রাজাভাতখাওয়া

Alipurduar Tourism: আর চিন্তা নেই! পর্যটকদের জন্য ক্যাশলেস পরিষেবা, কোথায় কী ভাবে সুবিধা পাবেন জানুন

আলিপুরদুয়ার: এবারে জঙ্গলে গেলে আর পকেটে নগদ টাকা বেশি না থাকলেও চলবে। কেবল ব্যাঙ্কের কার্ড থাকলেই যথেষ্ট। বন দফতরের তরফে পরীক্ষামূলক ভাবে টিকিট কাউন্টারে অনলাইন পেমেন্ট গ্রহণের কাজ শুরু হয়েছে। ক্যাশলেস পেমেন্ট শুরু হওয়াতে খুশি পর্যটকরা।

আরও পড়ুন: ঢাক বাজালেন মহিলারা, বসিরহাটের নদী ইছামতীকে বরণ করলেন ঘরের লক্ষ্মীরা, এভাবেই ভোটপ্রচার শুরু TMC প্রার্থীর

আলিপুরদুয়ার বেড়াতে গেলে রাজাভাতখাওয়া এলাকায় বেড়াতে যান প্রায় প্রতি পর্যটক। রাজাভাতখাওয়া এলাকা দিয়ে যাওয়া যায় বক্সা, জয়ন্তী। এখানে রয়েছে জঙ্গল, প্রকৃতি বিক্ষণ কেন্দ্র, কোচ রেস্তরাঁ। আলিপুরদুয়ার জেলাবাসীর কাছে প্ৰিয় এই এলাকাটি। কারণে অকারণে এই এলাকাতে আসেন তাঁরা। রাজাভাতখাওয়া প্রকৃতি বিক্ষণ কেন্দ্র ঢোকার মুখে যে টিকিট কাউন্টার রয়েছে, সেই কাউন্টারে গেলে মিলছে অনলাইন পেমেন্টের সুবিধা। বন দফতরের টিকিট কাউন্টারটি ডিজিটাল ছোঁয়া পাওয়াতে খুশি পর্যটকেরা।

এই বিষয়ে কলকাতার এক পর্যটক অমর্ত্য দে বলেন, “আগে জানা ছিল না অনলাইন পেমেন্ট পরিষেবা শুরু হয়েছে। কার্ড নিয়ে চলাফেরা করা সুবিধা। টাকা থাকলে হারিয়ে ফেলার ভয় থাকে।” বন দফতরের তরফে জানা গিয়েছে, এটি পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। অনেক সময় দেখা যায় টিকিট কাটার সময় খুচরোর অভাব হয়েছে। অনেক ক্ষেত্রে একজন ব্যক্তি অতিরিক্ত চলে এলে বিড়ম্বনায় পড়তে হয় পর্যটক দলকে। এই পরিষেবা তাঁদের সুবিধা দেবে।

Annanya Dey