বুথের পথে মহিলা ভোট কর্মীরা

North 24 Pargana News: রাত পোহালেই ভোট, দায়িত্ব বুঝে নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছচ্ছেন জেলার ভোট কর্মীরা

উওর ২৪ পরগনা: দেশের লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় উত্তর ২৪ পরগনা জেলায় বনগাঁ ও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে করা অস্থায়ী ডিসিআরসি সেন্টারগুলিতে পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা। রাত পেরোলেই শুরু ভোটগ্রহণ। ডিসিআরসি কেন্দ্রগুলি থেকে ভোট দানের জন্য ইভিএম ব্যালট পেপার থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় নথি ও জিনিস বুঝে নিচ্ছেন ভোট কর্মীরা। এরপরই পাড়ি জমাতে রওনা নির্দিষ্ট বুথে।

ভোট কর্মীদের মধ্যে অধিকাংশরই পূর্বে ভোট গ্রহণের অভিজ্ঞতা থাকলেও, কিছুটা হলেও আতঙ্কে নতুন ভোট কর্মীরা। সেই জায়গা থেকে সেন্ট্রাল ফোর্স অবশ্য বুকে বল জোগালেও, কী হবে পরিস্থিতি? কেমন হবে বুথের পরিবেশ? সব সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়েও ইতিমধ্যেই টেনশন শুরু হয়েছে নতুন ভোট কর্মীদের। এবার বহু মহিলা ভোট কর্মীও ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন এমন ছবি ধরা পরল বনগাঁ ভিসিআরসির সেন্টার দীনবন্ধু মহাবিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পে। পূর্বে ভোট গ্রহণ প্রক্রিয়া সামলানো ভোটকর্মীরা জানালেন, তাদের অতীতের ভোট নিতে গিয়ে নানা সম্মুখীন হওয়া সমস্যার কথা, এমনকি ভোট লুটের ভয়ংকর পরিস্থিতির কথাও।

লোকসভা নির্বাচনে এবার সম্মুখ সমরে রাজ্যের শাসক বিরোধী দুই দল। ফলে উত্তেজনার পারদ অনেকটাই চড়ে রয়েছে এই লোকসভা নির্বাচনকে ঘিরে। বুথে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মোতায়েন থাকছে রাজ্য পুলিশের আধিকারিকরাও। সুষ্ঠুভাবে নির্বাচন করাতে কড়া হয়েছে প্রশাসনও। তবুও যেন আতঙ্ক পিছু ছাড়ছে না ভোট কর্মীদের। বনগাঁ লোকসভা কেন্দ্রে ডিসিআরসি করা হয়েছে বনগাঁ, বাগদা, গাইঘাটা ও নদীয়ার কল্যাণীতে। নদিয়ার কল্যানী ও হরিণঘাটা বিধানসভা বনগাঁ লোকসভার অন্তর্গত হওয়ায়, ওই দুই বিধানসভা এলাকায় ভোটকর্মীরা কল্যাণী ডিসিআরসি সেন্টার থেকেই নিজেদের দায়িত্ব বুঝে নিচ্ছেন।

বনগাঁ মহকুমায় রয়েছে মোট ৪টি বিধানসভা। তার মধ্যে বাগদা বিধানসভায় পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৪৭ হাজার ২৫৪, মহিলা ভোটারের সংখ্যা ১লক্ষ ৩৮ হাজার ২৪২ ও তৃতীয় লিঙ্গের মোট ভোটার রয়েছেন ১৩জন। বনগাঁ উত্তর বিধানসভায় পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩৩ হাজার ২৪৯, মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩০bহাজার ৮১ , তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ২৮জন। বনগাঁ দক্ষিণ বিধানসভায় পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার ৬৩, মহিলা ভোটারের ১ লক্ষ ২৮ হাজার ৩৪২, তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা মাত্র ৮ জন।

অপরদিকে, গাইঘাটা বিধানসভায় পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার ৭৫, মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ২৯ হাজার ৫০৬ জন ও তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৫ জন। এই ৪ টি বিধানসভা মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ৩৯ হাজার ৫১৯ জন। জেলার অপর প্রান্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে মোট সাতটি বিধানসভা এলাকার ভোট কর্মীরাই ভোট গ্রহণের সরঞ্জাম-সহ নিজেদের দায়িত্ব বুঝে নিয়ে নির্দিষ্ট বুথের উদ্দেশ্যে রওনা দেবেন। তার আগে এই ভোট কর্মীরা মোট পাঁচটি কেন্দ্র থেকে তাদের ইভিএম সহ প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করছেন।

ব্যারাকপুর লোকসভায় মোট ১৫৯১ টি বুথের জন্য প্রায় দশ হাজার ভোট কর্মী রয়েছেন বলেই জানা গিয়েছে। যার মধ্যে মহিলা ভোট কর্মীদের সংখ্যা উল্লেখযোগ্য। সোমবার সকাল থেকেই ভোট দান প্রক্রিয়ার মাধ্যমে ব্যারাকপুর লোকসভায় মোট ১৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ১৫ লক্ষ ৮ হাজার ৭২৮ জন ভোটার। নানা সময়ে ভোট গ্রহণ প্রক্রিয়া-সহ অতীতের নির্বাচনে উত্তপ্ত হয়ে উঠেছিল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নানা জায়গা। চলেছে গুলি, পড়েছে বোমা, প্রানহানির ঘটনাও ঘটেছে বহু। সেই সমস্ত অতীতের ঘটনা মাথায় রেখেই এবার নির্বাচন কমিশন বিশেষ নিরাপত্তারাও বন্দোবস্ত করেছে। আর তাই অতীতের এই নানা ঘটনার স্মৃতিকে পিছনে ফেলে টেনশন সঙ্গে নিয়েই ডিসিআরসি সেন্টার থেকে ভোট গ্রহণের সরঞ্জাম নিয়ে বুথে বুথে পৌঁছে যাচ্ছেন পঞ্চম দফায় নির্বাচনের দায়িত্বে থাকা জেলার ভোট কর্মীরা।
Rudra Narayan Roy