প্রশান্ত কিশোরের বড় দাবি

Prashant Kishor: ভুল প্রমাণিত হবে এক্সিট পোল? বিজেপির এবার বিদায় নাকি আরও বড় জয়! বড় দাবি প্রশান্ত কিশোরের

নয়াদিল্লি: শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হয়েছে লোকসভা ভোটের বুথ ফেরত সমীক্ষাগুলি। সম্প্রচারিত হচ্ছে বিভিন্ন চ্যানেলে চ্যানেলে। কিন্তু এক্সিট পোলের আগেই এক সংবাদমাধ্যমে একান্ত সাক্ষাৎকারে ফের একবার প্রশান্ত কিশোর লোকসভা ভোটের সম্ভাব্য ফল নিয়ে মুখ খুললেন। যা রীতিমতো চমকপ্রদ। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিয়েও বিরাট দাবি করেছেন পিকে।

এবার ৪০০-র বেশি আসনে জয় আসবে বলে প্রথম থেকেই দাবি করে আসছে বিজেপি। সেই সূত্রেই তারা বলতে শুরু করেছিল, আব কি বার, ৪০০ পার। কিন্তু, ভোটপর্বের শেষলগ্নে বিজেপির এই দাবি কার্যত নস্যাৎ করে দিলেন নির্বাচনী-ভবিষ্যদ্রষ্টা প্রশান্ত কিশোর। পিকে-র দাবি, ২০১৯-এর নির্বাচনের মতো বিজেপি ৩০০ আসনে জয় পেতে পারে অথবা তার থেকে সামান্য বেশি কিছু আসন পেতে পারে।

প্রশান্ত কিশোরের কথায়, “আমার বিশ্লেষণ অনুযায়ী, বিজেপি একই সংখ্যক আসনে অথবা গতবারের তুলনায় সামান্য বেশি আসনে জিততে পারে। পশ্চিম ও উত্তর ভারতে আমি কোনও তাৎপর্যপূর্ণ আসন বাড়ার সম্ভাবনা দেখছি না। পূর্ব এবং দক্ষিণ ভারত থেকে বিজেপি আসন সংখ্যা বাড়াতে পারে।”

আরও পড়ুন: ভয়াবহ ঘটনা পুরুলিয়ায়! বড়সড় দুর্ঘটনার কবলে নীলাচল এক্সপ্রেস, রক্তে ভাসল চারিদিক

পিকে জানিয়েছেন, তেলঙ্গনা, অন্ধ্রপ্রদেশ, কেরল এবং তামিলনাড়ু থেকেও বিজেপি ভাল ফল করবে। প্রশান্ত কিশোর অঙ্ক কষে দাবি করেন, বিজেপিকে হারতে হলে উত্তর ও পশ্চিম ভারত থেকে তাদের জেতা আসনের প্রায় ৫০ থেকে ১০০টি আসন হারাতে হবে। এর জন্য কংগ্রেসের পাশাপাশি সমাজবাদী পার্টি, আরজেডি এবং এনসিপি-কে অনেক বেশি আসনে জিততে হবে। এই চার বিরোধী দল মিলে যদি একসঙ্গে ভাল ফল করে, তাহলেই বিজেপি উত্তর ও পশ্চিম ভারতে জমি হারাতে পারে।

এদিকে, বিরোধীদের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার বিষয়টি তুলে ধরে পিকে বলেন, ”মোদীর বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ভোটবাক্সে তেমন প্রভাব না ফেললেও ওড়িশা, বাংলা, অন্ধ্রের মতো রাজ্যে ক্ষমতায় থাকা দলের বিরুদ্ধে বয়ে চলা প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার ফায়দা পাবে বিজেপি। বাংলা এবং ওড়িশার মতো রাজ্যে বিজেপি আগেরবারের তুলনাতেও ভাল ফল করবে।”