বেহাল রাস্তা

Poor Road: স্বাধীন ভারতের লজ্জার ছবি! অসুস্থ হলে আজ‌ও ডুলি’ই ভরসা এই গ্রামে

পুরুলিয়া: পর্যটনের কারণে পুরুলিয়া সর্বক্ষেত্রেই চর্চিত। আবার এটাই বাংলার অন্যতম পিছিয়ে পড়া জেলা বলে পরিচিত। তবে গত কয়েক বছরে জেলার চিত্রটা খানিকটা বদলেছে। রাজ্যে পালাবদলের পর পিছিয়ে পড়া এই জেলায় অনেক ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে। কিন্তু স্বাধীনতাটর এতগুলো বছর পেড়িয়ে যাওয়ার পর আজও বঞ্চিত বাঘমুন্ডি ব্লকের তুনতুড়ি সুইসা গ্রাম পঞ্চায়েতের জোড়ডি গ্রামের জোড়ডি টলার বাসিন্দারা।

পুরুলিয়ার এই প্রান্তিক গ্রামে প্রায় ৩০০ টি পরিবারের বসবাস। স্বাধীনতার পর পেরিয়েছে এতগুলো বছর, কিন্তু এই গ্রামে আজ‌ও নেই কোনও রাস্তা। জোড়ডি গ্রাম থেকে তিলোকডি মোড় পর্যন্ত প্রায় তিন থেকে চার কিমি রাস্তা খানাখন্দে ভরা। যার ফলে বর্ষার সময় গ্রামে ঢোকে না অ্যাম্বুলেন্স। পাকা রাস্তা পর্যন্ত ডুলিতে করে নিয়ে যেতে হয় গর্ববতী মহিলা ও অসুস্থদের।‌ রাস্তা বেহাল থাকার কারণে একটা সময় ঘোড়া ব্যবহার করতেন এই গ্রামের বাসিন্দারা। এখন আর ঘোড়ার ব্যবহার না হলেও ডুলিতে করে অসুস্থ রোগীদের নিয়ে যেতে হয়।

আর‌ও পড়ুন: স্বাধীনতার এতদিন পর পাকা হচ্ছে কাঠের সেতু

তাই অবিলম্বে রাস্তার দাবি জানিয়েছেন এই গ্রামের বাসিন্দারা। তার জন্য প্রয়োজন পড়লে তাঁরা নিজেদের জমি ছাড়তেও রাজি আছেন। এদিকে শীঘ্রই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন গ্রাম পঞ্চায়েত প্রধান অষ্টমী কুইরি।

শর্মিষ্ঠা ব্যানার্জি