নৌকোয় পারাপার সুবর্ণরেখা

West Medinipur News: জলের তোড়ে ভেঙে গিয়েছে বাংলা ওড়িশা সংযোগকারী ফেয়ার ওয়েদার ব্রিজ

পশ্চিম মেদিনীপুর : জঙ্গলমহল ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ হয়ে ওড়িশা প্রবেশ করেছে শান্ত সুবর্ণরেখা নদী। তবে বর্ষার সময় ভয়ংকর রূপ ধারণ করে। বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া, ঝাড়খণ্ডের গালুডি ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে ফুলে ফেঁপে ওঠে শান্ত এই নদীটি। স্বাভাবিকভাবে নদীর উপরে থাকা একাধিক ফেয়ার ওয়েদার ব্রিজ ভেঙে যায়। স্বাভাবিকভাবে নদী পথ দিয়ে এ প্রান্ত থেকে ওপ্রান্ত যাতায়াতের পথ কার্যত বন্ধ হয়ে যায়। ভরসা নদীপথে খেয়া পারাপার।

পশ্চিম মেদিনীপুর এবং ওড়িশা রাজ্যকে বিভাজন করেছে সুবর্ণরেখা নদী। তবে ওড়িশার জলেশ্বর এর বেশ কয়েকটি গ্রামের মানুষ এবং পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার বেশ কয়েকটি গ্রামের মানুষজন এ রাজ্যের সঙ্গে ওরাজ্যের যোগাযোগ স্থাপন করত সুবর্ণরেখা নদীর উপরে থাকা ফেয়ার ওয়েদার ব্রিজ দিয়ে। প্রসঙ্গত প্রতিবছর, দুই রাজ্যের মানুষের সমঝোতায় এবং অর্থ সহযোগিতায় নদীর উপর মাটি, মোরাম, বালি দিয়ে তৈরি করা হয় এই ফেয়ার ওয়েদার সেতু। যে পথ দিয়ে ওড়িশা এবং বাংলার যাতায়াত খুব কম পথেই হত। তবে সম্প্রতি বৃষ্টির কারণে সুবর্ণরেখা নদীতে জল বাড়ায় ভেঙে যায় ফেয়ার ওয়েদার সেতুটি।

আরও পড়ুন : ভাঙল ফেয়ার ওয়েদার ব্রিজ, বিপদ মাথায় নিয়ে যাতায়াত

বর্তমানে নদীর ওপর দিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত যাতায়াতের মাধ্যম নৌকা। নয়তো ঘুরপথে প্রায় ৩০ কিলোমিটার দিয়ে যাতায়াত করতে হচ্ছে ওড়িশা কিংবা বাংলাতে। দাঁতন থানার বেলমুলা এলাকায় নদীর উপরে ছিল এই ফেয়ার ওয়েদার সেতু। জানা গিয়েছে, বন্যার সময় নদীতে জল বাড়লে ভেঙে যায় এই সেতুটি। স্বাভাবিকভাবে দুই প্রান্তের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই ফেয়ার ওয়েদার সেতু দিয়ে সাইকেল, মোটর বাইক শুধু নয়, চলাচল করতো ছোট যাত্রীবাহী গাড়িও। তবে বর্তমানে ছোট যাত্রীবাহী গাড়িদের ঘুর পথে যেতে-আসতে হচ্ছে। নদীতে জল বাড়ায় শুরু হয়েছে দুই পাড়ের মধ্যে খেয়া পারাপারের ব্যবস্থা।

আরও পড়ুন : বন্যার আশঙ্কা ঘাটালে, সমাধানের সূত্র কি ঘাটাল মাস্টার প্ল্যান? কী সেই প্রকল্প?

দুটি নৌকায় চলছে যাতায়াত। নৌকোর উপর বাইক সাইকেল চাপিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে গিয়ে খুব সহজেই মানুষ তাদের জীবিকা নির্বাহ করছেন। স্বাভাবিকভাবে বর্ষার এই কটা মাস করুণ পরিস্থিতি সৃষ্টি হয় দুই প্রান্তের মানুষের।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F 

ফেয়ার ওয়েদার সেতু ভেঙে যাওয়ায় দুই রাজ্যের গ্রামীণ অর্থনীতিতে সমস্যা দেখা যায়।

রঞ্জন চন্দ