কুমোরটুলিতে তৈরি হচ্ছে মূর্তি

West Bardhaman News: বাড়তি সতর্কতা! আবহাওয়ার উন্নতি হতেই ব্যস্ত কুমোরপাড়া

দুর্গাপুর: ধাক্কা খেয়েছে বিশ্বকর্মা পুজোর বাজার। টানা বৃষ্টিপাতে কাজ করতে গিয়ে চরম সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা। পুজোর আগে যাতে আর তাদের কাজ ব্যাহত না হয়, তার জন্য আগেভাগেই শেষ করতে চাইছেন কাজ। বিশেষ করে মূর্তি শুকনো করা এবং রং করার কাজ এগিয়ে রাখতে চাইছেন।

মৃৎশিল্পীরা বলছেন,সারা বছর তাদের ব্যবসা টিমটিম করে চলে। কিন্তু তারা অপেক্ষায় থাকেন এই সময়টুকুর জন্য। বিশ্বকর্মা পুজো, দুর্গাপুজো, কালীপুজো, লক্ষ্মীপুজো তাদের ব্যস্ততার শেষ থাকে না। এ সময় লক্ষ্মী লাভের আশায় থাকেন তারা। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনায়, শুরুতেই তাদের সমস্যায় পড়তে হয়েছে। সেজন্য আবহাওয়ার উন্নতি হতে দেখেই যতটা সম্ভব কাজ এগিয়ে রাখতে চেষ্টা করছেন।

আরও পড়ুন: বিপুল পরিমাণ জল ছাড়ল ডিভিসি! পুজোর আগে বন্যার আশঙ্কা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

অন্যদিকে পুজো উদ্যোক্তারাও আবহাওয়া নিয়ে বিশেষভাবে চিন্তায় পড়েছেন। উদ্যোক্তারা বলছেন, পুজোর জন্য বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে। এমনিতেই আরজি কর কাণ্ডের প্রভাব কিছুটা প্রভাব পড়েছে পুজোর বাজারে। তার ওপর যদি আবহাওয়ার এমন খামখেয়ালিপনা চলতে থাকে, তাহলে পুজোর বাজার আরও ধাক্কা খাবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নয়ন ঘোষ