অসহায় বাবা

North 24 Parganas News: পেশা বাঁচাতেই ছেলে গিয়েছিলেন ব্রিগেডে, তারপর…? কোথায়…? চোখের জলে কাকুতি মিনতি বাবার!

উত্তর ২৪ পরগনা: স্থানীয় শাসকদলের নেতার নির্দেশে কলকাতার ব্রিগেড ময়দানে জনগর্জন সভায় যাওয়াই হল কাল। ছেলেকে হারিয়ে এখন দু’চোখে জল নিয়ে ছেলেকে ফিরে পাওয়ার আশায় প্রশাসন থেকে সাংসদের দরজায় দরজায় ঘুরছেন বারাসাতের এক অসহায় বাবা।

জানা গিয়েছে ব্রিগেডে গিয়ে আর বাড়ি ফেরেনি বারাসতের যুবক। সূত্রের খবর, নিখোঁজ যুবক বারাসত পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের অশ্বিনী পল্লীর বাসিন্দা বছর তেত্রিশের বিকাশ সরকার। তাঁর বাবা বুদ্ধদেব সরকার পেশায় ভ্যানচালক। রুটি রুজি টিকিয়ে রাখতে স্থানীয় তৃণমূল নেতাদের নির্দেশে তাঁকে ও তাঁর ছেলে বিকাশ সরকারকে যেতে হয়েছিল কলকাতার ব্রিগেড মিটিংয়ে। বাসে করে তাঁদের নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: ঝেঁপে আসছে বৃষ্টি…! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-জল দক্ষিণবঙ্গে! কী হবে উত্তরে? আবহাওয়ার ‘বড়’ বদল কতক্ষণে? সতর্কতা আলিপুরের

কিন্তু কলকাতা পুলিশ শিয়ালদহতেই তাঁদের বাস আটকে দেয়। সেখান থেকে বাসে থাকা কিছু তৃণমূল কর্মী সমর্থক বাস থেকে নেমে পায়ে হেঁটে বিগ্রেডের দিকে রওনা দেন। কিন্তু বিকাশ ওই কর্মীদের সঙ্গে না গিয়ে বাসেই বসে থাকেন। এরপর মিটিং শেষে কর্মীরা বাসে ফিরে এলে বিকাশকে আর দেখতে পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি ও ঘোষণাতেও বিকাশ বাসে ফিরে না এলে শিয়ালদহতেই কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন নিখোঁজ যুবকের পরিবার।

আরও পড়ুন: ভারতীয় নোটে মোট ‘কতগুলি’ ভাষা আছে বলুন তো…? উত্তর শুনলে চমকে যাবেন, গ্যারান্টি!

ছেলে বিকাশ মানসিক ভারসাম্যহীন হওয়ায় দুশ্চিন্তা আরও বাড়ে। রাত কেটে ভোর হলেও ছেলের খোঁজ না মেলায় সাংসদেরও দ্বারস্থ হন বাবা বুদ্ধদেব। বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানান স্থানীয় বারাসত থানায় অভিযোগ জানাতে। সেইমতো বারাসাত থানাতেও জানান অভিযোগ। তবে বারাসাত থানার তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যেহেতু কলকাতাতে অভিযোগ লিপিবদ্ধ হয়েছে তাই ওই অভিযোগের ভিত্তিতেই তারা খোঁজ চালাবেন নিখোঁজ যুবকের। অসহায় রিক্সাচালক বাবা ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য কাকুতি মিনতি করতে থাকে পুলিশ আধিকারিকদের। পেশা বাঁচাতে ব্রিগেডে গিয়েও শেষ রক্ষা হল না, এখন রুটি-রুজি বন্ধ করে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন নিখোঁজ ছেলেকে।

রুদ্র নারায়ণ রায়