Tag Archives: Bangladeshi

Bangladeshi Hilsa Buying Tips: পুরনো সেই স্বাদ ফিরে চান? পদ্মার ইলিশ চিনুন ঠিক ভাবে, কেনার সময় কী খেয়াল করবেন?

প্রতিবার দুর্গাপুজোর সময়ে পশ্চিমবঙ্গের মানুষ রাজ্যের ইলিশের পাশাপাশি ওপার বাংলার ইলিশের স্বাদও পান। এ বার বর্ষা দেরিতে বলে ইলিশও দেরিতে পাতে পড়ল বাঙালির। তবে স্বাদেই মার খাচ্ছে রুপোলি শস্য। পদ্মার ইলিশ ভেবে অন্য কিছু ঘরে আনছেন না তো? জেনে নিন বাংলাদেশি ইলিশ চেনার সহজ উপায়।
প্রতিবার দুর্গাপুজোর সময়ে পশ্চিমবঙ্গের মানুষ রাজ্যের ইলিশের পাশাপাশি ওপার বাংলার ইলিশের স্বাদও পান। এ বার বর্ষা দেরিতে বলে ইলিশও দেরিতে পাতে পড়ল বাঙালির। তবে স্বাদেই মার খাচ্ছে রুপোলি শস্য। পদ্মার ইলিশ ভেবে অন্য কিছু ঘরে আনছেন না তো? জেনে নিন বাংলাদেশি ইলিশ চেনার সহজ উপায়।
গঙ্গার চেয়ে পদ্মার ইলিশ স্বাদ ও গন্ধে সেরা। তাই দুনিয়াজুড়ে পদ্মার ইলিশের কদর। বাংলাদেশে ছাত্র আন্দোলন এবং পরবর্তীকালে রাষ্ট্রশাসন নিয়ে অস্থিরতা কারণে ইলিশ আমদানি বন্ধ ছিল। স্থিতাবস্থা ফিরতেই শুরু হল ইলিশ আমদানি। ৩ হাজার টন ইলিশ আসতে চলেছে ওপার থেকে। আপাতত এসেছে ১০ মেট্রিক টন। হাওড়ার পাইকারি মাছের বাজারে শুরু হয়ে গিয়েছে বিকিকিনি। দেড় টাকা কেজিতে বিকোচ্ছে মাছ। ফলে খুচরো বাজারে দাম কেজিতে ২ হাজার টাকা পর্যন্ত হতে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
গঙ্গার চেয়ে পদ্মার ইলিশ স্বাদ ও গন্ধে সেরা। তাই দুনিয়াজুড়ে পদ্মার ইলিশের কদর। বাংলাদেশে ছাত্র আন্দোলন এবং পরবর্তীকালে রাষ্ট্রশাসন নিয়ে অস্থিরতা কারণে ইলিশ আমদানি বন্ধ ছিল। স্থিতাবস্থা ফিরতেই শুরু হল ইলিশ আমদানি। ৩ হাজার টন ইলিশ আসতে চলেছে ওপার থেকে। আপাতত এসেছে ১০ মেট্রিক টন। হাওড়ার পাইকারি মাছের বাজারে শুরু হয়ে গিয়েছে বিকিকিনি। দেড় টাকা কেজিতে বিকোচ্ছে মাছ। ফলে খুচরো বাজারে দাম কেজিতে ২ হাজার টাকা পর্যন্ত হতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
পদ্মা-মেঘনা অববাহিকার ইলিশের আকার পটল আকৃতির। মাথা আর লেজ সরু আর পেট মোটা। তবে নদীর ইলিশের স্বাদ বেড়ে যাওয়ার আরেকটি কারণ সমুদ্র থেকে ইলিশ নদীতে প্রবেশের পরে নদীর উজানে অর্থাৎ স্রোতের বিপরীতে যখন চলে, তখন ইলিশের শরীরে চর্বি জমা হয়।
