এনডিএ শরিক হলেও চন্দ্রবাবু নায়ডু এবং নীতীশ কুমারের সঙ্গে কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের নেতারাও যোগাযোগ রাখছেন বলে খবর৷ এই পরিস্থিতিতে আজ, বুধবার দিল্লি পৌঁছবেন চন্দ্রবাবু নায়ডু এবং নীতীশ কুমার৷ যদিও ভোটের ফল প্রকাশের পর নায়ডু জানিয়ে দিয়েছেন, তিনি এনডিএ-র সঙ্গেই আছেন৷ নীতীশ নিজে কিছু না বললেও তাঁর দল জেডিইউ এন়ডিএকে সমর্থনের কথাই জানিয়েছে৷

লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ম্যাজিক ফিগার পার করেছে এনডিএ৷ কিন্তু নায়ডু এবং নীতীশ কুমার মত বদলালেই সরকার গঠন করতে গিয়ে বিপাকে পড়বে বিজেপি৷ এই পরিস্থিতিতে গোটা দেশের নজরই এখন এই দুই নেতার দিকে৷ বিশেষত অতীতে যেভাবে তাঁরা শিবির বদলেছেন, তাতে সরকার গঠনের আগে পরে নতুন কোনও নাটকের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা৷

আরও পড়ুন:  ‘কাঠিবাজি’ থাকবেই! বাংলায় থমকে গিয়েছে দল, হারের পরই বিস্ফোরক দিলীপ

ভোটের ফল প্রকাশের পর আজ গোটা দেশের নজরই রাজধানী দিল্লিতে৷ আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর সম্ভবত ইস্তফা দিতে পারেন নরেন্দ্র মোদি৷ মন্ত্রিসভা ভেঙে দিয়ে নতুন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে দাবি জানাতে পারে বিজেপি৷ আজ বিকেলে দিল্লিতে এনডিএ-এর বৈঠকও হতে পারে৷ তবে সরকার গঠন করতে টিডিপি এবং জেডিইউ-এর সমর্থনের উপরেই নির্ভর করতে হবে বিজেপিকে৷ সূত্রের খবর, সমর্থনের বিনিময়ে দুই দলই বিজেপির কাছে লোকসভার স্পিকার পদের দাবি জানাতে পারে৷

অন্যদিকে আজ বিকেলেই দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে৷ বিরোধী জোটের পরবর্তী রণকৌশল কী হবে, তা নিয়েই ওই বৈঠকে আলোচনা হওয়ার কথা৷ নায়ডু অথবা নীতীশ কুমারের সঙ্গে তাঁরা যোগাযোগ করছেন কি না, সে বিষয়ে গতকাল কোনও মন্তব্য করতে চাননি রাহুল গান্ধি এবং মল্লিকার্জুন খাড়গে৷ শরিক নেতাদের সঙ্গে আলোচনা করেই সব সিদ্ধান্ত নেওয়া হবে বলে দাবি করেন রাহুল গান্ধি৷ ফলে চন্দ্রবাবু নায়ডু এবং নীতীশ কুমার দিল্লিতে পৌঁছনোর পর তাঁদের গতিবিধির উপরেই চোখ থাকবে গোটা দেশের৷ আপাতত গোটা দেশেই এই দুই নেতাকে ডবল এন বলে সম্বোধন করা হচ্ছে৷