এই গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিং

South 24 Parganas News: কলকাতার খুব কাছেই তবুও সারাদিন লো ভোল্টেজ সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং

দক্ষিণ ২৪ পরগনা: তীব্র গরমে মানুষের হাঁস ফাঁস অবস্থা। এর মধ্যেই বারুইপুর জয়নগর দক্ষিণ বারাসাত বিভিন্ন এলাকাতে চলছে লাগাতার লোডশেডিং। সকাল থেকে দুপুর রাত বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ হয়ে পড়ছে বাসিন্দারা। এর জেরে বিভিন্ন সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন নাগরিকরা।তীব্র দহনের মধ্যে নিয়ম করে চলছে লোডশেডিং।

এতে দারুণ বিরক্ত বাসিন্দারা। সোশ্যাল মিডিয়ায় এক বাসিন্দা লেখেন, কী অবস্থা। কোনও ঝড়বৃষ্টির দেখা নেই। তাও দুপুর-রাত কয়েক ঘণ্টা করে চলছে লোডশেডিং। আর এক বাসিন্দা লিখেছেন, পাওয়ার চলে গেলে বিদ্যুৎ অফিসে ডকেট করলেও কোনও সাড়া পাওয়া যায় না কর্মীদের। কেন এমন অবস্থা হবে ভোটের পরেই। আরওএক বাসিন্দা সুর চড়া করে লিখেছেন, বারুইপুরের ১০ ও ১১ নম্বর ওয়ার্ডে অদ্ভুত সমস্যা দেখা দিয়েছে। বেশ কয়েকটি বাড়িতে নিয়ম করে রোজ কয়েক ঘণ্টা পাওয়ার অফ থাকছে। আন্ডারগ্রাউন্ডের তারের সঙ্গে ট্রান্সফর্মার যোগ করে দেওয়ায় কয়েকটি বাড়িতে বিদ্যুৎ থাকছে। কেন এমন আচরণ, তা বিদ্যুৎকর্তারা দেখছেন না।

আরও পড়ুন – Mohun Bagan Coach: এটিকেকে আইএসএল জিতিয়েছেন সেই মোলিনাকে কোচ করল বাগান, কিন্তু হাবাসকে কেন সরাল সবুজ-মেরুণ শিবির

এক বাসিন্দা লেখেন, পুরসভার প্রতি ওয়ার্ডেই লো ভোল্টেজ তার সঙ্গে লোডশেডিংয়ের সমস্যা চলছে। কিন্তু উদাসীন প্রশাসন। দিনে তিন থেকে চারবার পাওয়ার অফ হচ্ছে। তবে ঝড় হলে কী হবে? কিন্তু কবে এই সমস্যা মিটবে তাও জানেন না বাসিন্দারা। অন্যদিকে জয়নগর দক্ষিণ বারাসাত এলাকা গুলিতে রীতিমতো কারেন্ট থাকছে কম সময় চলে যাচ্ছে বেশি সময়।

বিদ্যুৎ চলে গেলে কয়েক ঘন্টা অপেক্ষা করে থাকতে হচ্ছে। এভাবেই গরমের মধ্যে চলতে থাকলে মানুষ কিভাবে বাঁচবে এমনও অভিযোগ তুলছে বেশ কিছু বাসিন্দা।তবে এ ব্যাপারে বারুইপুরের বিদ্যুৎ বণ্টন সংস্থার এক আধিকারিক বলেন, গরমে বিদ্যুতের চাহিদা বেড়েছে। বিদ্যুতের ঘাটতি থাকায় কিছু সমস্যা হচ্ছে। তবে বিষয়টি দ্রুত দেখা হচ্ছে।

Suman Saha