Tag Archives: Auto driver

Elephant Attack: অটো চালিয়ে যাচ্ছিলেন, হঠা‍ৎ সামনে এসে দাঁড়ালেন ‘গজরাজ’! ভয়ে কাঁটা মাদারিহাটবাসী

আলিপুরদুয়ার: বিশ্বকর্মা পুজোর রাতেই জঙ্গল থেকে বেরিয়ে এল গজরাজ। অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক অটো চালক। বিশ্বকর্মা পুজোর রাতে জঙ্গল থেকে বেরিয়ে আসে এক বিশাল দাঁতাল হাতি।

আরও পড়ুন: আরজি কর দুর্নীতি মামলায় উঠে এল অন্য সন্দীপের নাম! মঙ্গলবার সকাল থেকেই তল্লাশি অভিযান ইডির

হাতি বেরোতেই হইচই শুরু হয়ে যায় আলিপুরদুয়ারের মাদারিহাট গ্রাম পঞ্চায়েত অফিসের সামনের এলাকায়। সেখান দিয়েই যাওয়া যায় টোটোপাড়ায়। মঙ্গলবার রাতে হঠাৎ জঙ্গল থেকে রাতের বেলায় হঠাৎ একটি দাঁতাল বেরিয়ে আসে। রাস্তা পার হচ্ছিল দাঁতাল হাতিটি। হাতিটিকে বেরিয়ে আসতে দেখেই হইচই পড়ে যায় এলাকায়।

আরও পড়ুন: রোগীর পরিবারের থেকে ১ টাকা বেশি নেওয়ার শাস্তি! চাকরি গেল সরকারি হাসপাতালের কর্মীর

হাতিটি দেখে স্থানীয়রা টর্চ নিয়ে বেরিয়ে পরেন। হঠাৎ হাতিটির সামনে চলে আসে অটোটি। সকলেই ভয় পেয়েছিলেন দৃশ্য দেখে। তবে বরাতজোরে বেঁচে যান চালক। এই দৃশ‍্য নিয়ে বলতে গিয়ে গায়ে কাঁটা দিয়েছে এলাকাবাসীদের।তারা ভেবেই নিয়েছিলেন অটোটির উপড়ে চড়াও হবে হাতিটি। কিন্তু অটোচাল বেঁচে যাওয়ায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্থানীয় বাসিন্দারা।

Gurugram Woman Forgets Bag: অটোতে হারিয়ে গেল আধারকার্ড, প্যান কার্ড-সহ ব্যাগ, তারপর মহিলার সঙ্গে যা ঘটল

গুরুগ্রাম: এক ব্যক্তি অটোতে ব্যাগ ফেলে গেলেন৷ সেই ব্যাগে ছিল আধার কার্ড, প্যান কার্ড, সোনার চেন, হিরের দুল-সহ একাধিক মূল্যবান দ্রব্য৷ তারপরই যা ঘটল তিনি তা ভাবতেও পারেন নি৷

ঘটনাটি ঘটে গুরুগ্রামে৷ এক মহিলা তাড়াহুড়োয় রাস্তার ধার থেকে একটা অটো বুক করে তাঁর বন্ধুর বাড়ি যান৷ তাড়াহুড়োতে ইউপিআই দিয়ে ভাড়া মিটিয়ে  নেমে যায়৷ কিন্তু অটোতে রয়ে যায় ব্যাগটি৷

আরও পড়ুন:  লখনউয়ে হুড়মুড় করে ভেঙে পড়ল তিনতলা বিল্ডিং, এখনও পর্যন্ত মৃত আট, আটকে পড়া বাসিন্দার খোঁজে শুরু উদ্ধারকার্য

তাঁরা বারবার নানাভাবে চালকের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করে৷ যখন সমস্ত আশা শেষ হয়ে গিয়েছে, তখনই হঠাৎ করে আশা জাগাল চালক৷

