Highest Price Fish: ইলিশ-চিংড়ি ডাহা ফেল, এই মাছ ২২ হাজার টাকা কেজি! দিঘায় বিক্রি হল আড়াই লক্ষ টাকায়, কিনবেন কী দেখেই মনের শান্তি

লক্ষ লক্ষ টাকার বিরল প্রজাতির মাছ উঠল দিঘা মোহনা মৎস নিলাম কেন্দ্রে। একটাই মাছ আর তার দাম উঠল লক্ষ লক্ষ টাকা। আর তাতেই সরগরম হয়ে উঠলো দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র। মাছ ধরার মরশুম শুরু হয়েছে।
লক্ষ লক্ষ টাকার বিরল প্রজাতির মাছ উঠল দিঘা মোহনা মৎস নিলাম কেন্দ্রে। একটাই মাছ আর তার দাম উঠল লক্ষ লক্ষ টাকা। আর তাতেই সরগরম হয়ে উঠলো দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র। মাছ ধরার মরশুম শুরু হয়েছে। (সৈকত শী)
মৎস নিলাম কেন্দ্রে প্রতিদিনই বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ উঠে আসছে। ইলিশের দেখা না মিললেও অন্যান্য সামুদ্রিক মাছের যোগান রয়েছে। তবে এবার এই একটি মাছ যার দাম উঠল আড়াই লক্ষ টাকা। বিরল প্রজাতির এই মাছ চলতি মরশুমে এই নিয়ে দু'বার দেখা গেল মৎস্য নিলাম কেন্দ্রে।
মৎস নিলাম কেন্দ্রে প্রতিদিনই বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ উঠে আসছে। ইলিশের দেখা না মিললেও অন্যান্য সামুদ্রিক মাছের যোগান রয়েছে। তবে এবার এই একটি মাছ যার দাম উঠল আড়াই লক্ষ টাকা। বিরল প্রজাতির এই মাছ চলতি মরশুমে এই নিয়ে দু’বার দেখা গেল মৎস্য নিলাম কেন্দ্রে।
পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্র দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র। চলতি বছরে সমুদ্রে মাছ শিকারে ইলিশ মাছ সহ অন্যান্য সামুদ্রিক মাছের মন্দা দেখা দিয়েছে আবহাওয়ার খামখেয়ালীপনায়। মাত্রা অতিরিক্ত গরম । ফলে সমুদ্রে মাছ শিকারের পরিবেশ সৃষ্টি হয়নি। দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে সামুদ্রিক মাছের ভাটা। আর তাতেই মুখ ভার মৎস্যজীবীদের। তবে এদিন দিঘা মোহনায় মৎস্য নিলাম কেন্দ্রে উঠে এলো লক্ষ লক্ষ টাকার তেলিয়া ভোলা কই ভোলা মাছ। লক্ষ লক্ষ টাকার তেলিয়া ভোলা মাছ দিঘা মোহনার গুরুগম্ভীর পরিবেশকে খুশির পরিবেশে বদলে দিল।
পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্র দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র। চলতি বছরে সমুদ্রে মাছ শিকারে ইলিশ মাছ সহ অন্যান্য সামুদ্রিক মাছের মন্দা দেখা দিয়েছে আবহাওয়ার খামখেয়ালীপনায়। মাত্রা অতিরিক্ত গরম । ফলে সমুদ্রে মাছ শিকারের পরিবেশ সৃষ্টি হয়নি। দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে সামুদ্রিক মাছের ভাটা। আর তাতেই মুখ ভার মৎস্যজীবীদের। তবে এদিন দিঘা মোহনায় মৎস্য নিলাম কেন্দ্রে উঠে এলো লক্ষ লক্ষ টাকার তেলিয়া ভোলা কই ভোলা মাছ। লক্ষ লক্ষ টাকার তেলিয়া ভোলা মাছ দিঘা মোহনার গুরুগম্ভীর পরিবেশকে খুশির পরিবেশে বদলে দিল।
সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠেছে ২৫ দিন আগে। মাছের সন্ধানে মাঝ সমুদ্রে পাড়ি দিয়েছে হাজার হাজার মৎস্যজীবীদের ট্রলার। মূলত ইলিশের সন্ধানেই পাড়ি তাদের। জুলাইয়ের ১১ তারিখ হয়ে গেলেও মাছের আড়তে সেইভাবে দেখা নেই ইলিশের। ইলিশ জালে না ওঠায় চিন্তায় মৎস্যজীবীরা। এরই মাঝে দিঘা মোহনার মৎস্য আড়তে উঠে আসল একটি ১১ কেজি ওজনের একটি তেলিয়া ভোলা মাছ৷ আর সেই একটি মাছ প্রায় আড়াই লক্ষ টাকায় বিক্রি হয়।
সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠেছে ২৫ দিন আগে। মাছের সন্ধানে মাঝ সমুদ্রে পাড়ি দিয়েছে হাজার হাজার মৎস্যজীবীদের ট্রলার। মূলত ইলিশের সন্ধানেই পাড়ি তাদের। জুলাইয়ের ১১ তারিখ হয়ে গেলেও মাছের আড়তে সেইভাবে দেখা নেই ইলিশের। ইলিশ জালে না ওঠায় চিন্তায় মৎস্যজীবীরা। এরই মাঝে দিঘা মোহনার মৎস্য আড়তে উঠে আসল একটি ১১ কেজি ওজনের একটি তেলিয়া ভোলা মাছ৷ আর সেই একটি মাছ প্রায় আড়াই লক্ষ টাকায় বিক্রি হয়।
জানা গিয়েছে এদিন দিঘা মোহনার একটি মৎস্যজীবীদের জালে অন্যান্য মাছের সাথে একটি বড় সাইজের তেলিয়া ভোলা ধরা পড়ে। সেটি দিঘা মোহনায় মৎস্য আড়তে নিলামে ওঠে ২২ হাজার টাকা কেজি দরে বিক্রি হয়।
জানা গিয়েছে এদিন দিঘা মোহনার একটি মৎস্যজীবীদের জালে অন্যান্য মাছের সাথে একটি বড় সাইজের তেলিয়া ভোলা ধরা পড়ে। সেটি দিঘা মোহনায় মৎস্য আড়তে নিলামে ওঠে ২২ হাজার টাকা কেজি দরে বিক্রি হয়।
দিঘা মোহনার এক মৎস্য ব্যবসায়ী জানান, সিজিনের ফসল ইলিশের দেখা নেই। তবে অন্যান্য মাছের সঙ্গেসিজিনে এ নিয়ে দু'বার তেলিয়া ভোলা ধরা পড়েছে মৎস্যজীবীদের জালে। এই মাছের পটকা ঔষধ তৈরি কাজে লাগে তাই ভাল দামে বিক্রি হয়। চলতি বছরে আবহাওয়া খামখেয়ালি সঙ্গেসেইভাবে বৃষ্টির দেখা নেই। ফলে সমুদ্রের জল গরম থাকায় ইলিশ পাওয়া যাচ্ছে না বলে মনে করছেন মৎস্যজীবীরা। কবে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে আর মৎস্যজীবীদের জালে ধরা পড়বে ইলিশ সেদিকেই তাকিয়ে মৎস্যজীবী থেকে খাদ্য প্রিয় বাঙালি। তার আগে এই মাছ মৎস্যজীবীদের হাসি ফোটাল।
দিঘা মোহনার এক মৎস্য ব্যবসায়ী জানান, সিজিনের ফসল ইলিশের দেখা নেই। তবে অন্যান্য মাছের সঙ্গেসিজিনে এ নিয়ে দু’বার তেলিয়া ভোলা ধরা পড়েছে মৎস্যজীবীদের জালে। এই মাছের পটকা ঔষধ তৈরি কাজে লাগে তাই ভাল দামে বিক্রি হয়। চলতি বছরে আবহাওয়া খামখেয়ালি সঙ্গেসেইভাবে বৃষ্টির দেখা নেই। ফলে সমুদ্রের জল গরম থাকায় ইলিশ পাওয়া যাচ্ছে না বলে মনে করছেন মৎস্যজীবীরা। কবে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে আর মৎস্যজীবীদের জালে ধরা পড়বে ইলিশ সেদিকেই তাকিয়ে মৎস্যজীবী থেকে খাদ্য প্রিয় বাঙালি। তার আগে এই মাছ মৎস্যজীবীদের হাসি ফোটাল।