Tag Archives: Pandua

Puppet Dance: সময়ের সঙ্গে অতীত পুতুল নাচের আসর ! বৈঁচি গ্রামের রথের মেলা মিলল দেখা

হুগলি: একটা সময় ছিল গ্রাম বাংলার লোক শিক্ষার উপাদান পাওয়া যেত যাত্রা, পুতুল নাচ, তরজা গান, কবিগান এসবের মাধ্যমে। নানা পৌরাণিক কাহিনী রামায়ণ-মহাভারত থেকে তুলে আনা নানা পর্বের গল্প পুতুল নাচের মাধ্যমে মানুষ জানতে পারত। গ্রামের ছোট-বড় ৮ থেকে ৮০ সকলেই এসব কাহিনী উপভোগ করত। সন্ধ্যা হলেই সেই পুতুল নাচের সামনে গিয়ে বসে পড়া। কালকেতু ফুল্লরা, বেহুলা লক্ষিন্দর, অহল্যার শাপমোচন, রূপবান, রহিম বাদশা মতো নানা পৌরাণিক কাহিনী ও লোকগাথা মঞ্চস্থ হত। তবে সেসব দিন এখন আর নেই এখন মানুষের হাতে হাতে মোবাইল চাইলেই ইউটিউব ফেসবুক খুলে হরেক রিল দেখতে দেখতেই সময় কেটে ‌যায়। তাই পুতুল নাচ দেখে লোক শিক্ষার আর প্রয়োজন পড়ে না।

আরও পড়ুন: জনপ্রিয় টিভি শো-এ মাহেশ জগন্নাথ মন্দিরের সেবাইত কন্যা, তাঁর মন্তব্যে শোরগোল নেট দুনিয়ায়!

তবে এখনও কিছু জায়গায় পুতুল নাচের দেখা মেলে রথের মেলা হোক বা অন্য কোন পুজো অনুষ্ঠানে, গ্রামাঞ্চলে এখনও পুতুল নাচের ডাক পড়ে। তেমনিই হুগলির পান্ডুয়ার বৈঁচিগ্রামের রথের মেলায় দেখা মিলল পুতুল নাচের। নদীয়ার হাঁসখালি বগুলা থেকে পুতুল নাচের একটি দল এসেছে। রথের দিন থেকে শুরু হয় চলবে উল্টোরথ পর্যন্ত। সেখানে প্যান্ডেল করে তারের মাধ্যমে পুতুল নাচ দেখানো হয়। গ্রামের প্রবীণ থেকে নবীন সকলেই এই পুতুল নাচ দেখতে আসেন। গ্রামের বাসিন্দা প্রীতম মুখোপাধ্যায় বলেন, অনেকদিন পর পুতুল নাচ দেখলাম বেশ ভাললাগলো। এখন গ্রামাঞ্চলে আর এসব দেখা যায় না। দেখতে দেখতে মনে হচ্ছিল ছেলেবেলায় ফিরে গেছি।

আরও পড়ুন:   কপর্দক শূন্য হওয়া থেকে বাঁচতে কী করবেন? জানাল অর্থ দফতর

শিল্পী বিকাশ সরকার জানান, আগের মত আর পুতুল নাচের সেভাবে চাহিদা নেই। সময় বদলে গেছে, ঘরে ঘরে টিভি মোবাইলে মানুষ ব্যস্ত হয়ে পড়েছে। তবে আমাদের পুতুল নাচের দল এখনও আমরা টিকিয়ে রেখেছি। আমাদের পরের প্রজন্ম কেউ আর তৈরি হচ্ছে না। আগামী দিনে এই দলও টিকিয়ে রাখা যাবে না বলেই মনে হয়। আমরা বিভিন্ন রাজ্যে ও জেলাতেও পুতুল নাচের ডাক পড়ে তবে আগের থেকে তা তুলনায় অনেক কমেছে। সরকারি সাহায্য বলতে শিল্পী ভাতা পায়। তবে এই শিল্প আর কদিন থাকবে সেটাই এখন দেখার। দাঁ পরিবারের সদস্য পার্থ দাঁ বলেন, পুতুল নাচ বৈঁচিগ্রামের রথযাত্রার একটা ঐতিহ্য। গ্রামের প্রচুর মানুষ আসে এই রথযাত্রায়। বহু বছর ধরেই এই মেলায় পুতুল নাচ হয়ে আসছে। আগে কাঠের পুতুল নাচ হতো কিন্তু অনেক ব্যয় সাপেক্ষ হওয়ায় এখন তারের পুতুল নাচ হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাহী হালদার