পদ্মা-মেঘনা অববাহিকার ইলিশের আকার পটল আকৃতির। মাথা আর লেজ সরু আর পেট মোটা। তবে নদীর ইলিশের স্বাদ বেড়ে যাওয়ার আরেকটি কারণ সমুদ্র থেকে ইলিশ নদীতে প্রবেশের পরে নদীর উজানে অর্থাৎ স্রোতের বিপরীতে যখন চলে, তখন ইলিশের শরীরে চর্বি জমা হয়। জেনে নিন পদ্মার ইলিশ চেনার উপায়।
১। ইলিশের রং- পদ্মার ইলিশ মাছের রং রুপোলি। তাতে থাকে লালচে ও গোলাপি আভা। এখন রং করেও সেই আভা আনার চেষ্টা করেন অসাধু ব্যবসায়ীরা। তাই মাছ কেনার সময় ভালো করে ঘষে নিন।
১। ইলিশের রং- পদ্মার ইলিশ মাছের রং রুপোলি। তাতে থাকে লালচে ও গোলাপি আভা। এখন রং করেও সেই আভা আনার চেষ্টা করেন অসাধু ব্যবসায়ীরা। তাই মাছ কেনার সময় ভালো করে ঘষে নিন।
২। ইলিশের আকার- ভালো ইলিশ দেখতে পটলের মতো। পেটের দিক মোটা। আর মাথা ও লেজ সরু। পদ্মার ইলিশ পেট মোটা। ইলিশের মাথার দিকটা সুচলো এবং সরু। কানকোর জায়গা থেকে চওড়া।
২। ইলিশের আকার- ভালো ইলিশ দেখতে পটলের মতো। পেটের দিক মোটা। আর মাথা ও লেজ সরু। পদ্মার ইলিশ পেট মোটা। ইলিশের মাথার দিকটা সুচলো এবং সরু। কানকোর জায়গা থেকে চওড়া।
৩। ইলিশের চোখ- পদ্মার ইলিশ কেনার সময় চোখ দেখে নেবেন। এর চোখের ভিতরেও থাকে লালচে আভা। ইলিশের মতো অন্য কোনও সামুদ্রিক মাছ এমনটা থাকে না। চোখে লালচে আভা থাকলে বুঝবেন ফ্রেশ। আর ঘোলাটে চোখ হলে সাবধান!
৩। ইলিশের চোখ- পদ্মার ইলিশ কেনার সময় চোখ দেখে নেবেন। এর চোখের ভিতরেও থাকে লালচে আভা। ইলিশের মতো অন্য কোনও সামুদ্রিক মাছ এমনটা থাকে না। চোখে লালচে আভা থাকলে বুঝবেন ফ্রেশ। আর ঘোলাটে চোখ হলে সাবধান!
৪। মাছের রক্ত- মাছ কাটার সময় রক্তের রংও গুরুত্বপূর্ণ। রক্তের রং কালচে হলে বুঝে নিন, দীর্ঘ দিন ধরে মজুত ছিল। এতে মাছের স্বাদ মোটেও ভালো হবে না। রক্তের রং লালচে হলে বেশি টাটকা হবে। তাই কেনার সময় লালচে রং দেখে নিন।
৪। মাছের রক্ত- মাছ কাটার সময় রক্তের রংও গুরুত্বপূর্ণ। রক্তের রং কালচে হলে বুঝে নিন, দীর্ঘ দিন ধরে মজুত ছিল। এতে মাছের স্বাদ মোটেও ভালো হবে না। রক্তের রং লালচে হলে বেশি টাটকা হবে। তাই কেনার সময় লালচে রং দেখে নিন।
জামাইষষ্ঠীর আগেই হঠাৎ করেই বাঙালিদের জন্য এসেছে সুখবর। কথায় আছে মাছে ভাতে বাঙালি। তবে পাতে যদি ইলিশ হয় তাহলে তো আর কোনও কথাই নেই। এই মরশুমে বাজারে পাওয়া যাচ্ছে সস্তায় ইলিশ। (তথ্য -কৌশিক অধিকারী)
জামাইষষ্ঠীর আগেই হঠাৎ করেই বাঙালিদের জন্য এসেছে সুখবর। কথায় আছে মাছে ভাতে বাঙালি। তবে পাতে যদি ইলিশ হয় তাহলে তো আর কোনও কথাই নেই। এই মরশুমে বাজারে পাওয়া যাচ্ছে সস্তায় ইলিশ। (তথ্য -কৌশিক অধিকারী)  

