গাছে রাখি

Rakhi Bandhan 2024: গাছকে রাখি বেঁধে পরিবেশ রক্ষার শপথ! রাখি বন্ধনে অভিনব আয়োজন

আলিপুরদুয়ার: চির সবুজ ডুয়ার্স এলাকায় দেখা যাচ্ছে গাছের অভাব। তাই গাছ রক্ষা করতে এগিয়ে এলেন বনবস্তির বাসিন্দারা। রাখি বন্ধন উৎসব এভাবেই পালন করলেন তারা।’চিপকো আন্দোলন মত গাছ রক্ষা করার প্রচেষ্টা’। গাছে রাখি বেঁধে গাছ বাঁচানোর শপথ নিলেন বনবস্তির বাসিন্দারা।

নব্বইয়ের দশকের সেই চিপকো আন্দোলনের মত কিছুটা একই চিত্র সোমবার উঠে আসে ডুয়ার্সের রাজাভাতখাওয়ায়। এদিন ডুয়ার্সের বিভিন্ন প্রান্তের প্রায় ৩৬টি বনবস্তির বাসিন্দারা রাজা ভাতখাওয়ায় উপস্থিত হয়ে, গাছে রাখি বেঁধে গাছ বাঁচানোর শপথ নেন।।যেখানে গাছ রক্ষার্থে এগিয়ে আসেন বনবস্তির বাসিন্দারা।

আরও পড়ুন:হাতির হানায় আতঙ্ক! চা বস্তিতে বন্যপ্রাণীর আক্রমণ, ভেঙে দিল বাড়ি-দোকান

বনবস্তির বাসিন্দাদের কথায়, দাদা বা ভাইকে রাখি বাঁধলে তারা যেমন আমাদের রক্ষা করেন, তেমনই পরিবেশ রক্ষার্থে বড় ভূমিকা পালন করে গাছ। এজন্যই এদিন গাছে রাখি বেঁধে অরণ্য বাঁচানোর জন্য প্রতিজ্ঞা বন্ধ হলাম। অপরদিকে, এ বিষয়ে উত্তরবঙ্গ বনজন শ্রমজীবী মঞ্চের আহ্বায়ক লাল সিং ভুজেল বলেন,’আমাদের মূল লক্ষ্যই গাছ বাঁচানো। অরণ‍্য নিধন চতুর্দিকে চলছে।রাখি বেঁধে এক আত্মিক বন্ধন স্থাপন করছি আমরা।”
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Annanya Dey