রাশিয়ায় যুদ্ধরত এক ভারতীয়ের মৃত্যু (Reuters)

Indian Dies Fighting For Russian Army: নিহত রাশিয়ার হয়ে যুদ্ধরত ১ ভারতীয়, মৃতদেহকে দেশে ফেরানোর আর্জি মৃতের পরিবারের

মস্কো: কয়েকদিন আগেই রাশিয়ায় নরেন্দ্র মোদির সঙ্গে পুতিনের বৈঠক হয়েছে৷ সেখানে ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত ভারতীয় নাগরিকদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন৷ তাঁদের দ্রুত মুক্তির ব্যপারেও তিনি পুতিনের সঙ্গে কথা বলেছিলেন৷

এরই মধ্যে ইউক্রেনের মাটিতে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে একজন ২২ বছরের তরুণের মৃত্যুর খবর এল৷ মৃত ব্যক্তিটি হরিয়ানার কাইথাল জেলার মাতুল গ্রামের বাসিন্দা৷ ব্যক্তির নাম রবি মউন৷

আরও পড়ুন: ছোটবেলা থেকেই চোখে ছিল ইউপিএসসির স্বপ্ন, দিল্লির রাজেন্দ্রনগরের ঘটনায় সলিল সমাধি স্বপ্নের, হাহাকার তানিয়ার পিতার

তাঁর দাদা অজয় মউন জানান, ‘‘রবি জানুয়ারি মাসে রাশিয়াতে গিয়েছিল৷ একজন এজেন্ট তাঁকে পরিবহন দফতরের চাকরির প্রতিশ্রুতি দেন৷ কিন্তু ওখানে যাওয়ার পর তাঁকে সামরিক বাহিনীতে যোগ দেওয়ার জন্য এক প্রকার বাধ্য করা হয়৷’’

আরও পড়ুন:অনুপ্রবেশকারী ও সেনাবাহিনীর মধ্যে গুলির লড়াইয়ে নিহত ১ সেনা, আহত মেজর পদমর্যাদা সহ ৪ জন

অজয়ের দাবি, রবি মউনকে কারাবাসের হুমকি দিয়ে এক প্রকার সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল৷ পরিবারের সূত্র থেকে আরও জানা যায়, মৃত সেনাকে পরিখা খননের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়৷ ৬ মার্চ থেকেই তিনি যুদ্ধক্ষেত্রে ছিলেন৷ ১২ মার্চের পর থেকে পরিবারের সঙ্গে তাঁর সমস্ত যোগাযোগই বিচ্ছিন্ন হয়ে যায়৷

২১ জুলাই, ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে রবি মউনের ভাইয়ের কাছে একটা ইমেল আসে৷ তারপরই রবির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে৷ ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে, রবির পরিবারকে দেশের কোনও একটা হাসপাতাল থেকে করা ডিএনএ পরীক্ষার রিপোর্ট পাঠাতে অনুরোধ করা হয়েছে৷

রবি মউনের পরিবার তাঁর মৃতদেহকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সাহায্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়েছেন৷

এই প্রসঙ্গে কংগ্রেস নেতা রণদীপ সিং সুরেজওয়ালা পরিস্থিতিকে ‘হৃদয়বিদারক’ বলে বর্ণনা করেছেন৷ সংকট মোকাবেলার জন্য সরকারকে জরুরি পদক্ষেপ নিতে আবেদন জানিয়েছেন৷

ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে জুলাই মাসেই আরও দুজনের মৃত্যুর খবর জানানো হয়েছিল৷ তাঁদের মধ্যে একজন ছিলেন সুরাট, আর এক জন হায়দরাবাদের ব্যক্তি৷ এবার আরও এক ভারতীয়ের মৃত্যুতে রাশিয়ার হয়ে যুদ্ধরত ভারতীয়দের দুরবস্থার চিত্রটি স্পষ্ট করল৷