আলুচাষিদের জন্য সুখবর

Potato Farming: এক গাড়ি আলু লাখ টাকায় বিকোচ্ছে! খুশি আর ধরছে না কৃষকের

জলপাইগুড়ি: এবার বাজারে আলুর দাম শুরু থেকেই চড়া। ফলে হাসি ফুটেছে কৃষকদের মুখে। অনেকদিন পর আলু চাষ করে ভাল লাভের আশা করছেন তাঁরা। যদিও এই দাম বৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ।

আলু প্রতিবছর নিয়ম করে চাষ করলেও সঠিক দাম পাওয়া নিয়ে চিন্তায় থাকেন কৃষকরা। কিন্তু এবার ভালো করে গরম পড়ার আগেই আলুর দাম খুচরো বাজারে ২০ টাকা প্রতি কেজি ছুঁয়ে গিয়েছে। বর্তমানে জ্যোতি আলু ২২-২৬ টাকা প্রতি কেজি দরে খুচরো বাজারে বিক্রি হচ্ছে। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা সাধারণত এই জ্যোতি আলু খেয়ে থাকেন।

আর‌ও পড়ুন: বন্ধুদের ডাকে মাটি ফেলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ট্রাক্টর চালকের

আলুর দাম বেশি পাওয়ায় এবার লোকসভা ভোটের আগে গ্রাম বাংলায় কৃষকদের মধ্যে খুশির আমেজ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই তাই মনের আনন্দে নিজের পছন্দমত রাজনৈতিক দলের মিটিং মিছিল, সভা সমাবেশে অংশ নিচ্ছেন। বর্তমানে এক গাড়ি আলুর দাম এক লাখ টাকার উপরে যাচ্ছে। দাম এতটা চড়বে তা মরশুম শুরুর আগেও অনেকে ভাবতে পারেননি। জলপাইগুড়ির এক বড় অংশের কৃষক মূলত আলু চাষের উপর নির্ভর করে এই জীবিকা নির্বাহ করেন। স্বাভাবিকভাবেই তাঁরা এবার বেশ খুশি। ভালো দাম পাওয়ায় আলু ব্যবসায়ীরা ও খুশি হয়েছেন। সব মিলিয়ে গ্রামবাংলায় এই মুহূর্তে এক ফিল গুড পরিবেশ বিরাজ করছে।

সুরজিৎ দে