পুষ্টির ভাণ্ডার এই কচি পাতা!

Health Tips: কোষ্ঠকাঠিন্যের মহাশত্রু…! পেটের যে কোনও জায়গায় লুকিয়ে থাকা পাথর গলাবে ম্যাজিকের মতো, পুষ্টির ভাণ্ডার এই কচি পাতা!

জল কম খাওয়ার কারণে শরীরে নানারকম সমস্যা দেখা দেয়৷ বিশেষত জল কম খেলে কিডনির সমস্যায় অনেকেই ভুগে থাকেন৷ এছাড়াও গ্যাস-অম্বল-পাথর-কোষ্ঠকাঠিন্যতে আক্রান্ত হন৷
জল কম খাওয়ার কারণে শরীরে নানারকম সমস্যা দেখা দেয়৷ বিশেষত জল কম খেলে কিডনির সমস্যায় অনেকেই ভুগে থাকেন৷ এছাড়াও গ্যাস-অম্বল-পাথর-কোষ্ঠকাঠিন্যতে আক্রান্ত হন৷
পেটে পাথর জমলে অপারেশনও করতে হয় বেশিরভাগ সময়৷ তবে কখনও আবার ওষুধ খেলেও এই সমস্যা এড়ানো যায়৷ আয়ুর্বেদে পাথরের সমস্যা সমাধানে পাথরকুচি পাতার বিশেষ গুরুত্ব রয়েছে।
পেটে পাথর জমলে অপারেশনও করতে হয় বেশিরভাগ সময়৷ তবে কখনও আবার ওষুধ খেলেও এই সমস্যা এড়ানো যায়৷ আয়ুর্বেদে পাথরের সমস্যা সমাধানে পাথরকুচি পাতার বিশেষ গুরুত্ব রয়েছে।
এই বিষয়ে আয়ুর্বেদিক চিকিৎসক ডাঃ প্রভাত কুমার এটি ব্যবহার করার আরও ভাল উপায় সম্পর্কে তথ্য শেয়ার করেছেন। যাতে মানুষ অল্প সময়ে এই পাতা ব্যবহার করে পাথরের সমস্যা থেকে মুক্তি পেতে পারে।
এই বিষয়ে আয়ুর্বেদিক চিকিৎসক ডাঃ প্রভাত কুমার এটি ব্যবহার করার আরও ভাল উপায় সম্পর্কে তথ্য শেয়ার করেছেন। যাতে মানুষ অল্প সময়ে এই পাতা ব্যবহার করে পাথরের সমস্যা থেকে মুক্তি পেতে পারে।
ডা. প্রভাত কুমার জানান যে পাথরকুচি আয়ুর্বেদ চিকিৎসায় দারুণ উপকারি। এই পাতা সহজেই ০.৫ মিলি থেকে ২.৫ মিলি পর্যন্ত পাথর গলিয়ে শরীর থেকে বের করে দিতে পারে। এই পাতা স্বাদে টক। পাকস্থলী থেকে বিষাক্ত পদার্থ দূর করতেও এই পাতা দারুণ উপকারী৷
ডা. প্রভাত কুমার জানান যে পাথরকুচি আয়ুর্বেদ চিকিৎসায় দারুণ উপকারি। এই পাতা সহজেই ০.৫ মিলি থেকে ২.৫ মিলি পর্যন্ত পাথর গলিয়ে শরীর থেকে বের করে দিতে পারে। এই পাতা স্বাদে টক। পাকস্থলী থেকে বিষাক্ত পদার্থ দূর করতেও এই পাতা দারুণ উপকারী৷
পাথরের চিকিৎসায় এর কচি পাতা ওষুধ হিসেবে কাজ করে। পাইলসের সমস্যা দূর করতেও এটি খুবই উপকারী। যদি কোনও ব্যক্তি দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যের ভোগেন তবেই তার পাইলস হয়।
পাথরের চিকিৎসায় এর কচি পাতা ওষুধ হিসেবে কাজ করে। পাইলসের সমস্যা দূর করতেও এটি খুবই উপকারী। যদি কোনও ব্যক্তি দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যের ভোগেন তবেই তার পাইলস হয়।
পাইলসের সমস্যা থেকে মুক্তি পেতে এই পাতার রস সকালে এক চামচ ও সন্ধ্যায় এক চামচ খেলে খুব উপকার পাওয়া যায়। শিশুদের দুই চামচ এবং বড়দের চা-এর মতো করে খেতে পারেন৷
পাইলসের সমস্যা থেকে মুক্তি পেতে এই পাতার রস সকালে এক চামচ ও সন্ধ্যায় এক চামচ খেলে খুব উপকার পাওয়া যায়। শিশুদের দুই চামচ এবং বড়দের চা-এর মতো করে খেতে পারেন৷
চিকিৎসক জানিয়েছেন,চার-পাঁচটি পাতা পরিষ্কার করে ধুয়ে এক গ্লাস জলে ভাল করে ফুটিয়ে সকাল-সন্ধ্যায় খেতে হবে। একইসঙ্গে ১২ বছরের কম বয়সী শিশুদের পাথরের সমস্যা থাকলে তাদের সকালে এবংসন্ধ্যায় দুই চামচ এই পাতার রস খেতে হবে।
চিকিৎসক জানিয়েছেন,চার-পাঁচটি পাতা পরিষ্কার করে ধুয়ে এক গ্লাস জলে ভাল করে ফুটিয়ে সকাল-সন্ধ্যায় খেতে হবে। একইসঙ্গে ১২ বছরের কম বয়সী শিশুদের পাথরের সমস্যা থাকলে তাদের সকালে এবংসন্ধ্যায় দুই চামচ এই পাতার রস খেতে হবে।