রয়েছে অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য শোনা যায় ফোক গানের সুর

Offbeat Destination: ‘এই’ গ্রামে একবার গেলেই আর ফিরতে ইচ্ছা করবে না, দূর-দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ, কোথায় জানেন?

হাওড়া: শহুরে একঘেয়ে যান্ত্রিক জীবন থেকে ক্ষণিকের জন্যে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছা করে। নৈসগিক পরিবেশ মুহূর্তে ভুলিয়ে দেয় যান্ত্রিক জীবনের ক্লান্তি। এমনই এক জায়গার সন্ধান দেব আজ। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে হাওড়ার উদয়নারায়নপুর ব্লকের শিবপুর গ্রামে। ব্যানার্জী পরিবারের প্রায় ৪০ বিঘা জমির উপর গড়ে ওঠা এক অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে।

ব্যানার্জী পরিবারের ছেলে মানস ব্যানার্জী-সহ ভাইয়েরা মিলে ২০২১ সালের ডিসেম্বর মাসে ৪০ বিঘা জমির উপর গড়ে তোলেন কুঁড়ে ঘর, দোলনা, চারিদিকে সজ্জিত বিভিন্ন ধরণের গাছপালা, রয়েছে পুকুরও। এখানে এলে অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছেই পাশাপাশি শোনা যায়, একতারা, দোতারা, আনন্দ লহরীর সুর। এছাড়া শোনা যায় লোকগানের সুরও। যার টানে হাওড়া, হুগলির বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ মানুষ ছুটে আসে এখানে।

আরও পড়ুন- শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

শহুরে জীবনের ক্লান্তি থেকে একটু হাঁফ ছেড়ে বাঁচতে সবাই প্রকৃতির কাছে ছুটতে চায়। মানুষকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য আয়োজনেরও খামতি নেই এখানে। এর একপাশে যেমন খেলার মাঠ, মাছ ধরার পুকুর। সারাক্ষণ পাখির কিচিরমিচির শব্দ মনকে ভুলিয়ে রাখবে যে কাউকে।এককথায় যারা গ্রাম, গ্রামের মানুষ, প্রকৃতি পছন্দ করেন। তারা একবার ঘুরতে আসতে পারেন শিবপুর গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে।

কর্মব্যস্ত জীবনে রিফ্রেশমেন্ট ভীষণ জরুরী। আর তার জন্য যে আকর্ষণীয় কোনও পর্যটন স্পটে যেতে হবে এমনটা জরুরী নয়। মনের খোরাক জোগাড় করতে ভ্রমণ পিপাসু মানুষের নিকট সবুজের সমারোহ মনোমুগ্ধকর হবে নি:সন্দেহে। সেক্ষেত্রে সবুজ প্রকৃতিকে নিবিড়ভাবে উপভোগ করতে গ্রামের সবুজে ঘেরা জায়গা নানাদিক থেকে আকর্ষণীয়। সবুজ শ্যামল, ছায়া ঢাকা, পাখি ঢাকা, শান্ত ও নিরিবিলি পরিবেশ। এখানে পথিকের হাঁটার ক্লান্তি দূর হতে পারে ঘাসের সবুজ গালিচার পরশে। যেন কল্পনার চিত্রগুলো রঙতুলিতে ফুঁটিয়ে তোলা।

রাকেশ মাইতি