দু’চোখে দৃষ্টি নেই, তবুও স্রেফ অনুভূতি থেকেই দেখাচ্ছেন হাতের জাদু

হুগলির পান্ডুয়ার সরাই গ্রামের বছর ষাটের অনিল দাসের দুচোখের দৃষ্টি নেই। তবে তাতে তাঁর শিল্প কর্মে ঘাটতি পড়েনি। তিনি দিনের পর দিন ধরে হাতের জাদু দেখিয়ে যাচ্ছেন। জন্ম থেকে দুই চোখের দৃষ্টিশক্তি নেই তাঁর। পৃথিবীর আলো কেমন হয়, তা তাঁর জানা নেই। তবুও স্রেফ অনুভূতির জোরে, হাতের জাদু দেখিয়ে যাচ্ছেন তিনি।

Pandua Blast: পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু কিশোরের! গুরুতর জখম আরও দুই, অভিষেকের সভার আগেই বিপত্তি

পাণ্ডুয়া: ভোটের আবহে মর্মান্তিক দুর্ঘটনা। হুগলির পাণ্ডুয়ার তিন্না নেতাজি পল্লি কলোনীতে বোমা ফেটে মৃত্যু হল এক কিশোরের। গুরুতর জখম হয়েছে আরও দুই কিশোর। জানা গিয়েছে, পরিত্যক্ত বোমাকেই বল ভেবে খেলতে গিয়ে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।

সূত্রের খবর ঘটনার পরেই জখম তিন কিশোরকে পাণ্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় একজনের মৃত্যু হয়। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়।ঘটনার তদন্ত শুরু করেছে হুগলি গ্রামীন পুলিশ।

আরও পড়ুন: ৭,২৯৩ কোটি টাকা! জিএসটি আদায়ে রেকর্ড করল রাজ্য, ডবল ইঞ্জিন রাজ্যগুলিকে পিছনে ফেলে এপ্রিলে সেরা বাংলা

প্রসঙ্গত সোমবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে পাণ্ডুয়ায়। সেই সভাস্থল থেকে ঢিল ছোড়া দুরত্বে ঘটেছে ভয়াবহ এই ঘটনা! জানা গিয়েছে মৃত কিশোরের নাম রাজ বিশ্বাস। আহত দুই কিশোর রুপম বল্লভ ও সৌরভ চৌধুরী। প্রত্যেকেরই বয়স ১১ থেকে ১৩ এর মধ্যে।

স্থানীয় সূত্রে খবর, সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ পাণ্ডুয়ার তিন্না এলাকার একটি পুকুরপাড় থেকে হঠাৎই বিস্ফোরণের শব্দ শোনেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি পুকুর পাড়ে ছুটে এলে তাঁরা দেখতে পান দেখতে পান তিন কিশোর গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে। দেখা যায়, তিনজনের মধ্যে দুই জন জীবিত কিন্তু কারও হাত নেই কারও পা নেই! অন্য একটি বাচ্চাকে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে থাকতে দেখা যায় পুকুরপাড়ে। জখম তিন কিশোরকে পাণ্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।একজনের মৃত্যু হয়। দুজনকে আশঙ্কা জনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: ঘণ্টার পর ঘণ্টা হাঁটা ছাড়ুন…! প্রতিদিন ‘নিয়ম’ মেনে ঠিক ৩০ মিনিট হাঁটুন! শরীরে ঘটবে ৪ দুর্ধর্ষ ম্যাজিক

স্থানীয় এক বাসিন্দা সুকান্ত মিস্ত্রি বলেন, প্রতিদিনের মতন তিনি স্নান করতে যাচ্ছিলেন সেই সময় বিস্ফোরণের শব্দ শুনতে পান। তড়িঘড়ি পুকুর পাড়ে গিয়ে দেখেন জখম অবস্থায় পড়ে রয়েছে তিন কিশোর। কী ভাবে ঘটনাস্থলে বোমা এল? কে বা কারা সেখানে বোমা রেখে গিয়েছিল? এই বিষয়ে কারও কিছু জানা নেই। বাচ্চারা প্রতিদিনের মতো খেলতে ওই জায়গায় যায়। সেখানেই প্রচণ্ড বিস্ফোরণে প্রাণ যায় একজনের গুরুতর যখন আরও দু’জন।

গোটা ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া। ঘটনার তদন্ত শুরু করেছে হুগলি গ্রামীন পুলিশ। এই ঘটনার পর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে নাগরিক নিরাপত্তা নিয়ে। ভোটের আগেই এই ধরনের বিস্ফোরণ আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

রাহী হালদার

তথ্য সৌজন্যে: সোমনাথ ঘোষ