Child Home: বহরমপুরে হোমের পাঁচিল টপকে পলাতক চারজন, একজন বাংলাদেশিও আছে

মুর্শিদাবাদ: বহরমপুরের হোম থেকে পালিয়ে গেল চার আবাসিক। পলাতকদের মধ্যে একজন আবার বাংলাদেশের নাগরিক। বিষয়টি জানাজানি হতেই রাজ্যের প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে হোমের পাঁচিল টপকে এই চারজন পালিয়ে যায়। ইতিমধ্যেই পুলিশে বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেছে হোম কর্তৃপক্ষ। পলাতকদের সন্ধানে তল্লাশি চলছে।

বহরমপুরের কাজী নজরুল ইসলাম হোমে এই ঘটনাটি ঘটেছে। একসঙ্গে চারজন আবাসিক হঠাৎই রাতের অন্ধকারে ভবনের দু’তলা থেকে বেরিয়ে এসে পাঁচিল টপকে পালিয়ে যায়। গত বছর এপ্রিল মাসেও ১১ জন নাবালক আবাসিক এই হোম থেকে নিখোঁজ হয়েছিল। আবারও একই ঘটনায় এই হোমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে হোম কর্তৃপক্ষের তরফে।

আর‌ও পড়ুন: শ্রাবণের শেষ সোমবারে উপচে পড়া ভিড় ৩০০ বছরের পাতলেশ্বর মন্দিরে

জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলা শিশু কল্যাণ সমিতির চাইল্ড ওয়েলফেয়ার কমিটির নির্দেশে এই আবাসিকদের হোমটিতে রাখা হয়েছিল। এই হোম চত্বরেই রয়েছে শিশু সুরক্ষা কেন্দ্রের অফিস। হোম কর্তৃপক্ষ জানিয়েছে, হোমের আবাসিকদের থাকা, খাওয়া, পোশাক, পড়াশোনা সব কিছুর ব্যবস্থা করা হয়। কিন্তু বর্তমানে অনেকেই হোমে থাকতে পছন্দ করে না। অনেকেই মনে করেন স্বাধীনভাবে থাকতে হবে। সেই কারণেই তারা অনেক সময় পালিয়ে যায়। অনেকে আবার পরবর্তীতে হোমে ফিরে আসে। তবে এক্ষেত্রে পলাতকদের মধ্যে একজন বাংলাদেশের হওয়ায় বিষয়টি আরও সাড়া ফেলে দিয়েছে।

কৌশিক অধিকারী

Suspected terrorist arrested: নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এসটিএফের হাতে গ্রেফতার আরও এক

দুর্গাপুর, অর্পণ চক্রবর্তী: বাংলাদেশি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে যুক্ত সন্দেহে এক সন্দেহভাজনকে গ্রেফতার করল এসটিএফ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম শেখ আনোয়ার।

এসটিএফ সূত্রে খবর, কর্মসূত্রে চেন্নাইতে থাকতেন অভিযুক্ত শেখ আনোয়ার। তাঁকে চেন্নাই থেকেই গ্রেফতার করে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স। জানা গিয়েছে, গত ছয় মাস ধরে চেন্নাইতে জামাকাপড় ইস্ত্রির কাজে নিযুক্ত ছিলেন শেখ আনোয়ার। বাংলাদেশি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে যুক্ত ছিলেন এই শেখ আনোয়ার। ৩০ বছর বয়সি এই যুবক পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ভালুক গ্রামের বাসিন্দা।

এর আগে কাঁকসার পানাগড় থেকে ২২ জুন গ্রেফতার হন শেখ হাবিবুল্লাহ। জানা গিয়েছিল ‘আনসার আল ইসলাম’ নামে একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন রয়েছে বাংলাদেশে। ‘আল কায়দা’র সঙ্গেও ‘আনসার আল ইসলাম’-এর যোগ রয়েছে। সেই সংগঠনেরই একটি শাখা ‘শাহাদত’-এর সঙ্গে যুক্ত ছিলেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহকে জেরা করে হারেজ শেখের নাম উঠে আসে। ২৫ জুন হারেজ শেখকে গ্রেফতার করে এসটিএফ রয়েছে। তারপর উঠে আসে ধৃত শেখ আনোয়ারের নাম। এ বার অভিযুক্ত শেখ আনোয়ারকে  চেন্নাই থেকে গ্রেফতার করে এসটিএফ। অভিযুক্ত শেখ আনোয়ারকে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক শেখ আনোয়ারকে ১৪ দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দেন।

Popular Singer: দ্বিতীয় স্বামীর মর্মান্তিক মৃত্যু, ২ সন্তান কোলে নিয়েই ‘চতুর্থ’ বিয়ে সারলেন জনপ্রিয় গায়িকা! পাত্র কে জানেন?

