সবচেয়ে বড় দুর্গা

Durga Puja 2024: সোদপুরে এবার সবচেয়ে বড় দুর্গা! ১০৭ ফুটের প্রতিমার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী

উত্তর ২৪ পরগনা: ১০৭ ফুটের এই দুর্গার দিকেই এখন নজর রয়েছে গোটা রাজ্যের। ২০১৫ সালের দেশপ্রিয় পার্কের বড় দুর্গা প্রতিমা সাড়া ফেলে দিয়েছিল বঙ্গে, যদিও পরবর্তী কালে প্রতিমা দর্শন বন্ধ করে দেওয়া হয়। চলতি বছরেও রানাঘাটের ১১২ ফুটের দুর্গার অনুমতি বাতিল করে প্রশাসন।

সেই জায়গায় দাঁড়িয়ে এবার সোদপুর এই ১০৭ ফুটের বড় দুর্গা দেখার আগ্রহ বাড়ছে মানুষের মধ্যে। তবে এবার প্রশাসনের অনুমতিতেই সোদপুরে দেখা যাবে এই ১০৭ ফুটের দুর্গা। এত বড় হওয়ার কারণেই বহু দূর থেকে দেখা যাচ্ছে মা দুর্গা-সহ লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকে। ইতিমধ্যেই কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে এখন থেকেই বহু মানুষ এই সুদীর্ঘ প্রতিমা দেখতে হাজির হচ্ছেন মণ্ডপের সামনে। পানিহাটি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের শহীদ কলোনি সর্বজনীন দুর্গাপুজোর এ বছর ৭৫তম বর্ষ।

আরও পড়ুন: ‘যৌনচক্রে ধরা পড়েছে আপনার মেয়ে’, ফোন পেয়েই পরিবারে হুলস্থুল! মৃত্যু হল স্কুল শিক্ষকা মায়ের

ধানকল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই সুবিশাল মণ্ডপ দূর থেকে দেখলে এখন মনে হচ্ছে গোটাটাই যেন প্রতিমা। তবে শুধু মণ্ডপেই নয়, ভেতরেও যে দেবীর মূর্তি থাকবে তাতেও থাকছে বিশেষ চমক বলে জানিয়েছেন উদ্যোক্তারা। বিষ্ণুর দশম অবতারের প্রতিটি রূপের দেখা মিলবে ভিতরে। তার সঙ্গেই সামঞ্জস্য রেখে ৩৬০ ডিগ্রী অ্যাঙ্গেলে ঘুরবে প্রতীকী মা দুর্গা। মূলত ফাইবার, শোলা, থার্মোকল ও প্লাই দিয়েই তৈরি হচ্ছে এই ১o৭ ফুট উচ্চতার সবচেয়ে বড় দুর্গার গঠন।

শিল্পী চিরঞ্জিত দাস-সহ তার সহযোগীদের হাতে এখন সেজে উঠছে গোটা মণ্ডপ। গত কয়েক মাস ধরেই চলছে মণ্ডপ তৈরির কাজ। এই পুজো দেখতে অতিরিক্ত ভিড় কী ভাবে সামাল দেওয়া হবে, সেই বিষয়টি নিয়েই প্রশাসনের সঙ্গে চলছে পর্যায়ক্রমে আলোচনা। প্রশাসনের পাশাপাশি ক্লাবের তরফ থেকেও রাখা হবে বিশেষ নিরাপত্তারক্ষী। মণ্ডপ তৈরিতে আগুন প্রতিরোধক রাসায়নিক যুক্ত রং ব্যবহার করা হচ্ছে যাতে কোনও রকম সমস্যা তৈরি না হয়। এই পুজোর উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুর্গা পুজো ২০২৪|Durga Puja 2024, ফিচার , পুজো 360, পুজো ইন্টিরিয়র, পুজোর রেসিপি, দুর্গা পুজোর ভ্রমণ, বনেদি বাড়ির পুজো, জেলার পুজো, অন্য পুজো