নদীতে খোঁজ চলছে ছাত্রের

North Bengal:বিশ্বকর্মা পুজোর আনন্দ বদলে গেল বিষাদে, আর বাড়ি ফেরা হল না পড়ুয়ার, যা হল…

কোচবিহার: বিশ্বকর্মা পুজোর দিন  তোর্ষা নদীর ফাঁসির ঘাটে স্নান করতে নেমেছিল চার বন্ধু। কিন্তু  মুহূর্তেই নদীতে স্নান করার আনন্দ পাল্টে গেল বিষাদে। চার বন্ধুর মধ্যে এক বন্ধু ভেসে  যায় নদীতে স্রোতে। বছর ১৫-র সেই ছেলের  নাম দেবাশিস দাস।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী সঞ্জীব বসাক জানান, “চারটি ছেলে নদীতে স্নান করতে নেমেছিল। তখন নদীতে নৌকা পারাপার চলছিল অন্যান্য দিনের মতো। হঠাৎ করেই চারটি ছেলের মধ্যে একটি ছেলে জলের স্রোতে নদীতে তলিয়ে যায়। মুহূর্তে এলাকার মানুষ উদ্ধারে নামলেও ছেলেটিকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে ঘটনাস্থলে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল এসে স্পিড বোট ও ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করে।”

স্থানীয় সূত্রে জানা যায়, ছেলেটি খুব ছোট বয়সেই বাবাকে হারিয়েছে। বাড়িতে অসহায় মা। ছেলেটি নবম শ্রেণীর ছাত্র। বাড়ি কোচবিহারের অমরতলা এলাকায়। ছেলে হারানোর শোকে পাথর একাকি মা। কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে,ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল এসে পৌঁছায় ঘটনাস্থলে। নিখোঁজ ছেলেটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। সাঁতার না জানা এবং অসর্তক ভাবে নদীতে স্নান করতে নামার ফলেই ঘটনাটি ঘটেছে, এমনটাই জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। তবে আগেও এই জায়গায় বেশ কয়েকবার নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

Sarthak Pandit