ভিন রাজ্যের বাদাম বিক্রেতা

Cooch Behar News: ভিন রাজ্যের সুস্বাদু বাদামের সম্ভার! কিনতে বিরাট ভিড়, কোথায় গেলে পাবেন

কোচবিহার: দুর্গাপুজোর আর মাত্র কিছুটা সময় বাকি। ইতিমধ্যেই কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে দেখতে পাওয়া যাচ্ছে ভিন রাজ্যের বাদাম বিক্রেতাদের। প্রতি বছর দুর্গাপুজোর আগের এই সময়ে ভিন্ন রাজ্য থেকে কোচবিহারে আসেন এই বিক্রেতারা। নিজেদের ব্যবসার সম্ভার নিয়ে তাঁরা বসেন রাস্তার পাশেই প্লাস্টিকের ত্রিপল বিছিয়ে। তবে তাঁরা যে বাদাম বিক্রি করেন, এই বাদাম কিন্তু স্থানীয় বাদাম নয়। শুধু রাজস্থানের বাদাম তাঁরা বিক্রি করেন কোচবিহারে। এই বিশেষ বাদামের স্বাদ অনেকটাই বেশি। এছাড়া এই বাদাম দেখতেও অনেকটাই বড় হয়।

বাদাম বিক্রেতা ফাইজান আলী জানান,  উত্তরপ্রদেশ থেকে প্রতিবছর জেলা কোচবিহারে আসেন তাঁরা। তিনি বিগত ছ’থেকে সাত বছর ধরে জেলা কোচবিহারে আসছেন। মূলত রাজস্থানের বাদাম নিয়ে বিক্রির উদ্দেশ্যে পুজোর আগেই আসেন তাঁরা। কোচবিহারের মানুষেরা বাদাম খেতে বেশ পছন্দ করেন। এছাড়া পুজোর আগে শহরে এলে বিক্রির পরিমাণ কিছুটা বাড়ে। তাই তো প্রতিবছর পুজোর আগেই শহরে এসে উপস্থিত হন তাঁরা। সারাদিনে বাদাম বিক্রি করে উপার্জন হয় এক হাজার থেকে দু’হাজার টাকা পর্যন্ত। ফলে মুনাফার পরিমান হয় অনেকটাই বেশি। তাঁর মতো আরও বহু বিক্রেতারা আসেন কোচবিহারে।

দোকানের এক গ্রাহক সঞ্জয় বণিক জানান, এমনিতেই বাদাম খাওয়া অনেকটাই উপকারী। তাছাড়া এই বাদাম গুলির স্বাদও অনেকটা বেশি। বাইরে থেকে আসার ফলে এই বাদামগুলি খুবই কম দামে বিক্রি হচ্ছে জেলায়। তবে গুণগত মান রয়েছে বেশি এবং দাম রয়েছে সাধ্যের মধ্যেই। তাইতো এই বাদাম কিনে প্রতিদিন বাড়িতে নিয়ে যান তিনি। তাঁর বাড়ির মানুষেরাও এই বাদাম খেতে দারুণ পছন্দ করেন। আরেক বাদাম বিক্রেতা রাজা বাবু জানান, প্রতি বছর কোচবিহার জেলায় এলে বিক্রি ভাল হয়। তাই তো অন্য জেলার চাইতে এই জেলায় আসতে বেশি ভাল লাগে তাঁদের।

তবে পুজোর আগে জেলায় বাদাম বিক্রেতারা ইতিমধ্যেই বহু মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বহু মানুষ এই বিক্রেতাদের কাছে আসছেন বাদাম কিনতে। বাদামের স্বাদ এবং গুণগতমান দুই ভালো থাকায় বিক্রেতাদের এই রাজস্থানের বাদামের আকর্ষণ তৈরি হয়েছে কোচবিহারে।

সার্থক পণ্ডিত