তড়িঘড়ি উঠতে গিয়ে ট্রেন থেকে পরে গেল মা ও সন্তান

Miracle News: দুধের শিশুকে নিয়ে চলন্ত ট্রেনে উঠছিলেন, হাত ফসকে পড়ে গেলেন দুজনেই, তারপরেই মিরাকেল

আলিপুরদুয়ার : তাড়াহুড়োয় ট্রেনে উঠতে গিয়ে শিশুকন্যা সহ পড়ে গিয়েও বেঁচে গেলেন এক মা। ‘রাখে হরি মারে কে’ এই প্রবাদ বাক্যটি সত্যি হয়েছে পঞ্চমী মন্ডলের জীবনে।

সোমবার বাপের বাড়ি যাবেন বলে ৩ বছরের শিশুকন্যাকে নিয়ে আলিপুরদুয়ার জেলার জয়গাঁ বিবেকানন্দ পল্লী বউ বাজার এলাকা থেকে নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে আসেন পঞ্চমী মন্ডল। স্টেশনে পৌঁছে টিকিট কেটে অসম রঙ্গিয়া যাবার ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকেন। নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে আপ নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেনে জেনারেল কোচ খুজতে গিয়ে সময় পেরিয়ে যায়। ট্রেন ছেড়ে দিতে পারে আশঙ্কায় তড়িঘড়ি ট্রেনের একটি কোচে ব্যাগপত্র তুলে দেন এবং কোলের শিশুকে নিয়ে ট্রেনে চড়ার চেষ্টা করেন।

আরও পড়ুন – ICC T20 World Cup 2024: ইতিহাস তৈরি, বাংলাদেশ বধ, কাজে এল না লিটনের লড়াই, শেষ চারে আফগানিস্তান

সেই সময় আচমকা ট্রেন ছেড়ে দেয়, কোলের শিশু সহ ওই মহিলা ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে পড়ে যায়। অন্যান্য যাত্রীদের চিৎকার শুনে ছুটে আসে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কর্মীরা। নিজের কোলের শিশুকে বাঁচাতে তাকে বুকে আগলে ধরে মাটিতে শুয়ে পড়েন ওই মহিলা। রেলওয়ে প্রটেকশন ফোর্সের কর্মীরা তড়িঘড়ি ট্রেনের গার্ডকে বিষয়টি জানান।

এরপরেই ইমারজেন্সি ব্রেক চেপে গার্ড ট্রেনটিকে থামায়। ট্রেন থামতেই ওই মহিলা ও শিশুকে ট্রেনের তলা থেকে টেনে বের করেন রেলওয়ে প্রটেকশন ফোর্সের কর্মীরা। ঘটনায় ওই মহিলা ও শিশু গায়ে ও মাথায় চোট লাগে, তেমন কোনো গুরুতর আহত হয়নি কেউই। বরাত জোরে প্রাণে বেঁচে যায় মা ও শিশু। তড়িঘড়ি তাদের নিয়ে আলিপুরদুয়ার জংশন রেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। পরবর্তীতে মহিলার স্বামী গৌতম মন্ডল এসে তাদের বাড়ি নিয়ে যায়।

এই বিষয়ে আলিপুরদুয়ার জংশন রেল ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অমরজিৎ গৌতম জানান “নিজেদের সুরক্ষিত রাখার কাজ যাত্রীদের করতে হবে। ট্রেন চড়ায় তাড়াহুড়ো করা যাবে না।”

Annanya Dey