পান্ডুয়ার ঘটনাস্থলের ছবি

Pandua Blast: পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু কিশোরের! গুরুতর জখম আরও দুই, অভিষেকের সভার আগেই বিপত্তি

পাণ্ডুয়া: ভোটের আবহে মর্মান্তিক দুর্ঘটনা। হুগলির পাণ্ডুয়ার তিন্না নেতাজি পল্লি কলোনীতে বোমা ফেটে মৃত্যু হল এক কিশোরের। গুরুতর জখম হয়েছে আরও দুই কিশোর। জানা গিয়েছে, পরিত্যক্ত বোমাকেই বল ভেবে খেলতে গিয়ে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।

সূত্রের খবর ঘটনার পরেই জখম তিন কিশোরকে পাণ্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় একজনের মৃত্যু হয়। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়।ঘটনার তদন্ত শুরু করেছে হুগলি গ্রামীন পুলিশ।

আরও পড়ুন: ৭,২৯৩ কোটি টাকা! জিএসটি আদায়ে রেকর্ড করল রাজ্য, ডবল ইঞ্জিন রাজ্যগুলিকে পিছনে ফেলে এপ্রিলে সেরা বাংলা

প্রসঙ্গত সোমবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে পাণ্ডুয়ায়। সেই সভাস্থল থেকে ঢিল ছোড়া দুরত্বে ঘটেছে ভয়াবহ এই ঘটনা! জানা গিয়েছে মৃত কিশোরের নাম রাজ বিশ্বাস। আহত দুই কিশোর রুপম বল্লভ ও সৌরভ চৌধুরী। প্রত্যেকেরই বয়স ১১ থেকে ১৩ এর মধ্যে।

স্থানীয় সূত্রে খবর, সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ পাণ্ডুয়ার তিন্না এলাকার একটি পুকুরপাড় থেকে হঠাৎই বিস্ফোরণের শব্দ শোনেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি পুকুর পাড়ে ছুটে এলে তাঁরা দেখতে পান দেখতে পান তিন কিশোর গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে। দেখা যায়, তিনজনের মধ্যে দুই জন জীবিত কিন্তু কারও হাত নেই কারও পা নেই! অন্য একটি বাচ্চাকে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে থাকতে দেখা যায় পুকুরপাড়ে। জখম তিন কিশোরকে পাণ্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।একজনের মৃত্যু হয়। দুজনকে আশঙ্কা জনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: ঘণ্টার পর ঘণ্টা হাঁটা ছাড়ুন…! প্রতিদিন ‘নিয়ম’ মেনে ঠিক ৩০ মিনিট হাঁটুন! শরীরে ঘটবে ৪ দুর্ধর্ষ ম্যাজিক

স্থানীয় এক বাসিন্দা সুকান্ত মিস্ত্রি বলেন, প্রতিদিনের মতন তিনি স্নান করতে যাচ্ছিলেন সেই সময় বিস্ফোরণের শব্দ শুনতে পান। তড়িঘড়ি পুকুর পাড়ে গিয়ে দেখেন জখম অবস্থায় পড়ে রয়েছে তিন কিশোর। কী ভাবে ঘটনাস্থলে বোমা এল? কে বা কারা সেখানে বোমা রেখে গিয়েছিল? এই বিষয়ে কারও কিছু জানা নেই। বাচ্চারা প্রতিদিনের মতো খেলতে ওই জায়গায় যায়। সেখানেই প্রচণ্ড বিস্ফোরণে প্রাণ যায় একজনের গুরুতর যখন আরও দু’জন।

গোটা ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া। ঘটনার তদন্ত শুরু করেছে হুগলি গ্রামীন পুলিশ। এই ঘটনার পর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে নাগরিক নিরাপত্তা নিয়ে। ভোটের আগেই এই ধরনের বিস্ফোরণ আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

রাহী হালদার

তথ্য সৌজন্যে: সোমনাথ ঘোষ