তারকাদের ব্যক্তিগত জিনিস জানার জন্য সকলেই মুখিয়ে থাকেন৷ আজ এমন এক অভিনেত্রীর কথা শুনবেন যার জীবনের গল্প হার মানাবে সিনেমাকেও৷
তারকাদের ব্যক্তিগত জিনিস জানার জন্য সকলেই মুখিয়ে থাকেন৷ আজ এমন এক অভিনেত্রীর কথা শুনবেন যার জীবনের গল্প হার মানাবে সিনেমাকেও৷
প্রেম-বিবাহ-দাম্পত্য নিয়ে সর্বদাই খবরের শিরোনামে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় গায়িকা বর্ষা চৌধুরী৷ ফের আরও একবার বিয়ের পিঁড়িতে বসলেন গায়িকা৷
প্রেম-বিবাহ-দাম্পত্য নিয়ে সর্বদাই খবরের শিরোনামে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় গায়িকা বর্ষা চৌধুরী৷ ফের আরও একবার বিয়ের পিঁড়িতে বসলেন গায়িকা৷
বিয়ের ইঙ্গিত আগেই দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়৷ অবশেষে শুক্রবার তিন নম্বর বিয়েটা করে নিলেন বাংলাদেশের গায়িকা৷ তবে অনেকের দাবি, এটাই বর্ষার চার নম্বর বিয়ে৷
বিয়ের ইঙ্গিত আগেই দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়৷ অবশেষে শুক্রবার তিন নম্বর বিয়েটা করে নিলেন বাংলাদেশের গায়িকা৷ তবে অনেকের দাবি, এটাই বর্ষার চার নম্বর বিয়ে৷
বর্ষার দ্বিতীয় স্বামী ছিলেন হাসান তৌহিদুর রহমান৷ বাংলাদেশের জনপ্রিয় ড্রামার ২০২২ সালে জুলাই মাসে মৃত্যু হয় রুমির৷ তাঁদের দুই সন্তান রয়েছে জারা ও জায়ান৷
বর্ষার দ্বিতীয় স্বামী ছিলেন হাসান তৌহিদুর রহমান৷ বাংলাদেশের জনপ্রিয় ড্রামার ২০২২ সালে জুলাই মাসে মৃত্যু হয় রুমির৷ তাঁদের দুই সন্তান রয়েছে জারা ও জায়ান৷
২০২২ সালে এক মুহূর্তে জীবনটা যেন তছনছ হয়ে গিয়েছিল বর্ষার৷ মাত্র দেড় মাসের ছেলেকে রেখে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান স্বামী৷
২০২২ সালে এক মুহূর্তে জীবনটা যেন তছনছ হয়ে গিয়েছিল বর্ষার৷ মাত্র দেড় মাসের ছেলেকে রেখে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান স্বামী৷
স্বামীর মৃত্যুর পর ২ সন্তান নিয়ে ফের বিয়ের পিঁড়িতে বসলেন বর্ষা৷ নির্মাতা তথা অভিনেতা রাসেল মিয়াকে বিয়ে করলেন বর্ষা৷ গায়িকা বর্ষার বিয়ের লাইভ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷
স্বামীর মৃত্যুর পর ২ সন্তান নিয়ে ফের বিয়ের পিঁড়িতে বসলেন বর্ষা৷ নির্মাতা তথা অভিনেতা রাসেল মিয়াকে বিয়ে করলেন বর্ষা৷ গায়িকা বর্ষার বিয়ের লাইভ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷
অনেকে বলছেন এটাই বর্ষার তিন নম্বর বিয়ে৷ কিন্তু লেখিকা মিলি তা মানতে নারাজ৷  তিনি দাবি করেছেন, রুমির মৃত্যুর পর আরও একটা বিয়ে করেছিলেন বর্ষা৷ সেই স্বামীও মারা গিয়েছেন৷ তবে এই নিয়ে কোনও মন্তব্য করেননি গায়িকা বর্ষা৷
অনেকে বলছেন এটাই বর্ষার তিন নম্বর বিয়ে৷ কিন্তু লেখিকা মিলি তা মানতে নারাজ৷ তিনি দাবি করেছেন, রুমির মৃত্যুর পর আরও একটা বিয়ে করেছিলেন বর্ষা৷ সেই স্বামীও মারা গিয়েছেন৷ তবে এই নিয়ে কোনও মন্তব্য করেননি গায়িকা বর্ষা৷

