জাতীয় সড়কের ওপর মানুষের থেকে চেয়ে শিব ঠাকুর খেলেন জল

Chaitra Sankranti : ভয়ঙ্কর দাবদাহে বেহাল অবস্থা! গরম থেকে বাঁচতে বহুরূপীদের ভরসা এখন ঠান্ডা জল

গ্রীষ্মের প্রখর দাবদাহ থেকে রেহাই পেতে বহুরূপী পেশার সঙ্গে যারা যুক্ত তাঁদেরও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আরাম মিলছে পাখার বাতাসে। তৃষ্ণা নিবারণ করতে তাঁদের ভরসা প্লাস্টিকের বোতলের প্যাকেটজাত জল। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ।)
গ্রীষ্মের প্রখর দাবদাহ থেকে রেহাই পেতে বহুরূপী পেশার সঙ্গে যারা যুক্ত তাঁদেরও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আরাম মিলছে পাখার বাতাসে। তৃষ্ণা নিবারণ করতে তাঁদের ভরসা প্লাস্টিকের বোতলের প্যাকেটজাত জল। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ।)
নদিয়ার ফুলিয়ায় আজও প্রায় প্রত্যেক পাড়ায় পাড়ায় চৈত্র গাজন উপলক্ষ্যে পূজিত হন হরগৌরী। এখানে অনেকেই সাজেন দেব-দেবীর আদলে।
নদিয়ার ফুলিয়ায় আজও প্রায় প্রত্যেক পাড়ায় পাড়ায় চৈত্র গাজন উপলক্ষ্যে পূজিত হন হরগৌরী। এখানে অনেকেই সাজেন দেব-দেবীর আদলে।
এখানে বিভিন্ন বাড়িতে শিব-পার্বতী সাজা বহুরূপীদের বাড়িতে এনে পুজো দিয়ে দুধ কলা ও মিষ্টি খাওয়ানো রীতি রয়েছে। এই প্রথা চলে আসছে বহু বছর ধরে।
এখানে বিভিন্ন বাড়িতে শিব-পার্বতী সাজা বহুরূপীদের বাড়িতে এনে পুজো দিয়ে দুধ কলা ও মিষ্টি খাওয়ানো রীতি রয়েছে। এই প্রথা চলে আসছে বহু বছর ধরে।
প্রত্যেক বছরের মত এ বছরেও বহুরূপী সেজে বেরোনোর পর চৈত্রের কড়া রোদ পেরোতে তাঁদের ভরসা মোটরসাইকেল।
প্রত্যেক বছরের মত এ বছরেও বহুরূপী সেজে বেরোনোর পর চৈত্রের কড়া রোদ পেরোতে তাঁদের ভরসা মোটরসাইকেল।
রাস্তায় রোদের তীব্রতার জেরে একপ্রকার বাধ্য হয়েই খেতে হচ্ছে ঠান্ডা জল তেষ্টা নিবারণ করার জন্য।
রাস্তায় রোদের তীব্রতার জেরে একপ্রকার বাধ্য হয়েই খেতে হচ্ছে ঠান্ডা জল তেষ্টা নিবারণ করার জন্য।
শুধু তাই নয় বিভিন্ন বাড়িতে যাওয়ার পরে গরম থেকে বাঁচতে বাড়ির ভেতরে ছায়ায় আশ্রয় নেন বহুরূপীরা।
শুধু তাই নয় বিভিন্ন বাড়িতে যাওয়ার পরে গরম থেকে বাঁচতে বাড়ির ভেতরে ছায়ায় আশ্রয় নেন বহুরূপীরা।