পুজোর ম্যাপ

Paschim Medinipur Durga Puja Tour Guide: পুজোয় ঘোরার প্ল্যান, দেখুন কোন রাস্তা খোলা, কোনটা বন্ধ?

পশ্চিম মেদিনীপুর: বছরের অপেক্ষার পর শারদোৎসব। উৎসবে মানুষ বেরিয়ে পড়েন ঘুরতে। কিন্তু পুজোর কদিনে যান নিয়ন্ত্রণের বিষয়ে মাথায় রাখতে হবে আপনাকে। প্রশাসনের তরফ থেকে যান চলাচল নিয়ন্ত্রণের নির্ঘন্ট প্রকাশ করল পুলিশ। বিকেল ৩টা থেকে ভোর ৩টা পর্যন্ত চলবে যান নিয়ন্ত্রণ।

চতুর্থী থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ হচ্ছে মেদিনীপুর-খড়্গপুর-ঘাটালে! থাকছে ‘গ্রিন করিডর’-এর ব্যবস্থা। চতুর্থী অর্থাৎ ৭ অক্টোবর থেকে দ্বাদশী অর্থাৎ ১৪ অক্টোবর পর্যন্ত পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুর, রেল শহর খড়গপুর এবং ঘাটাল শহরে বিগত বছরগুলির মতোই মেদিনীপুর, খড়্গপুর ও ঘাটাল শহরে যানজট রুখতে বিকেল ৩টা থেকে রাত্রি ৩টা পর্যন্ত বাস, ট্রাক, টোটো, অটো, চারচাকার মত ভারী ও যাত্রীবাহী যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আরও পড়ুন – True Strory: ১৭ বছর আগে অকালে ঝরে গিয়েছিল প্রাণ, নিজের ছেলেকে হারিয়ে আজ শত সন্তানের মা-বাবা এই দম্পতি পাশে দাঁড়িয়েছে রামকৃষ্ণ মিশন, কুর্নিশ করে সকলে

সেক্ষেত্রে পুজোর এই ৮ দিন শহরের রাস্তায় বিকেল ৩টা থেকে ভোর ৩টা পর্যন্ত টোটো, অটো কিংবা প্রাইভেট কারও চলাচল করবে না! বাকি ১২ ঘন্টা অবশ্য চলাচল করতে পারবে যান। শুক্রবার বিকেলে মেদিনীপুর শহরে নিজের কার্যালয়ে জেলা পুলিশের ‘দুর্গাপুজোগাইডম্যাপ-২০২৪’ প্রকাশ করে ঠিক এমনটাই জানান জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। তিনি জানান, পুজোর ক’দিন গ্রিন করিডর বা গ্রিন চ্যানেলের ব্যবস্থা করা হচ্ছে মুমূর্ষু রোগীদের নিয়ে যাওয়ার জন্য। সেক্ষেত্রে ১১২ কিংবা জেলা পুলিশের হেল্পলাইন অথবা জেলা পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে আগে থেকেই বিষয়টি জানালেই মিলবে গ্রীন করিডরের সুবিধা। অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার), ডিএসপি (ট্রাফিক) কিংবা কোতোয়ালী থানার আইসি’র মতপুলিশ আধিকারিকদের এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে পথ নিরাপত্তা সম্পর্কেও বিশেষ বার্তা দিয়েছেন এসপি।

হেলমেট ছাড়া বাইক চালানো, রাফ বাইকিং বা স্পিড বাইকিং বা বেপরোয়া গতিতে বাইক চালানো, ট্রিপল বাইকিং বা বাইকে তিন জন চেপে সওয়ার হওয়া অথবা মদ্যপান করে বাইক চালানোর ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। ফলে পুজোর দিনেও কড়া পদক্ষেপ করতে পারে পুলিশ। সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে মানুষকে। এছাড়াও, শব্দবাজি ব্যবহার বা ব্যবসার ক্ষেত্রে যথারীতি নিষেধাজ্ঞা থাকছে বলেও জানিয়েছে পুলিশ।খড়্গপুর শহরে পঞ্চমী থেকে যান নিয়ন্ত্রণ হবে বিকেল ৪টা থেকে রাত্রি ২টা পর্যন্ত, খড়গপুর শহরের পুজো গাইডম্যাপ প্রকাশ করা হয়েছে শুক্রবার সন্ধ্যায়। এদিন খড়গপুর টাউন থানায় একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে এটি প্রকাশ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, খড়গপুর শহরে এবার সবমিলিয়ে ১৬৫টি দুর্গা পুজো হচ্ছে। এর মধ্যে ১২টি বিগ বাজেটের দুর্গা পুজো।

খড়গপুর শহরে যান নিয়ন্ত্রণ করা হবে ৮ থেকে ১৪ অক্টোবর, ৭ দিন ধরে। বিকেল ৪টা থেকে রাত্রি ২টো পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে অটো, টোটো, চারচাকা সহ ভারী যানবাহনের ক্ষেত্রে। পুলিশ সহায়তা শিবির, হেল্পলাইন ক্যাম্প করা হচ্ছে ৭টি জায়গায়। ইন্দা মোড়, কৌশল্যা, ধ্যান সিং ময়দান, CME গেট, IIT ফ্লাইওভার, জগন্নাথ মন্দির এবং প্রিন্টিং প্রেস এলাকায় থাকছে পুলিশ ক্যাম্প। কোনও অসুবিধা হলে যোগাযোগ করা যাবে পুলিশের সঙ্গে। এছাড়াও, নো এন্ট্রি পয়েন্ট থাকছে ৬টি জায়গায়। খড়্গপুর শহরে ৪টি ও খড়গপুর গ্রামীণে ২টি। এগুলি হল- বারবেটিয়া, নিমপুরা, সেনচক, প্রেমবাজার এবং চৌরঙ্গী ও ওয়ালিপুর। ডাইভারশন পয়েন্ট থাকছে ৫১টি।

Ranjan Chanda