পশ্চিম মেদিনীপুর: অবশেষে দাবি মিটতে চলেছে সাধারণ মানুষের। আগামী দু বছরের মধ্যে সম্পন্ন হবে বেলদার কেশিয়াড়ি মোড় রেলগেটের উপর ওভারব্রিজ। স্বাভাবিকভাবে আশার আলো দেখতে শুরু করেছেন সাধারণ মানুষ। আগামীতে যান যন্ত্রণা থেকে মুক্তি পাবেন সকলে। দীর্ঘদিনের দাবি মেটার আশ্বাসে খুশি সাধারণ মানুষ। তবে তারা চাইছেন দ্রুত ওভারব্রিজ নির্মাণ হলে আরও সুবিধা হবে সকলের।
দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে। পশ্চিম মেদিনীপুরের বেলদার কেশিয়াড়ি মোড়ে থাকা রেলগেট দিয়ে প্রতিদিন বেশ কয়েক হাজার মানুষের যাতায়াত।৫ নং রাজ্য সড়ক দিয়ে বেলদা থেকে কেশিয়াড়ি হয়ে ঝাড়গ্রাম, কিংবা কেশিয়াড়ি থেকে গোপীবল্লভপুর হয়ে ওড়িশা যাওয়া যায়। স্বাভাবিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, বেলদা থেকে কেশিয়াড়ি ৫ নং রাজ্য সড়ক। অন্যদিকে একদিকে রয়েছে বিডিও অফিস, বেলদা বাজার অন্যদিকে রয়েছে বেলদা কলেজ, সুপার স্পেশালিটি হাসপাতাল সহ জনবসতি। স্বাভাবিকভাবে প্রত্যেকদিন এই রেলগেটে দাঁড়িয়ে যেতে হয় বেশ অনেকটা সময়। কখনও মুমূর্ষু রোগীর রেলগেটে আটকে মৃত্যুও হয়েছে।
আরও পড়ুন : দূরে কোথাও যেতে হবে না, বাংলার এই জায়গায় রয়েছে মন্দিরের গ্রাম, কোথায় জানেন?
বিভিন্ন সময়ে একাধিক জনপ্রতিনিধিরা দরবার করেছেন একাধিক দফতরে। একাধিকবার তদবির করেছেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তবে নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সূর্যকান্ত অট্ট নির্বাচিত হওয়ার পর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন সময়ে রাজ্য এবং কেন্দ্রের কাছে আবেদন করেছেন। অবশেষে পূর্ত দফতরের সহযোগিতায় নির্মিত হতে চলেছে বেলদা কেশিয়াড়ি মোড় রেলগেটের উপর ওভারব্রিজ।
আরও পড়ুন : গা ছমছমে ইতিহাস, দীপাবলির ছুটিতে এই নীলকুঠি ঘুরে আসুন, শিহরিত হবেন নিশ্চিত
ইতিমধ্যেই বিধায়কের উপস্থিতিতে পরিদর্শন হয়েছে। বসেছে বোর্ডও। আগামী দু বছরের মধ্যে সম্পন্ন হবে ওভারব্রিজ। তবে শুধুমাত্র জানা গিয়েছে, বাজারের মধ্য দিয়ে নয়, অন্য পথে নকশা তৈরি করে ওভারব্রীজ নির্মাণ করতে চলেছে সংশ্লিষ্ট দফতর। তবে আগামীতে, এই ওভারব্রিজ নির্মাণ হলে হাজারও হাজারও মানুষের উপকার হবে, তা বলার অপেক্ষা রাখে না।
রঞ্জন চন্দ