Actress Pori Moni Adopts Child: ছেলের পর মেয়ের মা হলেন পরীমণি! শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে জীবনে আলোর রেখা

এবার মেয়ের মা হলেন পরীমণি। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীর ঘরে নতুন সদস্য। ছেলের মা এবার মেয়েরও মা। বাংলাদেশের নায়ক শরিফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের থেকে ভাঙা ঘর জোড়া লাগানোর চেষ্টা করে চলেছেন নায়িকা। সেই প্রচেষ্টার নতুন ফসল।
এবার মেয়ের মা হলেন পরীমণি। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীর ঘরে নতুন সদস্য। ছেলের মা এবার মেয়েরও মা। বাংলাদেশের নায়ক শরিফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের থেকে ভাঙা ঘর জোড়া লাগানোর চেষ্টা করে চলেছেন নায়িকা। সেই প্রচেষ্টার নতুন ফসল।
শরিফুলের সঙ্গে বিচ্ছেদের পর দুই বছরের ছেলেকে নিয়ে দাদুর সঙ্গে বসবাস করতেন পরীমণি। কিন্তু একদিন বৃদ্ধ দাদুও সব ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। দু’জনের সংসার চলছিল ভালই। কিন্তু অভিনেত্রী চাইলেন পরিবার আরও বড় হোক।
শরিফুলের সঙ্গে বিচ্ছেদের পর দুই বছরের ছেলেকে নিয়ে দাদুর সঙ্গে বসবাস করতেন পরীমণি। কিন্তু একদিন বৃদ্ধ দাদুও সব ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। দু’জনের সংসার চলছিল ভালই। কিন্তু অভিনেত্রী চাইলেন পরিবার আরও বড় হোক।
পরীর ইচ্ছে, বাড়িতে আরও এক ছোট্ট প্রাণ আসুক। যে তাঁদের জীবন পরিপূর্ণ করতে পারবে। উল্টোদিকে সেই ছোট্ট প্রাণও একটি পরিবার পাবে। ৬ দিন বয়সের ছোট্ট শিশুকন্যাকে ঘরে আনলেন পরী। সংবাদমাধ্যমে তিনি লিখলেন, ‘আমি মেয়ের মা হয়েছি’।
পরীর ইচ্ছে, বাড়িতে আরও এক ছোট্ট প্রাণ আসুক। যে তাঁদের জীবন পরিপূর্ণ করতে পারবে। উল্টোদিকে সেই ছোট্ট প্রাণও একটি পরিবার পাবে। ৬ দিন বয়সের ছোট্ট শিশুকন্যাকে ঘরে আনলেন পরী। সংবাদমাধ্যমে তিনি লিখলেন, ‘আমি মেয়ের মা হয়েছি’।
পরী জানান, শিশুকন্যাকে দত্তক নিয়েছেন এবং আদরের সঙ্গে তাঁর নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। নায়িকা জানিয়েছেন, মেয়ে তাঁদের বাড়িকে সুন্দর করে তুলেছে। এক পাশে ছেলে, অন্য পাশে মেয়েকে নিয়ে ঘুমচ্ছেন তিনি। অপূর্ব এক অনুভূতি।
পরী জানান, শিশুকন্যাকে দত্তক নিয়েছেন এবং আদরের সঙ্গে তাঁর নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। নায়িকা জানিয়েছেন, মেয়ে তাঁদের বাড়িকে সুন্দর করে তুলেছে। এক পাশে ছেলে, অন্য পাশে মেয়েকে নিয়ে ঘুমচ্ছেন তিনি। অপূর্ব এক অনুভূতি।
শাহীম মুহাম্মদ রাজ্য নামে জন্ম দিয়েছিলেন ছেলের। কিন্তু গতবছর শরিফুলের সঙ্গে বিচ্ছেদের পর ছেলের নাম বদলে শাহীম মুহাম্মদ পদ্ম রেখেছেন পরীমণি।
