প্রতীকী ছবি৷

Suspected terrorist arrested: নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এসটিএফের হাতে গ্রেফতার আরও এক

দুর্গাপুর, অর্পণ চক্রবর্তী: বাংলাদেশি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে যুক্ত সন্দেহে এক সন্দেহভাজনকে গ্রেফতার করল এসটিএফ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম শেখ আনোয়ার।

এসটিএফ সূত্রে খবর, কর্মসূত্রে চেন্নাইতে থাকতেন অভিযুক্ত শেখ আনোয়ার। তাঁকে চেন্নাই থেকেই গ্রেফতার করে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স। জানা গিয়েছে, গত ছয় মাস ধরে চেন্নাইতে জামাকাপড় ইস্ত্রির কাজে নিযুক্ত ছিলেন শেখ আনোয়ার। বাংলাদেশি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে যুক্ত ছিলেন এই শেখ আনোয়ার। ৩০ বছর বয়সি এই যুবক পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ভালুক গ্রামের বাসিন্দা।

এর আগে কাঁকসার পানাগড় থেকে ২২ জুন গ্রেফতার হন শেখ হাবিবুল্লাহ। জানা গিয়েছিল ‘আনসার আল ইসলাম’ নামে একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন রয়েছে বাংলাদেশে। ‘আল কায়দা’র সঙ্গেও ‘আনসার আল ইসলাম’-এর যোগ রয়েছে। সেই সংগঠনেরই একটি শাখা ‘শাহাদত’-এর সঙ্গে যুক্ত ছিলেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহকে জেরা করে হারেজ শেখের নাম উঠে আসে। ২৫ জুন হারেজ শেখকে গ্রেফতার করে এসটিএফ রয়েছে। তারপর উঠে আসে ধৃত শেখ আনোয়ারের নাম। এ বার অভিযুক্ত শেখ আনোয়ারকে  চেন্নাই থেকে গ্রেফতার করে এসটিএফ। অভিযুক্ত শেখ আনোয়ারকে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক শেখ আনোয়ারকে ১৪ দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দেন।