আত্মবিশ্বাসী সনিয়া৷

Lok Sabha election results: মঙ্গলবার হিসেব উল্টে যাবে, অপেক্ষা করতে বললেন আত্মবিশ্বাসী সনিয়া

নয়াদিল্লি: সব বুথ ফেরত সমীক্ষাই গেরুয়া ঝড়ের ইঙ্গিত দিয়েছে৷ তৃতীয় বারের জন্য নরেন্দ্র মোদি যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছেন, সেই দাবিই করা হয়েছে কমবেশি সব বুথ ফেরত সমীক্ষাতে৷ সেই ভবিষ্যদ্বাণী কতটা মেলে, তা অবশ্য চব্বিশ ঘণ্টার মধ্যেই জানা যাবে৷

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

তবে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি অবশ্য এখনই হাল ছাড়ছেন না৷ বুথ ফেরত সমীক্ষা নিয়ে তাঁর মতামত জানতে চাইলে সনিয়ার সংক্ষিপ্ত জবাব, আমাদের তো অপেক্ষা করা ছাড়া উপায় নেই৷ তবে আমি খুবই আশাবাদী, বুথ ফেরত সমীক্ষায় যা দাবি করা হয়েছে, ফলাফল তার উল্টো হবে৷

আরও পড়ুন: রেজাল্ট বেরতে ২৪ ঘণ্টাও বাকি নেই! কে জিতছে? বিস্ফোরক মন্তব্য প্রশান্ত কিশোরের! বুঝিয়ে দিলেন ‘ভবিষ্যৎ’

শেষ দফার ভোটের শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জোট শরিকদের নিয়ে বৈঠকের পর দাবি করেন, ইন্ডিয়া জোট অন্তত ২৯৫টি আসনে জয়ী হবে৷

যদিও ওই দিনই প্রায় সব বুথ ফেরত সমীক্ষাতেই দাবি করা হয়েছে, সংখ্যাগরিষ্ঠতার থেকেও অনেক বেশি আসন পেয়ে একার জোরেই সরকার তৈরি করার জায়গায় থাকবে বিজেপি৷ এনডিএ জোট ৪০০ পারের লক্ষ্যপূরণ না করতে পারলেও তাদের আসন সংখ্যা ৩৫০ ছুঁয়ে ফেলবে বলেও একাধিক সমীক্ষায় দাবি করা হয়৷

অন্যদিকে বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী, ইন্ডিয়া জোট খুব বেশি হলে দে়ড়শোর কাছাকাছি আসন পেতে পারে৷ বুথ ফেরত সমীক্ষার এই দাবি অবশ্য স্বভাবতই মানছেন না বিরোধী শিবিরের নেতারা৷ বুথ ফেরত সমীক্ষার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা৷