শাহীম মুহাম্মদ রাজ্য নামে জন্ম দিয়েছিলেন ছেলের। কিন্তু গতবছর শরিফুলের সঙ্গে বিচ্ছেদের পর ছেলের নাম বদলে শাহীম মুহাম্মদ পদ্ম রেখেছেন পরীমণি।
তবে একইসঙ্গে তিনি জানিয়েছেন, এখনই মেয়ের ছবি তিনি পোস্ট করবেন না। মেয়ে আর একটি বড় হোক, তারপর ভক্তদের সামনে ছোট্ট সাফিরাকে নিয়ে আসবেন দ্বিতীয় বার নতুন মা।
তবে একইসঙ্গে তিনি জানিয়েছেন, এখনই মেয়ের ছবি তিনি পোস্ট করবেন না। মেয়ে আর একটি বড় হোক, তারপর ভক্তদের সামনে ছোট্ট সাফিরাকে নিয়ে আসবেন দ্বিতীয় বার নতুন মা।
অভিনয়ের পাশাপাশি একা মা হিসেবে দুই সন্তানকে বড় করবেন পরীমণি। মাতৃদিবসের আগে এমন সুখবর দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, তিনি আদপেই একা নন। তাঁর বড় দুই আশ্রয় তৈরি হয়েছে। আর তারা ছোট্ট হাতে মায়ের মনের যত্ন নিচ্ছে।
অভিনয়ের পাশাপাশি একা মা হিসেবে দুই সন্তানকে বড় করবেন পরীমণি। মাতৃদিবসের আগে এমন সুখবর দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, তিনি আদপেই একা নন। তাঁর বড় দুই আশ্রয় তৈরি হয়েছে। আর তারা ছোট্ট হাতে মায়ের মনের যত্ন নিচ্ছে।
কলকাতা ইন্ডাস্ট্রিতে প্রথম সিনেমা ‘ফেলুবকশি’-তে কাজ চলছে তাঁর। পাশাপাশি বাংলাদেশেও আছে বেশ কয়েকটি ছবির কাজ। ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’-সহ একাধিক প্রজেক্টে কলকাতায় কাজ চলছে তাঁর।
কলকাতা ইন্ডাস্ট্রিতে প্রথম সিনেমা ‘ফেলুবকশি’-তে কাজ চলছে তাঁর। পাশাপাশি বাংলাদেশেও আছে বেশ কয়েকটি ছবির কাজ। ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’-সহ একাধিক প্রজেক্টে কলকাতায় কাজ চলছে তাঁর।
পরীর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দত্তক নেওয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছে। গত সোমবার, ৬ মে তাঁর ফেসবুক পেজে একটি সাম্প্রতিক পোস্টে তিনি সূক্ষ্মভাবে এটির ইঙ্গিত দিয়েছেন। নতুন কেনা বাচ্চাদের পোশাক এবং জুতো জোড়ার একটি স্ন্যাপশট শেয়ার করেছিলেন তিনি।
পরীর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দত্তক নেওয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছে। গত সোমবার, ৬ মে তাঁর ফেসবুক পেজে একটি সাম্প্রতিক পোস্টে তিনি সূক্ষ্মভাবে এটির ইঙ্গিত দিয়েছেন। নতুন কেনা বাচ্চাদের পোশাক এবং জুতো জোড়ার একটি স্ন্যাপশট শেয়ার করেছিলেন তিনি।
২০২১ সালে শরিফুল এবং পরীমণির বিয়ে হয়েছিল। ২০২২ সালে ছেলের জন্ম দিয়েছিলেন তাঁরা। কিন্তু তার এক বছরের মধ্যেই ডিভোর্স হয় বাংলাদেশের তারকা দম্পতির।
২০২১ সালে শরিফুল এবং পরীমণির বিয়ে হয়েছিল। ২০২২ সালে ছেলের জন্ম দিয়েছিলেন তাঁরা। কিন্তু তার এক বছরের মধ্যেই ডিভোর্স হয় বাংলাদেশের তারকা দম্পতির।