ফের বাড়ছে ডেঙ্গু আতঙ্ক! জেলায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ১০০-র বেশি! আশঙ্কাজনক ১, চিন্তায় স্বাস্থ‍্য বিভাগ

Dengue: ফের বাড়ছে ডেঙ্গু আতঙ্ক! জেলায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ১০০-র বেশি! আশঙ্কাজনক ১, চিন্তায় স্বাস্থ‍্য বিভাগ

পশ্চিম মেদিনীপুর: ধীরে ধীরে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। জেলা জুড়ে একশোর গণ্ডি ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যায়। স্বাভাবিকভাবে বর্ষার এই মরশুমে চিন্তায় স্বাস্থ্য বিভাগ। শুধু তাই নয়, জেলা সদরে দশের বেশি আক্রান্ত হওয়ার ঘটনায় রীতিমত চিন্তায় পৌর প্রশাসন।

জেলা প্রশাসন, পৌর প্রশাসন এবং বিভিন্ন ব্লক এলাকায় ব্লক প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে মানুষকে আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন আধিকারিকেরা।

আরও পড়ুন: বলুন তো কোন জিনিস বাগানে সবুজ, বাজারে কালো আর ‘বাড়িতে লাল’ হয়? রান্নাঘরেই আছে কিন্তু! ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

প্রসঙ্গত অগাস্ট মাস থেকে অক্টোবর-নভেম্বর পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে থাকে। গতবছর আক্রান্তের সংখ্যা সহস্রাধিক ছিল। এবারে ডেঙ্গি আক্রান্তের সংখ্যাও ক্রমশ বাড়ছে। জেলা প্রশাসন সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুর জেলাতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০৫ জন।

মেদিনীপুর শহর এলাকায় আক্রান্তের সংখ্যা ১৪। যাদের মধ্যে একজন রোগী আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন। মেদিনীপুর শহর এলাকার রাঙামাটিতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি।

আরও পড়ুন: ৬ মাস, ২ বছর, ৫ বছর? শিশুকে কতদিন মাতৃদুগ্ধ পান করানো উচিত? বন্ধই বা কবে করবেন? বড় ভুল ভাঙলেন চিকিত্‍সক

প্রসঙ্গত বর্ষাকাল এলে দিকে দিকে ডেঙ্গির প্রভাব লক্ষ্য করা যায়। গত বছরের ভয়াবহ পরিস্থিতির কথা মাথায় রেখে এবার আগেভাগেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তরফে। তবে এবার মেদিনীপুর পৌর প্রশাসন এবং জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণে কর্মশালার আয়োজন করা হয়েছিল।

স্বাভাবিকভাবে বর্তমানে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি। বিভিন্ন জায়গায় মেডিকেল টিম নজরদারি রেখেছে এবং জেলার একাধিক জায়গায় ডেঙ্গি পরীক্ষা কেন্দ্র চালু করা হয়েছে। স্বাভাবিকভাবে বেশি সংখ্যক টেস্ট হওয়াতে পজেটিভ হওয়ার সংখ্যা বাড়ছে।

আরও পড়ুন: বুধের উল্টো চালে সোনালী সময় শুরু ৩ রাশির! ২৪ দিন ধরে টাকার বৃষ্টি, ভাগ‍্যের চাকা ঘুরে যাবে

ফলত চিকিৎসা ও দ্রুত শুরু করা হচ্ছে। যে সমস্ত এলাকায় পজিটিভ হওয়ার সংখ্যা বেশি সেখানে বিশেষ নজরদারি রাখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। স্বাভাবিকভাবে ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক উদ্যোগ নিচ্ছে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

রঞ্জন চন্দ