প্রতীকী ছবি৷

Crime news: টার্গেট ছিল বিধবা, বিবাহ বিচ্ছিন্নারা! কুড়ি জন মহিলার সর্বনাশের পিছনে একজনই

মুম্বাই: এক জন দু জন নয়৷ কুড়ি জন মহিলাকে বিয়ে করে তাঁদের ঠকিয়ে সর্বস্বান্ত করার অভিযোগে ৪৩ বছর বয়সি এক প্রতারককে গ্রেফতার করল পুলিশ৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের পালঘরে৷

জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম ফিরোজ নিয়াজ শেখ৷ অভিযোগ, দেশের বিভিন্ন রাজ্যের অন্তত কুড়ি জন মহিলাকে বিয়ে করেছে ওই প্রতারক৷ মহারাষ্ট্রের নালা সোপারা এলাকার এক মহিলার অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ৷

আরও পড়ুন: ইলিশের টানে সমুদ্রে গিয়ে বিপদ! ঢেউয়ের ধাক্কায় বেসামাল ট্রলার, তার পর…

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ম্যাট্রিমনিয়াল সাইটগুলি থেকে মূলত বিবাহ বিচ্ছিন্না এবং বিধবাদের টার্গেট করত ওই প্রতারক৷ এর পর তাঁদের সঙ্গে আলাপ জমিয়ে ভুল বুঝিয়ে বিয়ে করত সে৷ বিয়ের কয়েকদিনের মধ্যেই নানা অছিলায় ওই মহিলাদের গয়না, টাকা পয়সা সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গা ঢাকা দিত ওই প্রতারক৷

যে মহিলার অভিযোগের ভিত্তিতে ওই প্রতারককে গ্রেফতার করা হয়, গত বছরের অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে তাঁর থেকেও অভিযুক্ত প্রায় সাড়ে ছ লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ৷

শেষ পর্যন্ত মহারাষ্ট্রেরই থানে জেলার কল্যাণ এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ ধৃতের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, গয়না সহ বিভিন্ন জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ তদন্তে আরও উঠে আসে, ২০১৫ সাল থেকেই মহারাষ্ট্র ছাড়াও মধ্যপ্রদেশ, গুজরাত, উত্তর প্রদেশ এবং দিল্লিতেও একাধিক মহিলাকে একই ভাবে বিয়ে করে ঠকিয়েছে ওই অভিযুক্ত৷ পুলিশের ধারণা, প্রতারিত আরও অনেক মহিলা ওই প্রতারকের বিরুদ্ধে অভিযোগ জানাতে এগিয়ে আসতে পারেন৷