সেতু পরিদর্শনে আধিকারিকরা

North 24 Parganas News: স্বরূপনগরে ইছামতীতে সেতু নির্মাণের রূপরেখা, খুশি সীমান্তের সাধারণ মানুষ

উত্তর ২৪ পরগণা: স্বরূপনগরব ইছামতীতে সেতু নির্মাণের রূপরেখা, খুশি সীমান্ত এলাকার সাধারণ মানুষ। সেতু হল মানুষের মেলবন্ধন ও যোগাযোগের একটি অন্যতম মাধ্যম। আর সেতুর মধ্যমে দৃঢ় হয় যোগাযোগ মাধ্যমের পাশাপাশি বাণিজ্যিক সম্পর্কও। সীমান্ত অঞ্চলের এপারে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার সদর এলাকা, অপরদিকে একই থানা এলাকার চারঘাট গ্রাম পঞ্চায়েতের বারঘোরিয়া সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রচুর মানুষের বসবাস। দুই কিনারার মাঝখান দিয়ে বয়ে গেছে ইছামতী নদী। এই সমস্ত মানুষের পারাপারের বর্তমান মাধ্যম হল কাঠের নড়বড়ে সেতু। ঝড় বৃষ্টিতে বেশিরভাগ সময় দোলা খায় সেতুটি, আবার মাঝে মাঝে কোন অংশ পচন ধরে নিচে পড়েও যায়। এর ফলে তাদের ভোগান্তির পাশাপাশি ভয়ে সেতু পেরোতে হয় এলাকাবাসীর।

আরও পড়ুন:  ঝুপ করে গঙ্গায় নামছে প্লেন? নদীবক্ষে আন্তর্জাতিক বিমান পরিষেবা! সাক্ষী বালি-দক্ষিণেশ্বর

তবে অবসান হতে চলেছে এই ভোগান্তি। এবার এলাকার মানুষ পাবে নতুন কংক্রিটের সেতু। যার রূপরেখা ও তৈরি করে ফেলেছেন আধিকারিকরা। এদিন একাধিক আধিকারিক ও ইঞ্জিনিয়াররা ইছামতি নদীর উপরে অস্থায়ী কাঠের সেতু সংলগ্ন আশপাশে তদারকি করেন ও খতিয়ে দেখেন। তারপরে পরবর্তী কিভাবে ব্রিজ নির্মাণের কাজের রুপরেখা সম্পন্ন হবে তার রুট ম্যাপ তৈরি করেন। এই সেতু নির্মাণ হলে শুধুমাত্র সরুপনগর নয় জেলার মধ্যে পার্শ্ববর্তী বাদুড়িয়া, গাইঘাটা, হাবরা ব্লক সহ বিস্তূর্ণ এলাকার কয়েক লক্ষ মানুষের বাণিজ্যিক যোগাযোগ মাধ্যমিক আরও হবে বলে মনে করছেন এলাকাবাসী।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

জুলফিকার মোল্যা