আরও পড়ুন: আকাশ চিরে বাজ পড়ে সব শেষ, মৃত্যু ৭ জনের, হাহাকার পরিবারের

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অটোর চালক তাঁদের ব্যাগটি ফেরত দেওয়া জন্য এসেছে৷ ব্যাগে সমস্ত জিনিসও একই রকম ছিল৷

মেয়েটির বন্ধু অর্ণব চালককে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন৷ চালকের নাম মনিরুল জামান৷ তাঁর সততাকে কুর্নিশ জানিয়েছে সোশ্যাল মিডিয়ার সকলে৷

Old Rickshaw Puller Hospitalised: যাত্রী তোলা নিয়ে বচসা, অটোচালকদের বেধড়ক মারে হাসপাতালে ভর্তি বৃদ্ধ রিক্সাচালক

দক্ষিণ ২৪ পরগনা: যাত্রী তোলাকে কেন্দ্র করে ব্যাপক গণ্ডগোল অটোচালকদের সঙ্গে রিক্সা চালকের। দু’পক্ষের মধ্যে বচসা গড়াল হাতাহাতিতে। অটোচালকের বেধড়ক মারে আহত হলেন বৃদ্ধ রিক্সাচালক। গড়িয়া মোড়ের ঘটনা।

যাত্রী তোলাকে কেন্দ্র করে এদিন অটো ও রিক্সাচালকের মধ্যে তুমুল মারামারি শুরু হয় টালিগঞ্জ ৬ নম্বর রুটের গড়িয়া মোড়ে। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, গড়িয়া মোড়ের একটি রিক্সা ৬ নম্বর রুটে প্যাসেঞ্জার নামাতে গেলে তর্কাতর্কি বাঁধে ওই রুটের অটোচালকদের সঙ্গে। অটোচালকদের অভিযোগ, ওই রিক্সাচালক তাদের রুটের প্যাসেঞ্জারকে ভাঙিয়ে নিয়েছে। যদিও রিক্সাচালকদের তরফ থেকে এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়। যদিও এতে ঝামেলা থামেনি। উল্টে অটোচালকরা মিলে ওই বৃদ্ধ রিক্সাচালককে বেধড়ক মারধর করে।

আর‌ও পড়ুন: ফুলের ঘায়ে হাত ফেটে রক্ত ঝরে! তবুও এই জীবিকা আঁকড়ে বাঁচা

মারের সময় গড়িয়া মোড়ের কিছু রিক্সাচালক প্রতিবাদ জানাতে গেলে আরও অটোচালক এগিয়ে এসে বাকি রিক্সাচালকদের মারধর করে বলে অভিযোগ। সেইসঙ্গে রিক্সা স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রিক্সাগুলি ভাঙচুর করে। পাশাপাশি ওই রুটে রিক্সা চালানো বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে আহত রিক্সাচালক বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সুমন সাহা

Road Accident: গভীর রাতে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

উত্তর ২৪ পরগনা: বাসন্তী হাইওয়ে’তে ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজনের। রবিবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে। তাতে মৃত্যু হয়েছে অটো চালকের। এই ঘটনায় অটোর তিনজন আহত হয়েছেন।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার মিনাখাঁর খ্রিস্টান পাড়া মোড়ের কাছে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোটির‌। তাতেই মৃত্যু হয় ওই অটো চালকের। আহত তিনজনকে ভর্তি করা হয়েছে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে কলকাতার দিক থেকে একটি অটো মালঞ্চের দিকে যাচ্ছিল। অপর দিক থেকে আসছিল একটি মাছ বোঝাই ছোট ট্রাক। খ্রিস্টান পাড়া মোড়ের কাছে ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোচালকের।

আর‌ও পড়ুন: বর্ষা আসতেই চাঁদা তুলে সেতু মেরামত করলেন গ্রামবাসীরা

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলেই এসে পৌঁছয় মিনাখাঁ থানার পুলিশ। দ্রুত অটোর ভিতরে থাকা তিন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে। আহত ও মৃত ব্যক্তিদের নাম পুলিশ এখনও জানতে পারেনি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে দেহটিকে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জুলফিকার মোল্যা